হিলাল
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৪)
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৩ শামসী সন , ২০ জুলাই, ২০২৫ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক মাজলিসু রুইয়াতিল হিলাল
আজীমাত (Ayimuth) কি?: চাঁদ প্রতি মাসে একই স্থানে দেখা যায় না। পশ্চিমে ডান ও বামে সরে সরে আসে। যখন আজীমাত ২৭০ ডিগ্রী বলা হবে তা হবে সরাসরি পশ্চিমে। ২৭০ এর বেশি আজীমাত হলে চাঁদ খুঁজতে হবে পশ্চিমের ডানে এবং ২৭০ এর কম হলে চাঁদ খুঁজতে হবে পশ্চিমের বায়ে।
আমাদের দেশ যখন চাঁদ দেখে তার দু’দিন পূর্বে সউদি আরব চাঁদ দেখতে পাবে না। এই দেখার পার্থক্য হবে ১ দিন।
অর্থাৎ কোন কারণে বাংলাদেশ দেখতে না পেলে আর সউদি আরব দেখলে তা পরের দিন সন্ধ্যায় আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই চাঁদ দেখা যাবে।
আর কখনও বাংলাদেশ আগে দেখলে সউদি আরব অবশ্যই আমাদের পরে দেখবে।
যদি শোনা যায় আমাদের দুদিন পূর্বে সউদি আরব চাঁদ দেখেছে তবে সে দাবি মিথ্যা।
৪) সউদি আরব কি প্রতি আরবী মাস আমাদের ১/২ দিন আগে শুরু করতে পারে?
কোন দেশে প্রথম চাঁদ দেখা যাবে তা নির্দিষ্ট নয়। সউদি আরবের পূর্বের কোন দেশ আগে চাঁদ দেখতে পারে বা সউদি আরবের পশ্চিমের কোন দেশ আগে চাঁদ দেখতে পারে। আবার কখনো সউদি আরবেও চাঁদ দেখা যেতে পারে। কিন্তু প্রতি মাসে সউদি আরব বাংলাদেশের পূর্বে চাঁদ দেখতে পারে না।
৫) পৃথিবীর যে কোন স্থানে চাঁদ প্রথম দেখা যেতে পারে।
৬) সব সময় পশ্চিম দিকে চাঁদ আগে দেখা যায় না।
অনেকেই মনে করেন, সউদি আরব আমাদের দেশের পশ্চিমে তাই সেখানে প্রথম চাঁদ দেখা যাবে। আসলে সকল দেশের পশ্চিমেই আরেকটি দেশ আছে। সুতরাং সউদি আরবেই প্রথম চাঁদ দেখা যাবে ধারনাটি সঠিক নয়। অনেকে সউদি আরবকে পৃথিবীর কেন্দ্র হিসেবে মনে করে নিয়ে ভাবেন চাঁদ হয়তো সেখানেই আগে দেখা যাবে। প্রকৃতপক্ষে চাঁদ দেখার বিষয়টি পৃথিবীর কেন্দ্রের সাথে সম্পর্কিত নয়। চাঁদ যে কোন মাসে যে কোন দেশেই প্রথম দেখা যেতে পারে। সউদি আরবই সর্ব প্রথম চাঁদ আগে দেখবে এই ধারনাটা সঠিক নয়।
৭) চাঁদ কোনদিকে উঠে?
চাঁদ সূর্যের মত পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। ২৯ দিনে আমরা যে বাঁকা চাঁদ পশ্চিমে দেখি তাও পূর্ব দিকে উদিত হয় কিন্তু দিনের আলোর কারণে তা আমরা দেখতে পাই না। চাঁদ সারাদিন আকাশে থেকে যখন পশ্চিমে অস্ত যেতে থাকে তখন তার প্রতিফলিত আলো আমাদের চোখে এলে আমরা চাঁদ দেখতে পাই।
৮) পৃথিবীতে একদিনে কি ঈদ পালন করা সম্ভব?
পৃথিবীর কোন অংশে দিন হলে অন্য অংশে থাকে রাত। ফলে ভৌগলিক কারণেই পৃথিবীতে একদিনে ঈদ পালন করা সম্ভব নয়।
৯) সউদি আরবের সাথে ঈদ বা রোযা পালন করা কতটা ঠিক?
অনেকে বলে থাকেন সউদি আরবে চাঁদ দেখার উপর সারা পৃথিবীতে ঈদ পালন করা উচিত। কিন্তু বাস্তবে বিষয়টি অবান্তর। ধরা যাক, সউদি আরবের আকাশেই প্রথম ঈদের চাঁদ দেখা গেলো। তাহলে সউদি আরবের পশ্চিমে অবস্থিত দেশগুলোতে সউদি আরবের সাথে একই দিনের সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও সউদি আরবের পূর্ব দিকের দেশগুলোকে পরবর্তী দিনের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ তাদের ঈদ একদিন পিছিয়ে যাবে। আর যদি তারা সউদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন বা পালন করতে চায় তাহলে তা হবে তাদের দেশ থেকে চাঁদ না দেখে ঈদ করার শামিল। কোন দেশ যদি সউদি আরবের আগেই চাঁদ দেখে থাকে তবে কি সে দেশ অপেক্ষা করবে সউদি আরবের চাঁদ দেখা পর্যন্ত? ধরা যাক, কোন এক রমাদ্বান শরীফ মাসের শেষে রিয়াদে প্রথম চাঁদ দেখা গেলো এবং ধরা যাক সেদিন সোমবার সন্ধ্যা, সময় ৫.৩০ মিনিট। তখন আর্জেন্টিনায় সময় সোমবার সকাল ১১.৩০ মিনিট।
রিয়াদের চাঁদ দেখা অনুযায়ী আর্জেন্টিনার মুসলমানগণ ঈদের নামায পড়তে চাইলেও তা সম্ভব নয়। কেননা তখন ঈদের নামাযের ওয়াক্ত থাকে না। আবার রিয়াদে পরের দিন মঙ্গলবার, ভোর ৬.৩০ মিনিটে যখন ঈদের জামায়াত হবে তখন আর্জেন্টিনায় মঙ্গলবার, রাত ১২.৩০ মিনিট। সে সময় ঈদের নামায পরা সম্ভব নয়। যেহেতু রিয়াদের সঙ্গে আর্জেন্টিনার সময়ের পার্থক্য ৬ ঘণ্টা সউদি আরবে যে সন্ধ্যায় চাঁদ দেখা যাবে তার ৬ ঘণ্টা পর আর্জেন্টিনায় চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে। সুতরাং আর্জেন্টিনাবাসী সোমবার, ভোর ৬.৩০ মিনিটে যখন নামায পড়বে তখন সউদি আরবে সোমবার দুপুর ১২.৩০ মিনিট।
চাঁদ নিয়ে কেন বিভ্রান্তি? নেপথ্যে কে?
