
লিউকোরিয়া নারীদের একটি সাধারণ ও স্বাভাবিক অবস্থা। অন্য কোন রোগের আশঙ্কা ছাড়াই শরমগাহ্ থেকে নির্গত একটি সাদাস্রাব। এক জন নারীর মাসিক চক্র পর্যায়ের উপর নির্ভর করে শরমগাহ্ এর স্বাভাবিক স্রাব বিভিন্ন রঙের, পরিমাণের এবং ঘনত্বের হয়।
এটি একটি স্বচ্ছ তরল, যা শরমগাহ্কে আর্দ্র এবং পিচ্ছিল রাখে। আর এই জায়গাটা আর্দ্র থাকলে সুস্থ থাকে। আর্দ্রতা রাখার জন্যই কুদরতীভাবে কিছু সাদাস্রাব আসে। একজন নারীর বয়ঃসন্ধিকাল থেকে মেনোপোজ পর্যন্ত প্রাপ্তবয়স্ক জীবনে হরমোনের মাত্রার তারতম্যের কারণে লিউকোরিয়া হয়।
নারীদের স্বাভাবিক মাজুরতা যেটা হয়,
বাকি অংশ পড়ুন...