সম্পাদকীয়-১
মুবারক হো- মহাসম্মানিত ও মহাপবিত্র ৯ই জুমাদাল ঊলা শরীফ! বাবুল ইলম, কুতুবুল আলম, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
গোটা উম্মাহ ও মুসলিম বিশ্বের সব সরকার ও প্রত্যেক মুসলমানের উচিত- যথাযথ ভাবমর্যাদা ও ভাবধারার সাথে এ সুমহান দিবস পালন করা।
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
দিনের শুরুটা হয় সূর্যের আলো দ্বারা। রাতের শুরুটা হয় চাঁদ উঠার দ্বারা। চাঁদ ও সূর্য উভয়ের অবস্থানই আসমানে। আসমান থেকেই বৃষ্টি হয়। কি পার্থিব জীবনে? কী মানবীয় জীবনে আসমানের গুরুত্ব অত্যাধিক। আসমান ছাড়া জীবন অকল্পনীয়। সাত আসমানের উপরই মহান আল্লাহ পাক উনার আরশে আযীম শরীফ, কুরসী শরীফ, লওহো-কলম।
এই যে পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামে মানুষ এতো হন্য, জীবিকার সন্ধানে এতো ব্যস্ত; এসব ফায়সালা আসমানে হয়। আসমানী কিতাবই মানুষের জীবনের মূল চালিকা শক্তি। আসমান পৃথিবী থেকে উর্ধ্বমূখী।
সঙ্গতকারণেই মানুষের বিশেষত: মুসলমান মাত্রই জীবন-চেতনা উর্ধ্বমূখী হওয়া উচিৎ। মুসলমান উনাদের পাঁচ ওয়াক্ত নামাজের পর মুনাজাত, তথা মুনাজাত মাত্রই দু’হাতকে ঊর্ধ্বমুখী তথা আসমানমুখী করতে হয়। এতে প্রতিভাত হয় আসমান মুখী হওয়াই মুসলমান উনাদের প্রবৃত্তি ও প্রকৃতি। মুসলমান উনাদের সব ফায়সালা আসমানে হয়। মুসলমান তাই সবার আগে আসমানী তথ্য নিবে। পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ উনাদের উভয়েই আসমানী। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- “প্রত্যেক যামানায় ৭ জন কুতুবুল আলম উনারা থাকবেন। উনাদের উসীলায় মানুষ রিযিক পাবে, বৃষ্টি পাবে। অর্থাৎ উনাদের উসীলায়ই মানুষ পৃথিবীতে বেঁচে থাকার সব কিছু পাবে। কাজেই কি পার্থিব কী পারলৌকিক সবকিছুর জন্যই মহিমান্বিত ৭ জন হযরত কুতুবুল আলম উনাদের মোহতাজ হওয়া যুগের মানুষের তথা মাখলুকের ফরয-ওয়াজিব কর্তব্য।
বলাবাহুল্য, বেমেছাল এসব তথ্য খুব কম লোকই জানেন। অথচ বর্তমান যুগকে বলা হচ্ছে অবাধ তথ্য প্রবাহের যুগ। লেখাবাহুল্য, সবারই ইতোমধ্যে ধারণা হয়েছে তথ্যই সম্পদ। সবারই উপলব্ধি এসেছে- তথ্যই প্রয়োজনীয়। কিন্তু খুব কম সংখ্যকই হাছিল করতে পেরেছে তথ্যের তথ্য। অর্থাৎ কোনটি তথ্য। আর কোনটি তথ্য নয়। কোনটি খুবই প্রয়োজনীয় তথ্য। আর কোনটি খুবই ক্ষতিকর তথ্য।
অথচ ‘তথ্যানুসন্ধান’ শব্দটি যে প্রচলিত নেই, তা নয়; কিন্তু তার পরিধি ও পরিম-লটা এবং বিশেষতঃ পরিমাপটা; কোনটা সত্যিকারের সবচেয়ে প্রয়োজনীয় ও সর্বশ্রেষ্ঠ- তাই তো কথিত তথ্যাভিজ্ঞমহলই অবগত নয়।
মূলত, তথ্য সংস্থা, তথ্য আইন, তথ্য উৎস ও তথ্য সংশ্লিষ্ট সবাই ইহুদী ভাবধারার, ছকের ও নির্দেশনা তথা গোলকের বাইরে কাজ করতে পারছে না ও করছে না। অর্থাৎ সব তথ্যই নিয়ন্ত্রিত ও প্রভাবিত এবং পরিচালিত করছে ইহুদী।
(২)
খুবই দুঃখের সাথে বলতে হয়, কাফির বিশ্বের পাশাপাশি মুসলমানরাও আজ সারাবিশ্বে লিঙ্কনবাদ, পূঁজিবাদ, মার্কসবাদ, লেলিনবাদ তথা ডারউইন থেকে স্টিফেন হকিং বিবৃত ডাহা ভুল ও মিথ্যা তথ্যগুলো পর্যন্ত লুফে নেয়। রপ্ত করে। আওড়ায়। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ!
কিন্তু অনেক মুসলমানই জানেনা মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার তারিখ কোন কোন দিন?
