পবিত্র শাবান শরীফ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র শবে বরাত ৭ই মার্চ
এডমিন, ০৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯০ শামসী সন , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৩ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আল হিলাল

মাজলিসু রুইয়াতিল হিলাল বাংলাদেশ পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ তালাশ করেছে ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৪৪ হিজরি, ২৩ তাসি, ১৩৯০ শামসী (২১ ফেব্রুয়ারী, ছুলাছা, ২০২৩) মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় । আজ দিগন্তরেখার ১৪ ডিগ্রী ৪০ আর্ক মিনিট উপরে ছিল চাঁদের অবস্থান এবং চাঁদের বয়স ছিল ২৭ ঘণ্টার বেশী। আজ ঢাকায় সূর্যাস্ত ছিল ৫ টা ৫৮ মিনিটে এবং চন্দ্রাস্ত ছিল ৭ টা ১০ মিনিটে অর্থাৎ ১ ঘন্টা ১৩ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত গেছে। চাঁদ ছিল ২৫৪ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান ছিল ২৫৮ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৬ ডিগ্রীর কিছু বেশী কোণ করে সূর্য থেকে সরে থাকায় চাঁদের ০২.০২% আলোকিত ছিল। এ অবস্থায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দৃশ্যমান হয়েছে।
বাংলাদেশের গোপালগঞ্জ জেলা থেকে সন্ধ্যা ৬: ২৫ মিনিটে পাশুড়িয়া উত্তরপাড়া জামে মসজিদ টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ এর ইমাম ও খতিব মুহম্মদ মনিরুজ্জামান ও উনার সাথে চারজনের অধিক মুসল্লি পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দেখেছেন।