বিশ্বের শীর্ষ শীতল ১০টি স্থান
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাবি’, ১৩৯২ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
একনজরে বিশ্বের সবচেয়ে শীতলতম ১০টি জায়গা। যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে, তুষারপাত হয়।
(১) ডোম ফুজি, এন্টার্কটিকা:
বিশ্বের সবচেয়ে শীতল জায়গার কথা উঠলে নিশ্চিতভাবে ডোম ফুজির নাম আসবে। বরফে ঢাকা এন্টার্কটিকার সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এখানে। ২০১০ সালের আগস্টে এখানে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রা নেমেছিল মাইনাস ৯২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্য দিয়ে এটা বিশ্বের সবচেয়ে শীতলতম জায়গার স্বীকৃতি পেয়েছে।
(২) ভস্তক রিসার্চ সেন্টার, এন্টার্কটিকা:
বরফাচ্ছাদিত এন্টার্কটিকার আরেক শীতলতম জায়গা ভস্তক রিসার্চ সেন্টার। এটা বিশ্বের দ্বিতীয় শীতলতম জায়গা হিসেবেও পরিচিত। ১৯৮৩ সালের জুলাইয়ে এর আশপাশে তাপমাত্রা মাইনাস ৮৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার ঘটনা ঘটে।
(৩) আমান্ডসেন-স্কট সাউথ পোল স্টেশন, এন্টার্কটিকা:
এখানে যারা থাকে, তারা সবাই বছরে একবার সূর্যোদয় দেখতে পায়। সূর্যাস্তও দেখে বছরে একবার। চরম শীত আর পুরু বরফের কারণে জায়গাটি ভীষণ রকমের প্রতিকূল। ১৯৮২ সালের জুলাইয়ে এ জায়গায় মাইনাস ৮২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
(৪) ডোম আরগাস, অ্যান্টার্কটিকা:
অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদিত এলাকাগুলোয় তাপমাত্রা এমনিতেই কম থাকে। এর মধ্যে ডোম আরগাস বিশেষভাবে পরিচিত। ২০০৫ সালের জুলাইয়ে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ওই সময় এখানে তাপমাত্রা নেমেছিল মাইনাস ৮২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
(৫) দেনালি, আলাস্কা:
যুক্তরাষ্ট্রের আলাস্কা একটি পাহাড়ি এলাকা। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখানে অবস্থিত। অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার মিটার উঁচুতে। শীতও পড়ে বেশ। ১৯৫০ থেকে ১৯৬৯ সালের মাঝামাঝি কোনো একসময় এ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ২০০৩ সালেও এখানে মাইনাস ৭৩ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে।
(৬) ভারখয়নস্ক, রাশিয়া:
রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি জায়গা ভারখয়নস্ক। প্রায় এক হাজার মানুষ বসবাস করে এখানে। এ জায়গায় ১৮৯২ সালের ফেব্রুয়ারিতে ভয়ানক ঠান্ডা পড়েছিল। তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ৬৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। তাই এ জায়গাটিকে উত্তর আর্কটিকের ‘শীতল মেরু’ বা ‘পোল অব কোল্ড’ নামে ডাকা হয়।
(৭) ক্লিঙ্ক রিসার্চ স্টেশন, গ্রিনল্যান্ড:
গ্রিনল্যান্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। তবে মানব বসতি বেশ কম। বিশাল দ্বীপের বেশির ভাগ জায়গা বরফে ঢাকা থাকে। ১৯৯১ সালের ডিসেম্বরে গ্রিনল্যান্ডের ক্লিঙ্ক রিসার্চ স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৬৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
(৮) ওয়মেকন, রাশিয়া:
সময়টা ১৯৩৩ সালের ফেব্রুয়ারি। রাশিয়ার ওয়মেকন অঞ্চলে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে গিয়েছিল। তাপমাত্রা রেকর্ড হয়েছিল মাইনাস ৬৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
(৯) নর্থ আইস, গ্রিনল্যান্ড:
নাম গ্রিনল্যান্ড হলেও দেশটি আদতে শুভ্র বরফে ঢাকা। গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে নর্থ আইস নামক জায়গায় একটি গবেষণাকেন্দ্র রয়েছে। ১৯৫৪ সালের জানুয়ারিতে সেখানে মাত্রাতিরিক্ত কম তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ওই সময় তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ৬৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
(১০) স্ন্যাগ, ইউকন, কানাডা:
অত্যধিক শীতের কারণে কানাডার ইউকন অঞ্চলের স্ন্যাগ গ্রামটি এখন বলতে গেলে পরিত্যক্ত হয়ে গেছে। গত শতকের চল্লিশের দশকে এখানে শীতকাল বেশ প্রকট রূপে হাজির হয়েছিল। এর ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে এ গ্রামে তাপমাত্রা নেমে দাঁড়ায় মাইনাস ৬২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাড়ে পাঁচ’শ বছরের পুরোনো ঐতিহাসিক গোয়ালদি মসজিদ
২৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন দেশের সংযোগস্থল যেখানে
২৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুখ্যাত সব নৌদস্যু: একের পর এক জাহাজ লুটই ছিল যাদের নেশা
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীতের সুস্বাদু হাঁসের গোশতের পুষ্টিগুণ
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাসার ওয়েব টেলিস্কোপে ধরা পড়লো আন্তঃনাক্ষত্রিক গ্যাসের স্তরের নতুন ছবি
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছোট ইস্তেঞ্জা দীর্ঘসময় চেপে রাখলে যেসব ক্ষতি হয়
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বসনিয়া ও হার্জেগোভিনায় ইসলাম
২১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমা-কালেঙ্গা
২১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পৃথিবীতে আছড়ে পড়া উল্কাপিণ্ড আসে কোথা থেকে?
১৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ত্বকের সৌন্দর্য বাড়ায় পুঁইশাক
১৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪শ বছরের ঐতিহ্য ধরে রেখেছে নূরানীবাদের (নরসিংদী) এক মসজিদ
১৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসাগরের নিচে লুকিয়ে আছে বিশাল নদী, জানুন রহস্য
১৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)