কুরআন শরীফ-এ স্পষ্টভাবে বাঁকা চাঁদকে সময় নির্ধারণ করার মাধ্যম বলে উল্লেখ করা হয়েছে। অমাবস্যার চাঁদ, জোছনার চাঁদ, অর্ধ চন্দ্র, সূর্যাস্তের কিছু পূর্বে ডুবে যাওয়া চাঁদ, নির্দিষ্ট বয়সের চাঁদ এসবের উল্লেখ করা হয়নি। অথচ আজকাল সউদি ওহাবী ইহুদীদের মদদপুষ্ট খারিজী, রাফিজী, সালাফী, ওহাবী গং কুরআন শরীফ উনার এই আয়াত শরীফের মনগড়া ব্যাখ্যা করে তাদের বানানো নিয়মে মাস শুরু করে যাচ্ছে। আরবী মাসের ২৯তম তারিখে চাঁদ তালাশ করা এবং কোন কারণে চাঁদ দেখা না গেলে মাস ৩০ দিনে পূর্ণ করা শরীয়তের নির্দেশ।
এছাড়াও হাদীছ শরীফ-এ ইরশাদ মুবারক হয়েছে, “তোমরা চাঁদ দেখে রোযা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ করো। ”
সউদি ওহাবী সরকারের বানানো মনগড়া ক্যালেন্ডারের অনুসরণের কারণে প্রতি বছর হজ্জ বাতিল হচ্ছে, রোযা নষ্ট হচ্ছে, ঈদ বাতিল হচ্ছে। সউদি আরব ছাড়াও অনেক মুসলিম দেশেও চাঁদ দেখে আরবী মাস শুরু হচ্ছে না। চাঁদের তারিখ হেরফের করে সহজেই মুসলমানদের আমল নষ্ট করা যায়। তাই মুনাফিকদের সাথে নিয়ে কাফির-মুশরিকরা সারাবিশ্বে চাঁদ দেখে আরবী মাস শুরু করার শরীয়তের পদ্ধতির পরিবর্তে তাদের বানানো পদ্ধতি চাপিয়ে দিচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে সউদি ওহাবী ইহুদী সম্প্রদায়। এ ব্যাপারে এখনও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশের মুসলমানগণ উদাসীন।
৫) আমাদের কি করণীয়:
চাঁদ বিষয়ে দৈনিক আল ইহসান শরীফ এবং আল বাইয়্যিনাত শরীফে চাঁদ বিষয়ক লেখা প্রকাশিত হয় সেগুলো পাঠ করা এবং মজলিশে আলোচনা করা।
সউদি ওহাবী ষড়যন্ত্রের বিষয়টি নিজে ভালো ভাবে জানা এবং মানুষকে জানানো।
এই বিষয়ে সিডি প্রকাশিত হয়েছে সেগুলো সংগ্রহ করা, দেখা এবং বোঝার চেষ্টা করা।
৬) রুইয়াতিল হিলাল মজলিশের একজন সম্মানিত সদস্য হিসেবে এর কার্যক্রমকে কিভাবে শক্তিশালী করা যায়।
সকলের উচিত হবে, রুইয়াতিল হিলাল মজলিশের একজন সম্মানিত সদস্য হওয়া। প্রতি মাসে চাঁদ তালাশ করে কেন্দ্রীয়ভাবে জানানো।
-আল হিলাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
২৩ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
২২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
২৫ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২৪ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (৩)
১৩ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন চাঁদ তালাশের গুরুত্ব ও শরয়ী তরতীব (২)
২৯ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ সংবাদ: পবিত্র মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ দেখা গেছে
২৭ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজ মুহররমুল হারাম শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২৬ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এ বছরেও (১৪৪৬ হিজরী) পবিত্র হজ্জ বাতিল হতে যাচ্ছে
৩১ মে, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র রবীউছ ছানী মাস উনার চাঁদ দেখা যায়নি
০৪ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাঁদ এবং ইসলামী মাস নির্ধারণে সউদী ওহাবী ইহুদীদের ষড়যন্ত্র চক্রান্ত (১৫)
০৭ মার্চ, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খোদ সউদী গণমাধ্যমেই চাঁদ নিয়ে ষড়যন্ত্রের তথ্য উপস্থাপন
২৩ নভেম্বর, ২০২২ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












