মুম্বাইয়ের ধারাভির মতো কড়াইল বস্তিও কি ‘এলিট’ প্রকল্পে আক্রান্ত হবে
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মুম্বাই বিমানবন্দরের পাশে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভির অবস্থান। ১৯৮০ সাল থেকেই এ বস্তিবাসীদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নিলেও সফল হয়নি মহারাষ্ট্র সরকার। সবশেষ ভারতীয় ব্যবসায়ী আদানির মাধ্যমে ধারাভি পুনর্বাসনের কাজ শুরু হয়। মহারাষ্ট্র সরকারের সঙ্গে আদানি গ্রুপের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে ধারাভি রিডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাইভেট লিমিটেড (ডিআরপিপিএল)।
অনেক ভারতীয় বিশ্লেষক ও স্থানীয় বাসিন্দাদের মতে, আদানির মতো ধনকুবের ধারাভি বস্তিতে বিনিয়োগের পেছনের বড় কারণ এখানকার আকর্ষণীয় জমি। বিমানবন্দর ও অভিজাত এলাকাসংলগ্ন জমি যে কারো জন্যই ভালো বিনিয়োগের ক্ষেত্র।
ধারাভিতে প্রথম রিডেভেলপমেন্ট প্রজেক্টের ধারণা আসে ১৯৮০ সালে। তবে গত ৪৫ বছর সেখানে কোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এর কারণ ছিল বস্তিবাসী সরকার কিংবা উন্নয়ন সংস্থার ওপর আস্থা রাখতে পারেনি। একবার উচ্ছেদ করার পর ফের আবার তাদের জায়গা হবে কিনা এ বিষয়ে বস্তিবাসীর সন্দেহ। সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বস্তিবাসীদের ভয় ও আতঙ্কের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বস্তিবাসীরা ধারাভি ছাড়তে রাজি হচ্ছে না। তাদের প্রধান আপত্তি তারা কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দ্বিতীয় আপত্তি হলো স্বল্পমূল্যের বস্তির বাসা থেকে তারা অত্যাধুনিক ফ্ল্যাটে স্থানান্তর হলে দৈনন্দিন ব্যয়ের ওপর চাপ বাড়বে। এতে আবারো তাদের ফ্ল্যাট ছেড়ে বস্তিতেই বসবাস করতে হবে।
ধারাভির অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নগর পরিকল্পনা সংশ্লিষ্টরা বলছেন, কড়াইল বস্তির দিকে সবসময় অনেক প্রভাবশালীর নজর রয়েছে। যখন যে সরকারই ক্ষমতায় এসেছে, কড়াইল বস্তি নিয়ে প্রকল্পের প্রাথমিক উদ্যোগ হলেও নিয়েছে। তবে ভারতে যেভাবে প্রকাশ্যে আদানির মতো ধনকুবের ধারাভি বস্তির কাজ বাগিয়ে নিয়েছে, সে রকম ঘটনা কড়াইল বস্তিতে এখনো হয়নি। বরং কড়াইলের ক্ষেত্রে সব সময় সরকারের পক্ষ থেকেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, অতীতে কড়াইল বস্তিবাসীর জন্য ৩০ তলা টাওয়ার বিল্ডিং, কিংবা সেখানে আইটি ভিলেজ ইত্যাদি নানা ধরনের এলিট প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এক-এগারোর তত্ত¦াবধায়ক সরকারের সময়ও একটা উদ্যোগ নেয়া হয়েছিল। নগর সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্পের সামনে সরকার থাকলেও পেছনে সব সময়ই স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী থাকে। বিশেষ করে গুলশানের মতো অভিজাত এলাকার পাশেই এত বিশাল জমিতে কোনো ধনী প্রভাবশালী গোষ্ঠীর চোখ না পড়াটা অসম্ভব ব্যাপার।
জানা যায়, ৯০ দশক থেকেই কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা শুরু হয়। এরপর নিয়মিত বিরতিতে প্রতি বছর বা কয়েক বছরের ব্যবধানে বড়-ছোট অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনের কারণ হিসেবে কখনো বৈদ্যুতিক শর্টসার্কিট, কখনো চুলার আগুনের কথা উল্লেখ করা হয়। কিন্তু বস্তিবাসীর এক অংশ বরাবরই এ আগুন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা এ খাসজমি অন্য কাজে ব্যবহারের কথা আলোচনা করেছে। তবে আগুন নিয়ে এসব অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।
সর্বশেষ গত বুধবার কড়াইলে আগুনে পুড়েছে দেড় হাজার ঘর। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কথা ছড়িয়ে পড়ে।
কড়াইল বস্তিতে বারবার আগুন লাগার পেছনে স্বার্থান্বেষী কোনো মহলের উদ্দেশ্য থাকার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, কড়াইল বস্তিতে আগুন লাগলেই কথা ওঠে আগুন লাগানো হয়েছে। বিশেষ করে বিগত সময়ে দেখা গেছে সরকারদলীয় রাজনৈতিক নেতাদের একটা অংশ বস্তির মাধ্যমে লাখ লাখ টাকার বাণিজ্য করে। ঘর বেচাকেনা, মাদক, রাজনৈতিক শোডাউনে ব্যবহার ইত্যাদি কারণেই তাদের কাছে কড়াইল বস্তির গুরুত্ব আছে। গণমাধ্যমে বারবার উঠে এসেছে, কড়াইল বস্তির নিয়ন্ত্রণে কারা থাকে, কারা অপরাধ করে। কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো শ্বেতপত্র প্রকাশ করে বিষয়গুলো পরিষ্কার করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চতুর্থ মাসের মতো পতনের ধারায় রপ্তানি খাত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘কর সন্ত্রাস থেকে মুক্তি চাই’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, আক্রান্ত ২ লাখ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে তাপমাত্রা ১১, আসছে শৈত্যপ্রবাহ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যুবককে 'বাংলাদেশি' বলে মারধর, হিন্দুত্ববাদী সেøাগান বলানোর অভিযোগ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনার মামলা না লড়ার ঘোষণা, পান্নাকে ট্রাইব্যুনালে তলব
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল আমদানি ও হ্যান্ডসেট বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বার্তা প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রশাসনের বড় অংশ জামাতের দখলে’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












