অসৎ মজুদদারের কারসাজি চড়ছে পেঁয়াজের বাজার
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কৃষকের পেঁয়াজ ফুরাতেই বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছেন অসৎ মজুদকারী ও আড়তদাররা। স্থানীয় হাটগুলোতে সক্রিয় তাদের প্রতিনিধিরা। হাট থেকে কম দামে পেঁয়াজ কিনে মজুদ করছেন তারা। বাজারে সরবরাহ কমিয়ে বেশি দামে ছাড়া হচ্ছে সেই পেঁয়াজ। এতে ভরা মৌসুমেও অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ভোক্তাকে। দরকারি মসলাজাতীয় এ পণ্যটি কিনতে গিয়ে পকেটে টান পড়ছে তাদের।
পেঁয়াজ উৎপাদনের বড় একটি অংশ আসে রাজবাড়ী থেকে। সেখানেও এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে এবং ফলনও সন্তোষজনক।
সোনাপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী রাকিবুল ইসলাম মিন্টু বলেন, এ অঞ্চলে পাইকারিতে লাল পেঁয়াজ প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং দেশি জাতের পেঁয়াজ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মজুদদার রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় এক আড়তদার বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন হাট-বাজার থেকে কয়েক হাজার মণ পেঁয়াজ ক্রয় করেছে একটি চক্র। মজুদকারীদের প্রতিনিধিরা স্থানীয় হাট-বাজারথেকে কিনে মজুদ করছে। এ ছাড়া ছোট ছোট মজুদদাররাও এ সময় মাঠে রয়েছে। এ কারণে কৃষক পর্যায়ের চেয়ে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।
বাজার ব্যবস্থাপনায় ও নজরদারিদের ফাঁক রয়েছে এবং এর সুযোগ নিয়ে কৃষিপণ্যে অসাধু মজুদকারী ও ব্যবসায়ীরা কৃত্রিম সংকটসহ নানা ইস্যু সৃষ্টি করে অল্প সময়ের মধ্যে বিপুল অঙ্কের অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, ভালো উৎপাদনের পরও আমরা দেখতে পাই বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। এর আগে আলুর ক্ষেত্রে এমনটা দেখা গেছে। এখন অবশ্য আলু কম দামে মিলছে। এখন পেঁয়াজে এমনটা হচ্ছে। ভালো উৎপাদনের পরও মৌসুমে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাই কেবল উৎপাদন নয়, বাজারের অনিয়মগুলোতেও নজর দিতে হবে। বিশেষ করে, কৃষিপণ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে হবে আগে। সরকারকে খতিয়ে দেখতে হবে, কোথায় কত মজুদ হচ্ছে, সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে কি না, ক্রয়মূল্য কত, বিক্রয় করা হচ্ছে কত। স্থানীয় পর্যায়ে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নজরদারি জোরদার করতে হবে।
শ্যামবাজারের মিতালী আড়তদাররা, পাবনা, ফরিদপুরে কৃষকের পেঁয়াজ তোলা শেষ। মৌসুমের শুরুতে উৎপাদন খরচ তুলতে অনেক কৃষকই তাদের পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন। তখন বাজারে দাম কম ছিল। কিন্তু ক্ষেত থেকে পেঁয়াজ ফুরাতেই দাম বাড়তে শুরু করেছে। মূলত মজুদদাররা পেঁয়াজ সংরক্ষণ করছেন এবং তারাই বাড়তি দামে বাজারে ছাড়ছেন।
এদিকে পাবনা ও রাজবাড়ী জেলার কৃষকরা বলছেন, বাড়তি দাম পেলে তারাও লাভবান হন। কিন্তু হাতবদলের খেলায় খুচরাপর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে দাম অতিরিক্ত বাড়ানো হচ্ছে। মাঠে খেটে ফসল বিক্রি করে তাদের লাভ-লোকসান হলেও মধ্যস্বত্বভোগীরা কেবল লাভই করে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গায় ইন্ধন দিচ্ছেন এক নারী
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচন পেছানোর চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শরিকদের আসন নিয়ে টানাপোড়েন, বিএনপি সরকারে গেলে মূল্যায়নের আশ্বাস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের ৮১ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করেন
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথম আলো-ডেইলি স্টার ভবনে আগুন-ভাঙচুর, আলামত সংগ্রহ করবে সিআইডি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুন্সীগঞ্জর ‘১৩১ বছর বয়সী’ সুফিয়া বেগম মারা গেছেন
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি কুয়াশার আভাস, বাড়বে শীতও
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘এনসিপির কমিটি থেকে আমার নাম কাটতে হবে, না হলে আইনি ব্যবস্থা’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচন পেছাতে পরিকল্পিত অপকৌশল থাকতে পারে -সালাহউদ্দিন
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা সক্রিয়’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












