সম্পাদকীয়-২
সোনার চেয়েও অনেক দামী সোনাদিয়া দ্বীপ। বঙ্গোপসাগরে সোনাদিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সন্দীপসহ আরো দ্বীপগুলোতে সোনা নয়, হীরার চেয়েও দামী খনিজ আছে। আরো আছে গারনেট, ইলমেনাইট ও রুটাইল সহ আরো দামী এবং দুর্লভ খনিজ।
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
আমেরিকা শুধু সামরিক ঘাটি স্থাপনের জন্যই নয়
বঙ্গোপসাগরের তেল-গ্যাসের পাশাপাশি
দ্বীপগুলোর দুর্লভ খনিজ লুণ্ঠনের জন্যও মরিয়া হয়ে উঠছে।
আমেরিকার ছোবল ও লুটতরাজ এবং
বাংলাদেশকে বিপর্যস্থ ও বাংলাদেশ থেকে
ইসলামী চেতনা উঠিয়ে দেয়ার ষড়যন্ত্রের কারণে
আমেরিকার বিরুদ্ধে জিহাদী প্রস্তুতি গ্রহণ করার জন্য
আলেম সমাজ থেকে দ্বীনদার মুসলমান দিন দিন জেগে উঠছেন ইনশাআল্লাহ।
চীনের ওপর নজরদারির জন্যই যুক্তরাষ্ট্র ও ভারত মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ রাখতে চায় এবং সেজন্যই যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার জোট কোয়াড গঠন করেছে।
এটি ঠিক যে একসময় যুক্তরাষ্ট্রের চিন্তা ছিলো মালাক্কা প্রণালী পর্যন্ত।
কিন্তু এখন তাদের কৌশল পাল্টেছে। ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি বিবেচনায় নিলে ভারত মহাসাগরের প্রেক্ষিতেই বঙ্গোপসাগরের গুরুত্ব বেড়েছে। বিশেষ করে চীনের স্বার্থ ও উপস্থিতি বেড়ে যাওয়ার কারণেই বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব অন্যদের কাছে বেড়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর জাহাজ বহরের (সারফেস শিপ) ৬০ শতাংশই ইন্দো-প্যাসিফিকে মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে বিশালায়তনের এ নৌবহর পরিচালনার জন্য ঘাঁটি স্থাপনের পাশাপাশি রিফুয়েলিং ও লজিস্টিক সহায়তারও প্রয়োজন হবে। এজন্য সংলগ্ন আরব সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরে নিরাপদ স্থানের খোঁজে রয়েছে মার্কিন নৌবাহিনী।
দীর্ঘ ৫৪ বছর পর গত ৭ই অক্টোবর মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলেছে।
তথ্য বলছে, মার্কিন নৌবাহিনীর অ্যারলাই বার্ক-ক্লাসের অত্যাধুনিক জাহাজটি ইউএসএস ফিৎসজেরাল্ড গত ৭ই অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বন্দরের কাছে পৌঁছে নোঙর ফেলে। জাহাজটিতে প্রায় ৩০০ জন নৌসেনা সদস্য ছিল।
এই সফরের মূল উদ্দেশ্য বলা হয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে মেরিন সিকিউরিটি জোরদার করা, জলদস্যুতা প্রতিরোধ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো।
কিন্তু আসলে তা নয়। সামরিক ও ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইন্দো-প্যাসিফিকে দক্ষিণ এশীয় পরিম-লে নৌঘাঁটি স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হলো বঙ্গোপসাগর বা সংলগ্ন এলাকা।
তবে শুধু এজন্যই বাংলাদেশে সংলগ্ন বঙ্গপোসাগর আমেরিকার মূল লক্ষ্য নয়। ঘাটি স্থাপনের পাশাপাশি আমেরিকার মূল লক্ষ হলো বঙ্গোপসাগরের তেল গ্যাস তথা বাংলাদেশের দ্বীপগুলোর চরম মূল্যবান খনিজগুলো লুটপাট করা। কারণ বঙ্গোপসাগরে বাংলাদেশের দ্বীপগুলোতে রয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী খনিজ। এর মধ্যে অন্যতম হলো সোনাদিয়া।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি বিছিন্ন দ্বীপ সোনাদিয়া।
