বিএনপি-জামাতের বাইরে বলয় গড়ার চেষ্টায় এনসিপি
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনীতির মাঠের অন্যতম দুই দল বিএনপি ও জামাতকে আলাদা রাজনৈতিক বলয় হিসেবে দেখছে এনসিপি। এ দুই দলের সঙ্গে জোটে গেলে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন এনসিপির নেতারা। তাই বিএনপি এবং জামাতের বাইরে থাকা দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন তারা। এরই মধ্যে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক মোর্চার সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, যেখানে ইতিবাচক বার্তাও পেয়েছে এনসিপি।
নতুন এই জোটের আলোচনায় থাকা দলগুলোর মধ্যে রয়েছে- গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী পরিষদ এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন।
নতুন উদ্যোগ বা প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি গণতন্ত্র মঞ্চের ছয়টি দলের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। এ বৈঠকে গণতন্ত্র মঞ্চের ছয় দল গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি ও ভাসানী জনশক্তি পার্টির নেতারা অংশ নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামাত বলয়ের বাইরে থাকা সব দলকে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি। যার অংশ হিসেবে গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূতকরণের আলোচনাও চলছে। যদিও সেটি এখনো চূড়ান্ত রূপ পায়নি। যে মোর্চায় যুক্ত হতে পারে আপ বাংলাদেশসহ তরুণদের কয়েকটি রাজনৈতিক শক্তিও।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলে, আমরা মধ্যপন্থি, গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থি শক্তিগুলোকে নিয়ে আলাদা বলয় গড়ে তুলতে চাই। আর সেই বলয়ের ভরকেন্দ্র হবে এনসিপি। তিনি জানান, এ নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে।
জোট গঠনে আলোচনার বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস বলে, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি এবং আপ বাংলাদেশসহ কয়েকটি দলের সঙ্গে এসব আলোচনা হচ্ছে। বাংলাদেশের স্বার্থে নির্বাচনকেন্দ্রিক জোট হতেও পারে এবং এটি পরিস্থিতির আলোকে আরও বৃহত্তর পর্যায়ে হতে পারে।
দেশে মধ্যপন্থার রাজনীতির সংকট ঘনীভূত হয়েছে বলে মনে করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার ভাষ্য, একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর উত্থানের কথা অনেকে বলছেন। বাংলাদেশের অনেকের চিন্তা হলো আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়। রাজনৈতিক শূন্যতা আসলে কোনোভাবেই ভালো ফল বয়ে আনবে না। সে জায়গা থেকে আমরা নতুন শক্তি হওয়ার চেষ্টা করছি। এনসিপি-গণঅধিকারের একীভূত হওয়ার আলোচনা চলছে। পরে অন্য শক্তিগুলোও যুক্ত হতে পারে।
এনসিপির সঙ্গে একীভূত প্রক্রিয়ার বিষয়ে সে বলেছে, একই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা, একসঙ্গে ডাকসু নির্বাচন করা, মোদিবিরোধী আন্দোলনসহ আদর্শিক মিল থাকায় সবাই চায় আমরা একসঙ্গে পথ চলি। আমরাও এ বিষয়ে আন্তরিক। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চলছে। একসঙ্গে হওয়ার আন্তরিকতা, উদারতার ওপর নির্ভর করছে এটির চূড়ান্ত ধাপে পৌঁছানো। দলের নাম কিংবা নেতৃত্বের বিষয়ে এখনো আলোচনা চলমান।
নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক (মোর্চা) গঠনের কথা জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সে আরও জানায়, সেই ব্লকেরও নাম থাকবে এনসিপি। তার দল আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র ব্লক গঠন করবে। যাতে গণঅধিকার পরিষদসহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেছে, আমরা বিএনপি-জামায়াতের জোটে যাচ্ছি না। অনেকে এনসিপির সঙ্গে যোগাযোগ করছে। আগামী সংসদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি থাকবে না। গণঅধিকার পরিষদ আমাদের সঙ্গে যুক্ত হবে। কী প্রক্রিয়ায় হবে, সেটি ঠিক হয়নি। আমরা বলেছিলাম ৩০০ আসনে জয়ের জন্য আমরা চেষ্টা চালাবো। কিন্তু বাস্তবতা বিবেচনায় আমরা বলেছিলাম যে আমাদের ১৫০টি আসনে জয়ী হওয়ার সিচুয়েশন (পরিস্থিতি) আছে। কিন্তু আমরা ৩০০ আসনে জয়ের জন্যই লড়বো।
এনসিপির আহ্বায়ক নাহিদ গত জুমুয়াবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলে। নাহিদ বলেছে, অন্য সব দল থেকে আমরা আলাদা। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারছি না বলেই আমরা একটা নতুন রাজনৈতিক দল। আমরা বিএনপি পছন্দ করি না, জামাত সমর্থন করি না, অন্য দলগুলোকেও এই মুহূর্তে বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করছি না। এ কারণেই আমরা সবাই মিলে নতুন একটা দল করেছি। ফলে আমরা আমাদের নিজেদের দল করবো, নিজেদের পায়ে দাঁড়াবো- এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা কারও সঙ্গে যাবো কি না, সেটা আমাদের সেকেন্ডারি (দ্বিতীয় বিকল্প) বিষয়। আমরা আমাদের পথচলায় এগিয়ে যাবো। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের স্বাগত জানানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারসহ ৮ মুসলিম দেশের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই দিনে পেঁয়াজের দাম বাড়লো কেজিপ্রতি ৩৫ টাকা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ম্যাজিস্ট্রেট সংকটে বন্ধ ভ্রাম্যমাণ আদালত
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় শান্তিচুক্তি সংশোধন ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও চীনকে নিয়ে শক্তিশালী জোট করতে চায় পাকিস্তান
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোটে জাতীয় পার্টির অংশগ্রহণের বার্তায় রাজনীতিতে চাঞ্চল্য
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশকে সুশৃঙ্খল করে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের এই মর্টারগুলোর আগুনের হলকাতেই নিজেদের ধ্বংস দেখেছে দখলদার বাহিনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












