o বেশির ভাগ মানুষ এখনো মিটার ডোজ ইনহেলার ব্যবহার করেন। প্রথমে এটি কয়েকবার ঝাঁকিয়ে নিতে হয়। তারপর মুখ বা ক্যাপটা খুলুন। ইনহেলার মুখে দেওয়ার আগে বড় একটা শ্বাস ছেড়ে দিন। ইনহেলারের সামনের অংশ মুখে পুরে নিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে একবার চাপ দিন। গভীরভাবে শ্বাস টেনে স্প্রে করা ওষুধ পুরোটা ফুসফুসের মধ্যে টেনে নিন। খেয়ে ফেলবেন না। এবার ইনহেলার মুখ থেকে বের করে শ্বাসটা বুকে আটকে রাখুন ১০ সেকেন্ড, তারপর ছেড়ে দিন। ৩০ সেকেন্ড পর একই নিয়মে পরের পাফ বা স্প্রেটা নিন।

o স্টেরয়েড-জাতীয় ইনহেলার ব্যবহারের পর মুখ কুলি করে ধুয়ে ফেলতে হবে। নয়তো জিবে ছত্রাক সংক্রমণ হতে পারে।

o ইনহেলার স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। ফ্রিজে নয়। ইনহেলার ব্যবহারের আগে মেয়াদ আছে কি না, দেখে নিন।

o ইনহেলারের মাউথপিস ও ক্যাপ হালকা গরম পানিতে পরিষ্কার করা যাবে, ওষুধ সংরক্ষিত ছোট্ট ধাতব বোতলটা নয়। ক্যাপ ও মাউথপিস পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নিতে হবে।

o অনেক সময় স্পেসারের সাহায্যে ইনহেলার ব্যবহার করতে বলা হয়। এতে ওষুধ আরও সহজে ও বেশি প্রবেশ করে।

o ড্রাই পাউডার ইনহেলার চাকতির মতো। জোরে শ্বাস ছেড়ে বুক খালি করে তারপর ইনহেলার মুখে পুরে পাউডারটা টেনে নিন। এ ক্ষেত্রে শ্বাস টেনে নিতে হবে জোরে আর দ্রুত। তারপর ইনহেলার বের করে মুখ বন্ধ অবস্থায় শ্বাসটা ধরে রাখুন ১০ সেকেন্ড।

o স্পেসার ব্যবহার: স্পেসারের কাজ হল শ্বাসে নেয়ার আগে ইনহেলার থেকে স্প্রে হওয়া ওষুধ কিছু সময়ের জন্য স্পেসারের ভেতরে ভাসমান অবস্থায় ধরে রাখা। এর সুবিধা হল- রোগী ধীরে ধীরে শ্বাসে ওষুধ নেয়ার সুযোগ পায় এবং শিশু থেকে বৃদ্ধ সবাই ওষুধ শ্বাসে টেনে নিতে পারে। স্পেসারের মাধ্যমে ওষুধ শ্বাসে নিলে স্পেসার ছাড়া ওষুধ নেয়ার চেয়ে প্রায় দেড়গুণ বেশি ওষুধ শ্বাসে যায়। জরুরি অবস্থায় স্পেসারের মাধ্যমে ৫ মিনিট পরপর ৫ চাপ করে শ্বাসে উপশমকারী ওষুধ নিতে হয় এবং অন্তত ১ থেকে ৫ বার নিতে হয় যা নেবুলাইজারের মাধ্যমে শ্বাসে ওষুধ দেয়ার মতো কার্যকরী।



" />

০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন
২৯ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন
২৯ মে, ২০২৩ খ্রি:
১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন
ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।


خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّا حُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ ال لهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদায় প্রতিষ্ঠিত ইসলামী শরীয়ত সম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

সর্বশেষ খবর
আজ সুমহান বরকতময় পবিত্র ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! যা বিশ্ব পর্দা দিবস; মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসা, আত্বওয়ালু ইয়াদান, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবতে আযীমাহ মুবারক দিবস। সুবহানাল্লাহ! আর উনারই সম্মানার্থে ৫ম হিজরী শরীফ উনার এ মহান দিবসে অর্থাৎ পবিত্র ৮ই যিলক্বদ শরীফ পবিত্র পর্দা মুবারক উনার হুকুম নাযিল করা হয়। তাই আজ ‘বিশ্ব পর্দা দিবস’। সুবহানাল্লাহ! দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের কারণে দ্রব্যমূল্য লাগামহীন -ডা. ইরান যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দেশের মানুষের জন্য লজ্জার -খাদ্যমন্ত্রী প্রান্তিক কৃষকদের ৩৩ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার আমরা আর অশান্তি-সংঘাত চাই না -শেখ হাসিনা