সোনাদিয়া দ্বীপের আয়তন ৪৯২৮ হেক্টর। এ দ্বীপটি পূর্ব-পশ্চিমে লম্বা।
এখানে রয়েছে বালিয়াডী, কাছিম প্রজনন ব্যবস্থা, চামচ ঠোটের বাটন পাখি এবং অতিথি পাখির অভয়ারণ্য। ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ ৩.১৫ একর। শুটকী মহাল ২টি, চিংড়ী চাষযোগ্য জমির পরিমাণ ৯৮ একর। বন বিভাগের জমির পরিমাণ ২১০০ একর। বাকী সব প্রাকৃতিক বনায়ন ও বালুময় চরাঞ্চল। দূষণ ও কোলাহল মুক্ত সৈকত, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কাছিম, পূর্ব পাড়ার হযরত মারহা আউলিয়ার মাজার ও তার আদি ইতিহাস, জেলেদের সাগরের মাছ ধরার দৃশ্য, সূর্যাস্থের দৃশ্য, প্যারাবন বেষ্টিত আঁকা-বাঁকা নদী পথে নৌকা ভ্রমণ।
সোনাদিয়ার দ্বীপের নামকরণের সঠিক কোন ঐতিহাসিক তথ্য না থাকলেও সোনাদিয়ার দ্বীপকে ঘিরে আদিকাল হতে সোনা সমতুল্য দামি পন্য মৎস্য সম্পদ আহরিত হত বলে এই দ্বীপ সোনার দ্বীপ, সোনাদিয়া বলে পরিচিতি। তাই ঐতিহাসিক ভাবে না হলেও লোক মুখে উচ্চারিত সোনাদিয়ার কথা বির্বতনে সোনাদিয়ায় রুপান্তরীত হয়।
নৈসর্গিক সৌন্দর্য আর নয়নাভিরাম দৃশ্যের মিশেলে গড়া এই দ্বীপে সম্প্রতি সন্ধান মিলেছে ভারী প্রাকৃতিক খনিজ ইলমেনাইট, ম্যাগনেটাইট, গারনেট, জিরকন, রুটাইল ও মোনাজাইট।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট্ট দ্বীপ সোনাদিয়া এখন আলোচনায় নতুন এক কারণে-এর মাটির নিচে লুকিয়ে আছে প্রায় সাত লাখ টন ভারী খনিজ সম্পদ। নয় বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপটি চারদিক দিয়ে পানিরাশিতে ঘেরা। ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত ভূখ-টি শুধু প্রাকৃতিক সৌন্দরে্যই নয়, খনিজ সম্ভাবনাতেও সমৃদ্ধ। এখানে পাওয়া গেছে ইলমেনাইট, ম্যাগনেটাইট, গারনেট, জিরকন, রুটাইল ও মোনাজাইটের মতো মূল্যবান খনিজ।
বিশেষজ্ঞদের মতে, এসব খনিজ বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে। তবে এখন পর্যন্ত এ সম্পদের আর্থিক মূল্য নির্ধারণ করা হয়নি।
আন্তর্জাতিক গবেষণায় নতুন তথ্য-
সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা জার্নাল ডিসকভার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় সোনাদিয়া দ্বীপের খনিজ সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছেন নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ওয়েস্টিন বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার গবেষক- শাখাওয়াত হোসেন, শাহরিয়ার রহমান, গোলাম তাকি ও মাফতুহা জাহান।
‘জিওলজিক্যাল ক্যারিক্টারাইজেশন অ্যান্ড রিজার্ভ এক্সিমেশন অব দ্য ইকোনমিক হেভি মিনারেলস অব সোনাদিয়া আইল্যান্ড, বাংলাদেশ’ শিরোনামের এই গবেষণায় বলা হয়, দ্বীপটির বালিতে গারনেটের উপস্থিতি ৫১ দশমিক ৫২ শতাংশ এবং ইলমেনাইট ৩৮ দশমিক ১৪ শতাংশ। এছাড়া ম্যাগনেটাইট ৫ দশমিক ৭৪, জিরকন ১ দশমিক শূন্য ১, রুটাইল ৩ দশমিক ৫৭ এবং মোনাজাইট দশমিক শূন্য ১ শতাংশ।
