
ওয়াক্বফ : ওয়াক্বফ শব্দের অর্থ হলো ‘খাড়া হওয়া’ অথবা ‘বিলম্ব করা’, তবে ইলমে তাজউয়ীদের পরিভাষায় পবিত্র কুরআন শরীফ উনার কোন পবিত্র আয়াত শরীফ সমাপ্ত করে বিরামার্থে পবিত্র আয়াত শরীফ উনার শেষ হরফে সাকিন করতঃ নিঃশ্বাস ত্যাগ করে পুনর্বার নেয়ার জন্য ক্ষণকাল বিলম্ব করাকে ওয়াক্বফ বলে।
ওয়াক্বফগুলো আদায় করার সময় কখনও ‘রওম’ কখনও ‘ইশ্মাম’ কখনও ‘ইস্কান’ কখনও ‘ইব্দাল’ করে ওয়াক্বফ করতে হয়।
রওম : রওম শব্দের অর্থ হরকতের তিন অংশের এক অংশ পাঠ করা, অর্থাৎ যেই হরফের মধ্যে ওয়াকফ করা হয়, সেই হরফের হরকত (যের বা পেশ) এক তৃতীয়াংশ পড়াকে রওম বলে। এইরূপ আওয়
বাকি অংশ পড়ুন...