ছাহিবে কা’বা কাওসাইনে আও আদনা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযিমুশ শান মি’রাজ শরীফ উনার বর্ণনা মুবারক (৪)
, ২০ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
দীদার মুবারক পেয়ে ধন্য হলেন নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা:
বুখারী শরীফ ও মুসলিম শরীফে এও বর্ণিত রয়েছে, ‘যখন আমরা নিকটবর্তী তথা প্রথম আসমানে উপস্থিত হলাম। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আসমানের দরজা খুলতে বললেন। অতঃপর আসমানের দ্বাররক্ষী বললেন, আপনি কে? তিনি বললেন, আমি হযরত জিবরীল আলাইহিস সালাম। দ্বাররক্ষী বললেন, আপনার সঙ্গে আর কেউ আছেন কি? আমি বললাম, আমার সাথে নবী আলাইহিস সালাম উনাদের নবী, রসূল আলাইহিস সালাম উনাদের রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রয়েছেন; উনাকে খালিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি আনুষ্ঠানিকভাবে মুবারক দীদার দানের লক্ষ্যে দাওয়াত দিয়েছেন। তারপর যখন দরজা খুলল, তখন আমি প্রথম নবী ও রসূল হযরত আদম আলাইহিস সালাম উনাকে দেখতে পেলাম সেই আকৃতিতে যেই আকৃতিতে উনাকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল। তিনি আমাকে দেখে বলেন, হে শ্রেষ্ঠ নবী! আমার পবিত্রতম আওলাদ, আপনার প্রতি মারহাবা, মুবারকবাদ। এরপর সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম উনার ডান পার্শ্বে অসংখ্য রূহ এবং বাম পার্শ্বেও অনেক রূহ। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বলেন, ডানদিকের রূহগুলো বেহেশতী ও বাম দিকের রূহগুলো দোযখী। যারা হলো সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম উনার সন্তান। অন্য বর্ণনায় রয়েছে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম উনার সমস্ত সন্তানের রূহসমূহ উনার সামনে পেশ করা হয়। নেককারদের রূহগুলো দেখে বলেন, “এই সমস্ত রূহ ও দেহ পবিত্র; এদের ইল্লীনে নিয়ে যাও। আর বদকারদের রূহগুলো দেখে বলেন, এদের রূহ অপবিত্র, দেহও অপবিত্র; এদের সিজ্জীনে নিয়ে যাও। ”
কিছুদূর গিয়ে দেখতে পেলাম একটি খাঞ্চা রাখা আছে এবং তাতে উত্তম ভাজা গোশত রয়েছে। আর একদিকে রয়েছে অন্য একটি খাঞ্চা। তাতে আছে পঁচা দুর্গন্ধময় ভাজা গোশত। এমন কতকগুলো লোকদের দেখলাম যারা উত্তম ভালো গোশতের কাছে না যেয়ে ওই পচা দুর্গন্ধময় ভাজা গোশত খাচ্ছে। আমি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে বললাম, এ লোকগুলো কারা? উত্তরে হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সব লোক যারা হালালকে হারাম এবং হারামকে হালাল করতো এবং হারামের প্রতি আগ্রহ প্রকাশ করতো।
আরো কিছুদূর অগ্রসর হয়ে দেখি যে, কতগুলো লোকের ঠোঁট উটের মতো। হযরত ফেরেশতা আলাইহিমুস সালামগণ উনারা তাদের মুখ ফেঁড়ে ফেঁড়ে ওই গোশত তাদের মুখের মধ্যে ভরে দিচ্ছেন; যা তাদের নি¤œ পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা ভীষণ চিৎকার করছে এবং খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার সামনে মিনতি করছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জবাবে হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, এরা আপনার উম্মতের ওইসব লোক যারা ইয়াতিমদের মাল অন্যায়ভাবে গ্রাস করে; তারা নিজেদের পেটের মধ্যে আগুন ভরে দিচ্ছে এবং অবশ্যই অবশ্যই তারা জাহান্নামের জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করবে।
আরো কিছুদূর গিয়ে আমি দেখতে পাই যে, কতগুলো স্ত্রীলোক নিজেদের বুকের দ্বারা লটকানো রয়েছে এবং হায়! হায়! করছে। আমি জিজ্ঞাস করলাম, এরা কারা? হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, এরা হচ্ছে উম্মতের মধ্যে যারা ব্যভিচারিনী স্ত্রীলোক।
আর একটু অগ্রসর হয়ে দেখি যে, কতকগুলো লোকের পেট বড় বড় ঘরের মতো। যখন উঠতে চাচ্ছে তখন পড়ে যাচ্ছে এবং বার বার বলতেছে, ‘হে আল্লাহ পাক! কিয়ামত যেন সংঘটিত না হয়। ’ কতগুলি জন্তু দ্বারা তারা পদদলিত হচ্ছে। আর তারা খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার পবিত্র দরবারে হা-হুতাশ করছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব লোক যারা সুদ খেতো। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফ-এ ইরশাদ করেন, “যারা সুদ খায় কিয়ামতের দিন তারা ঠিক সেই ব্যক্তির ন্যায় উঠবে, যাদেরকে শয়তান পাগল করে রেখেছে। ”
আরো কিছুদূর গিয়ে দেখি যে, কতকগুলি লোকের পার্শ্বদেশের গোশত কেটে কেটে হযরত ফেরেশতা আলাইহিমুস সালামগণ উনারা তাদের খাওয়াচ্ছেন। আর তাদেরকে তারা বলছেন, ‘যেমন তোমরা তোমাদের জীবদ্দশায় তোমাদের ভাইদের গোশত খেতে; তেমনই এখনো খেতে থাকো। ’ আমি জিজ্ঞেস করলাম, হে জিবরীল আলাইহিস সালাম! এরা কারা। ’ উত্তরে তিনি বললেন, ‘এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব লোক যারা অপরের গীবত করতো অর্থাৎ দোষ অন্বেষণ করে বেড়াতো। ’
খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার হাবীব রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, অতঃপর আমরা দ্বিতীয় আসমানে আরোহণ করলাম। সেখানে দেখতে পেলাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম উনাদেরকে। উনারা দু’জন পরস্পর খালাতো ভাই। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমি উনাদের সালাম দিলাম। উনারা আমার সালামের জবাব দিলেন এবং বললেন: ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার প্রতি মুবারকবাদ।
-আল্লামা সাইয়্যিদ আহমদ শাবীব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে অবমাননাকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (২৭)
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৩)
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিল করার জন্য তিনটি বিষয় অতীব জরুরী-
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার দলীল সমৃদ্ধ মশহূর কিতাব- “আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাব নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র (২)
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১২)
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ৯৬)
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ১ দিরহাম খরচ করলে কমপক্ষে এক পাহাড় পরিমাণ লাল স্বর্ণ দান করার ফযীলত লাভ হবে
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সর্বাবস্থায় ছাহিবু লাওলাক, ছাহিবু ক্বাবা ক্বওসাইনি আও আদনা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আহবান মুবারক-এ সাড়া দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরয; এমনকি পবিত্র নামাযে থাকাকালীন সময়েও
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১১)
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ৯৫)
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