গবেষকরা জানান, বালিয়াড়ির অংশে ভারী খনিজের ঘনত্ব অন্য অংশের তুলনায় বেশি। শুধু গারনেটের মজুতই বালিয়াড়িতে ২ লাখ ৭৬ হাজার ৮৬৮ টন, ফোরশোরে ১৯ হাজার ৭৯৪ টন এবং ব্যাকশোরে ৪৭ হাজার ৩২৪ টন। ইলমেনাইটের পরিমাণ বালিয়াড়িতে ২ লাখ ১৫ হাজার ৯২ টন, ফোরশোরে ১৫ হাজার ১৬ টন ও ব্যাকশোরে প্রায় ৩০ হাজার ৪৮৭ টন।
গবেষণায় আরো বলা হয়, সমুদ্রের স্রোত ও প্রাকৃতিক পলি জমার কারণে এ অঞ্চলে ভবিষ্যতেও নতুন খনিজ স্তর গঠনের সম্ভাবনা রয়েছে।
গারনেট ও ইলমেনাইটের বৈশ্বিক গুরুত্ব-
বিশ্ববাজারে গারনেট ও ইলমেনাইট-দুটিই অত্যন্ত চাহিদাসম্পন্ন শিল্প উপাদান। গারনেট ব্যবহৃত হয় ঘর্ষণজাত পণ্য যেমন ওয়াটারজেট কাটিং, স্যান্ডব্লাস্টিং ও পলিশিং শিল্পে। এর উচ্চ ঘনত্ব ও কঠোরতা একে প্রাকৃতিক অ্যাব্রেসিভ পদার্থ হিসেবে অনন্য করেছে। পাশাপাশি, পানি পরিশোধন কেন্দ্রের ফিল্টার মিডিয়া হিসেবেও গারনেট ব্যবহৃত হয়। গয়না শিল্পে রতœমানের গারনেটের আলাদা বাজারমূল্য রয়েছে।
অন্যদিকে, ইলমেনাইট হলো টাইটানিয়াম ধাতুর প্রধান উৎস। এর রাসায়নিক গঠন থেকে উৎপন্ন টাইটানিয়াম ডাই-অক্সাইড রঙ, প্লাস্টিক, কাগজ, বিমান ও প্রতিরক্ষা শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমানে টাইটানিয়াম ডাই-অক্সাইডের বৈশ্বিক বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার এবং এর চাহিদা প্রতিবছরই বাড়ছে।
উল্লখ্যে, স্মরণ করিয়ে দেন, ১৯৮০ সালের গবেষণায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ও সোনাদিয়া এলাকায় প্রায় ২১ মিলিয়ন টন ভারী খনিজের উপস্থিতি শনাক্ত হয়েছিল। এটা, “হেভি মিনারেল উত্তোলন ব্যয়বহুল প্রক্রিয়া, তাই বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় লাভজনক কি না, তা ভালোভাবে বিবেচনা করতে হবে।
ভৌগোলিকভাবে সোনাদিয়া দ্বীপ ব্লু ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে। দ্বীপটির পর্যটন ও মৎস্য শিল্প ইতিমধ্যে স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানিয়েছে, সরকার এখন নদীবাহিত বালি প্রক্রিয়াকরণের দিকে মনোযোগ দিচ্ছে। এজন্য লজিস্টিক সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, প্রতি বছর নদীতে যত পলি জমে, তার মাত্র ১০ শতাংশ প্রক্রিয়াকরণের মাধ্যমে ভারী খনিজ উত্তোলন করা গেলে বছরে ২০ হাজার কোটি টাকা আয় সম্ভব।
খনিজ বিশ্লেষণে উন্নত প্রযুক্তি-
গবেষণায় আধুনিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে দ্বীপের বালিতে থাকা খনিজের রাসায়নিক গঠন নির্ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, জিরকন, রুটাইল ও ইলমেনাইটে তাদের মূল উপাদানগুলো উচ্চ ঘনত্বে রয়েছে। পাশাপাশি অ্যাম্ফিবোল, মাস্কোভাইট ও কোয়ার্টজসহ অন্যান্য খনিজের উপস্থিতিও চিহ্নিত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের চিহ্নিত খনিজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইলমেনাইট ও রুটাইল। এই দুটি খনিজ থেকেই তৈরি হয় টাইটানিয়াম ডাই-অক্সাইড, যা রঙ, প্লাস্টিক, কাগজের আবরণ এবং ধাতব মিশ্রণে অপরিহার্য উপাদান। জিরকন ব্যবহৃত হয় সিরামিক, কাচ ও ঢালাই শিল্পে; এটি উচ্চ তাপসহনীয়তা তৈরি করে এবং উৎপাদিত পণ্যে আনে উজ্জ্বলতা। গারনেট জেট-কাটিং ও গহনা তৈরিতে ব্যবহৃত হয়, আর মোনাজাইটে থাকা দুর্লভ উপাদান নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রনিকস শিল্পে অপরিহার্য। ম্যাগনেটাইট লোহা-ইস্পাত শিল্পের কাঁচামাল, আর কায়ানাইট ব্যবহৃত হয় বিশেষ সিরামিক ও রিফ্র্যাক্টরি ইট তৈরিতে।
