
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত হিশাম ইবনে উরওয়াহ রহমতুল্লাহি আলাইহি তিনি আমার নিকট উনার পিতার সূত্রে বর্ণনা করেছেন-
كَانَ يَقُولُ مَنْ رَجُلٌ مِّنْهُمْ لَمَّا قُتِلَ رَأَيْتُهٗ رُفِعَ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ حَتّٰى رَأَيْتُ السَّمَاءَ مِنْ دُوْنِهٖ؟ قَالُوْا هُوَ حَضْرَتْ عَامِرُ بْنُ فُهَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ
অর্থ: “আমির ইবনে তুফাইল (লোকদেরকে) জিজ্ঞাসা করছিল, আমি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশকারী উনাদের মধ্যে একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দেখলাম যে, উনাকে আকাশে উঠিয়ে নেয়া হচ্ছে এবং তিনি যেতে যেতে এক সময় চোখের আড়াল হয়ে গেল
বাকি অংশ পড়ুন...