অচলাবস্থায় রাজস্ব খাত ব্যবসায়ীরা উদ্বিগ্ন
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে বিভিন্ন ফ্লোরে সুনসান নীরবতা। নিচতলায় গণজমায়েত।
ঢাকা ও ঢাকার বাইরের সব কর অঞ্চল, ভ্যাট অফিস ও কাস্টম হাউসগুলো স্থবির। কাঙ্খিত সেবা পাচ্ছেন না করদাতারা।
ভ্যাট অফিসের ফাইলেও জমছে ধুলার স্তর। রপ্তানি স্বাভাবিক থাকলেও আমদানি গতিহীন। অথচ সারা বছরের মধ্যে এখনই রাজস্ব আদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কর্মকর্তা-কর্মচারীদের কর্মব্যস্ততা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়।
অথচ রাতে জারি হওয়া এক অধ্যাদেশ বদলে দিয়েছে প্রেক্ষাপট। ক্ষোভ-হতাশা, অপমান-অভিমানে দাবি আদায়ের লড়াইয়ে সবাই আন্দোলনের মাঠে। এতে বেকায়দায় থাকা দেশের অর্থনীতি আরো ক্ষতির মুখে। আইন-শৃঙ্খলার অবনতি, সুদের হারের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, বিনিয়োগের অনিশ্চয়তার মধ্যে নতুন করে রাজস্ব খাতের অচলাবস্থায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় ব্যবসায়ী সমাজ।
লোকসানের আতঙ্কে তারা এখন ভীত।
রাজস্ব খাতের আন্দোলনের প্রভাব নিয়ে বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা জানান, রাজস্বকর্মীদের আন্দোলনের ফলে উৎপাদনশীল খাত, শিল্প খাত, আমদানি ও রপ্তানিতে বিরাট প্রভাব পড়ছে। খেসারত গুনতে হচ্ছে বন্দর, শিপিং এজেন্টদের। এতে অস্থিতিশীল হতে পারে ভোগ্যপণ্যের বাজার।
আমদানি-রপ্তানি ব্যাহত হলে ঈদের আগে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক খাতে বড় ধরনের দুর্যোগ তৈরি হতে পারে। বেতন-বোনাস নিয়ে সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাই দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ের সমাধানের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘এনবিআরের কর্মসূচির প্রভাব সর্বত্রই। প্রতিদিনই কোনো না কোনো কাজে কাস্টমসে ব্যবসায়ীদের যেতে হচ্ছে। উৎপাদনশীল খাত, শিল্প খাত, আমদানি ও রপ্তানিতে এর বিরাট প্রভাব পড়ছে। চট্টগ্রাম বন্দরেও কনটেইনার বসে থাকছে। ফলে ভোগ্যপণ্যের বাজারে একটা বড় প্রভাব পড়তে পারে। দাম বেড়ে যাবে। এখন কী করা উচিত ব্যবসায়ীরা বুঝতে পারছেন না।
তিনি আরো বলেন, ‘সরকারের উচিত ছিল অংশীজন হিসেবে এনবিআরের কর্মকর্তাদের বুঝিয়ে তাদের অনুমোদন নিয়ে বাস্তবায়নে যাওয়া। এত বড় একটা বিষয় চট করে চাপিয়ে দেওয়ার জিনিস না। সরকার এটা আনপ্রফেশনালি হ্যান্ডেল করেছে। মাথায় নেয়নি যে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুততম সময়ে বিষয়টির সমাধান হওয়া উচিত।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এনবিআরের ইস্যুতে যদি আমাদের আমদানি-রপ্তানি ব্যাহত হয়, তাহলে ঈদের আগে বড় ধরনের দুর্যোগ তৈরি হবে। আমদানি-রপ্তানি ব্যাহত হলে ঈদের আগে বেতন-বোনাস নিয়ে আমরা একটা সংকটে পড়ে যাব। সুতরাং এটাকে যেভাবে হোক সরকারের আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা পর্যটন বাড়াতে বাংলাদেশীদের জন্য বিশেষ উদ্যোগ পাকিস্তানের
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণে ট্রাভেল পাসেই ফিরতে হবে তারেক রহমানকে
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় কয়েক মিনিটে তিনটি ককটেল বিস্ফোরণ, নারী আহত
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহতে’ বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন?
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিন্ডিকেটের কবলে সারের বাজার, জিম্মি কৃষক
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আরও ৩৫ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫ বছরে ফিরে না এলে ‘গুম’ ঘোষণা করতে পারবে ট্রাইব্যুনাল
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ খাগড়াছড়ির সব ইটভাটা, চালুর দাবিতে আল্টিমেটাম
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪ থেকে ৫ বছর লাগে’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার সুপার নিয়োগে ‘সুপার’ ঘুষ বাণিজ্য
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