সঙ্গতকারণেই বিদেশি প্রতিষ্ঠান দিয়ে তড়িঘড়ি করে গবেষণা না করে প্রথমে নিজেদের সংস্থার সক্ষমতা বাড়ানো উচিত। কারণ এসব খনিজের সঙ্গে রেয়ার আর্থ এলিমেন্টও থাকতে পারে, যা এখন বিশ্বের সবচেয়ে দামি উপাদানগুলোর একটি। উন্নত দেশগুলো যেগুলো পেতে মরিয়া।
যা পাওয়ার জন্য আমেরিকা মরিয়া।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহাসম্মানিত ১২ই জুমাদাল উখরা শরীফ। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্যই ফরজ।
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩ লাখ কোটি টাকা মূল্যের ৯ হাজার একর বেদখল হওয়া রেলের জমি উদ্ধারে অতীতের মত বর্তমান সরকারও ব্যার্থ হচ্ছে কথিত গলদ আইন ও লোক দেখানো উদ্ধার প্রক্রিয়া এবং লোভী জনগণের বিপরীতে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনাতেই সফলতা ও প্রাপ্তি সম্ভব ইনশাআল্লাহ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বামী-স্ত্রীর সহজাত খুনসুটিকে বৈবাহিক ধর্ষণ সংজ্ঞায়িত করার সরকারী উসকানি এখন বাবা-মায়ের শাসনকেও মামলায় গড়িয়েছে। পারিবারিক বন্ধন ধ্বংস, এল.জি.বি.টি.কিউ আন্দোলনের কুচক্রী, কুশীলবদের কুতৎপরতা রোধে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানকে এক্ষণি সোচ্চার হতে হবে ইনশাআল্লাহ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতি বছর সাপের কামড়ের শিকার ৯৬ হাজার মানুষ, মৃত্যু ১০ হাজারের বেশী। প্রতিদিন মারা যায় প্রায় ২৫ জন। অ্যান্টিভেনম সহজলভ্য করতে হবে। দেশেই উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ!
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জনঘনত্বের কারণে- বেশী তাপমাত্রা, রোগব্যাধি, বায়ূ দূষণ, শব্দ দূষণ, যানজট পানিবদ্ধতা সহ বিভিন্ন দুর্বিষহ ও দমবদ্ধ অবস্থায় বিপর্যস্থ ঢাকা এখন সম্পূর্ণভাবে বসবাসের অযোগ্য। নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে ইনশাআল্লাহ
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুবারক হো মহিমান্বিত ৯ই জুমাদাল ঊখরা শরীফ! আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৪ কোটি মানুষ না খেয়ে থাকে। অথচ বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকার শস্য নষ্ট হয় খাদ্য অপচয় রোধ করতে ‘নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই’- পবিত্র কুরআন শরীফ উনার এই নির্দেশ সমাজের সর্বাত্মক প্রতিফলন ব্যতীত কোনো বিকল্প নেই।
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.৪৪% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই জুমাদাল ঊখরা শরীফ আজ।
২৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ!
২৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজারের ৯৮ ভাগ শাকসবজি ও ৭০ ভাগ খাবারে কীটনাশক ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ গড়তে চাইলে আগে স্মার্ট খাবারের ব্যবস্থা করতে হবে
২৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