যেমন জানেনা আজ সুমহান ৯ই জুমাদাল ঊলা শরীফ আখাচ্ছুল খাছ আওলাদে রসূল, কুতুবুল আলম, নকশায়ে যুন নূরাইন আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম- যিনি সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার দিন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
যিনি আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং ত্বহিরা, ত্বইয়্যিবা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের শাহদামাদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
সর্বোপরি যিনি উম্মু আবীহা ক্বায়িম-মাক্বামে সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম হযরত শাহযাদীয়ে ছানী আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে নিয়োজিত উনার জাওযুল মুকাররম তথা সাইয়্যিদুল উমাম হযরত শাহ নাওয়াসা ক্বিবলা আলাইহিমুস সালাম উনার এবং হযরত শাহ নাওয়াসী আর রবিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পিতাজান। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলত, উনার বেমেছাল বুযূর্গী। বেমেছাল উনার ফযীলত। উনার বেমেছাল তাক্বওয়া মুবারক। উনার বেমেছাল তায়াল্লুক মুবারক। উনার বেমেছাল নিছবত মুবারক। উনি বেমেছালভাবে সন্তুষ্টিপ্রাপ্ত এবং পাশাপাশি বেমেছালভাবে নিবেদিত। সেই সাথে রাজারবাগ শরীফ উনার মুরীদান তথা উম্মাহ উনার তরফ থেকে বেমেছাল রহমত, বরকত, ও ফযীলত প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৩)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি জানিয়ে দিন, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও; তাহলে তোমাদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে- আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত মুবারক করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম দেয়া। ” (পবিত্র সূরা শুরা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৩)
পবিত্র আয়াত শরীফ থেকে প্রত্যেক ঈমানদার মুসলমানসহ কায়িনাতের সকলের জন্যই উপলব্ধি করা জরুরী যে, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহাসম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিলাদতী শান মুবারক প্রকাশ তথা তৎসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ই উম্মতের তথা কায়িনাতের জন্য বেমেছাল ফযীলত মুবারক, ইতমিনান মুবারক, রহমত মুবারক হাছিল এবং নিয়ামত মুবারক হাছিলের কারণ।
সঙ্গতকারণেই বলতে হয়, আওলাদে রসূল, কুতুবুল আলম, নকশায়ে যুন নূরাইন আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিলাদত শরীফ যথাযথভাবে পালনের মাধ্যমে পাওয়া সম্ভব সব অন্যায়, অভাব, অনিয়ম, অনিরাপত্তা, অরাজকতা থেকে মুক্তি। হাছিল করা সম্ভব নিরাপত্তা, শান্তিসহ সর্বস্তরের সমৃদ্ধি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ চূড়ান্ত হলে ঐ দিনই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির প্রায় লাখ লাখ দক্ষ জনবল একদিনে বেকার হয়ে যাবে।
১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত- জাতীয় স্বার্থ, অর্থনীতি ও নিরাপত্তার জন্য ভয়াবহ ক্ষতিকর।
১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহা ভুল পরিকল্পনার এবং মহা বিড়ম্বনার উড়াল সেতু বা ফ্লাইওভার নির্মাণেরও বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই সঠিক পরিকল্পনা সম্ভব। সে পথেই চলতে হবে ইনশাআল্লাহ
১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংস্কার, সংস্কার বলে উচ্চরব তুললেও বিবিএস এর মত প্রতিষ্ঠানেও ভূল তথ্যের সমাহার দূর করতে পারে নি অন্তর্বর্তী সরকার যা ফ্যাসিস্ট সরকারের দোসর রূপেই সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।
১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সাড়ে ৩ কোটি শুধু শিশুই সিসার বিষক্রিয়ায় আক্রান্ত এবং সব প্রাপ্ত বয়স্করাও ক্ষতিগ্রস্ত সিসার ক্ষতি থেকে বাঁচতে সুন্নতী তৈজসপত্র ব্যবহার এবং আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের জিনিস ক্রয়ে নিবেদিত হতে হবে ইনশাআল্লাহ
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪০ কোটি জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশে রপ্তানি বাণিজ্য খুবই কম। বিপুল এ জনগোষ্ঠীকে দক্ষ বানানো এবং পণ্য রপ্তানিতে বৈচিত্র আনার মাধ্যমে হাজার বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব ইনশাআল্লাহ
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারের শুধু গাফলতি নয় বরং যোগসাজশে- ভারত বাংলাদেশের সিন্ডিকেট সমন্বয়ে পেঁয়াজ আমদানীর ব্যবস্থা হচ্ছে এ সময়ে আমদানী হলে পেঁয়াজ চাষীরা সর্বসান্ত হবে আর সিন্ডিকেট হাজার কোটি টাকার ব্যবসা করবে। পেঁয়াজের সংকট নেই বলেই বানিজ্য উপদেষ্টা আমদানী অনুমোদন করছে- এর জবাব কী। আলু চাষীর ন্যায় পেঁয়াজ চাষীও চাষ বন্ধ করে দেক, ক্রমান্বয়ে দুর্ভিক্ষ আসুক। সরকার তাই যেন আগ্রহভাবে চাইছে।
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আহলান! সাহলান! মহাসম্মানিত ও মহাপবিত্র ২২শে জুমাদাল ঊলা শরীফ। সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, খইরু ওয়া আফদ্বালু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম উনার নিসবাতুল আযীমাহ মুবারক সংঘটিত হওয়ার দিবস। সুবহানাল্লাহ!
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুবারক হো- মহাপবিত্র, মহাসম্মানিত, মহামহিমান্বিত ২২শে জুমাদাল ঊলা শরীফ। মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২১শে জুমাদাল উলা শরীফ। সুবহানাল্লাহ!
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের কঠিন নীল নকশা- জাল টাকার প্রবেশ ঘটানো জাল টাকার বিস্তার রোধে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা দরকার
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজারে ভয়ংকর ঘন চিনি মিথ্যা ঘোষণায় আসছে আমদানি নিষিদ্ধ ঘন চিনি পুরুষত্বহানি, মূত্রাশয়ে ক্যান্সারের তথা জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এই ঘন চিনি বন্ধে সরকারকে এখনি জিহাদ ঘোষণা করতে হবে
১১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












