অবরোধের সমর্থনে রাজধানীতে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
অবরোধের সমর্থনে রাজধানীতে বিএনপি'র বিক্ষোভ, সংঘর্ষ
দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন-ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি'র অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্পটে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবরোধের সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে দলটির নেতারা। কিশোরগঞ্জের কুলিয়ারচরের পুলিশের গুলিতে বিএনপির দুই কর্মী নিহত ও গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। মাতুয়াইলে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় ৪টি গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩২ জনকে আটক করা হয়েছে।
এছাড়া গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও, মহাখালী, বনানী, পল্টন-বিজয়নগর, বকসিবাজার, ডেমরা, মাতুয়াইল, শনির আখড়া, বাসাবো, মালিবাগ, আগারগাঁও, শ্যামলী, ধানমন্ডি ১৫, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, লালবাগ, দৈনিক বাংলা, পীরজঙ্গী মাজার, মিরপুর মাজার রোড, পল্লবী ইস্টার্ন হাউজিং, শ্যামপুর, কদমতলী, মুগদা এলাকায় রাস্তা অবরোধ রাখে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্নস্থানে পিকেটিং হয়।
বিভিন্ন স্থানে গাড়িতে আগুন-ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া:
মানিকগঞ্জ: গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের সেওতা থেকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া করে। বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
লক্ষ্মীপুর: জেলা শহরের অদূরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়া রাস্তার মাথায় ও ঢাকা-রায়পুর মহাসড়কের আলিয়া মাদ্রাসার সামনে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল করে বিএনপি জামায়াত কর্মীরা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, দুই- একটি বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁদপুর : অবরোধকে ঘিরে সড়কে নাশকতার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ বেশ কয়েকজনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
অন্যদিকে সড়কে যানবহণ তুলনামূলক কম। চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ। যদিও যাত্রী পরিপূর্ণ হলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধের কোন প্রভাব পড়েনি। সকাল থেকে অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল পরিবেশ। তবে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এছাড়াও রেলপথ ও নৌ-পথে যান চলাচল ছিল স্বাভাবিক। জেলার অভ্যন্তরীন সড়কগুলোতে বাসসহ ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোনো কর্মসূচির দেখা না মিললেও মহাসড়কে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
বান্দরবান : ভোর থেকে বান্দরবান বাস টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম,রাঙ্গামাটি ও কক্সবাজারের উদ্দেশ্যে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
এদিকে বিএনপির ও জামাতের নেতাকর্মীদের সড়কে পিকেটিং করতে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ ,র্যাব ও বিজিবির টহল দল।
সিলেট : সিলেটে আবরোধের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে স্বাভাবিক ভাবেই সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়।
ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর আন্তঃজেলা বাস টার্মিনাল ছিল প্রায় ফাঁকা। সকালে মাসকান্দা বাস টার্মিনাল থেকে হাতের গোনা কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও বেলা বাড়ার সাথে বাস চলাচলও সীমিত হয়ে যায়।
অবরোধের সমর্থনে রাজধানীতে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
গতকাল ইয়াওমুছু ছুলাছা (মঙ্গলবার( সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১২ দলীয় জোট। মিছিলটি পুরানা পল্টন মোড় ঘুরে আবারও জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জেট নেতারা বলেন, বিচারবহির্ভূত হত্যা আর গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্য আর ছোট্ট অবুঝ সন্তানদের চোখের পানি শুকিয়ে গেছে।
তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার রয়েছে এবং আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যে এসব মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত তার স্বপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভরা মৌসুমেও চড়া সবজি বাজার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই হবে -আহসান এইচ মনসুর
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এমপিও নীতিমালা ২০২৫: সংকটে সাড়ে তিন হাজার শিক্ষক
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্দেহজনক গাড়িতে পুলিশের কড়া দৃষ্টি
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চিকিৎসকদের পদোন্নতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাচার
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামীণ ব্যাংকে আগুন!
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৭তম বিসিএসের বঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৯৬৮
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তারেক রহমানকে অভ্যর্থনা কমিটির নেতৃত্বে সালাহ উদ্দিন-রিজভী
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশী দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে ঢাকা
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আ’লীগের সময় ভারতের সাথে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল’
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












