ব্যাপক প্রতিবাদের জের:
আপাতত রাখাইনে হচ্ছে না ‘করিডর’
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার মুখে বাংলাদেশের জন্য নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত জাতিসংঘের প্রস্তাবিত ও কথিত ‘মানবিক করিডর’ আপাতত হচ্ছে না। ইউনূস সরকার একতরফাভাবে সম্মতি প্রকাশ করলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়। নিরাপত্তার জন্য ঝুঁকি ও আরও রোহিঙ্গা দেশে প্রবেশের আশঙ্কা করা হয়।
এ ছাড়া জাতিসংঘের এ প্রস্তাবে মিয়ানমার সরকার রাজি নয়। আবার ঢাকার সঙ্গেও এ নিয়ে কোনো চুক্তি হয়নি। তাছাড়া সহযোগিতা পাঠানোর ক্ষেত্রে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধসহ আরাকান আর্মিকে জাতিসংঘ থেকে যে সব শর্ত দেওয়া হয়েছে সেটিরও খেলাপ হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, করিডর ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক চাপ, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এবং আরাকান আর্মির আস্থাহীনতা এবং নেপিদোর রাজি না হওয়া এই মুহূর্তে মানবিক করিডর থেকে সরে আসার মূল কারণ।
জানা গেছে, এ বছরের মার্চে জাতিসংঘের মহাসচিব গুতেরেসের বাংলাদেশ সফরে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সে সময়ই প্রস্তাব দেওয়া হয়েছিল, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে জাতিসংঘ বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করতে চায়।
সফরের সময় এ প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব দাবি করেছিলো, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা খুব দরকার। এতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি হবে। আর এজন্য বাংলাদেশকে চ্যানেল হিসেবে ব্যবহার করতে অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন।
জানা গেছে, গুতেরেসের সফরে সরকারের পক্ষ থেকে রাখাইনে মানবিক করিডরের নীতিগত সম্মতির কথা জানানো হয়। ঠিক সেই সময় থেকেই ঢাকার পক্ষ থেকে মানবিক চ্যানেল চালু করার বিষয়ে নেপিদোর কূটনীতিকদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়। আবার জাতিসংঘ থেকেও এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু হয়। কিন্তু নেপিদো জাতিসংঘের প্রস্তাবে নেতিবাচক মনোভাবের কথা জানায়। ঢাকাকেও এ বিষয়টি বলা হয়।
এদিকে জাতিসংঘের প্রস্তাবের প্রেক্ষিতে গত ২২ এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাখাইনে করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশের নীতিগত সম্মতির বিষয় জানান। এরপর থেকেই দেশের রাজনৈতিক দল ও কূটনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। যদিও তার দুদিন পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরাসরি বলেছেন এ ধরনের করিডরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
গত রোববারও রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে বাংলাদেশ সরকার কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করেনি। তিনি বলেন, মানবিক করিডর নিয়ে কেবল প্রাথমিক আলোচনা হয়েছে, কোনো চুক্তি নয়।
বিএনপি এবং অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো আশঙ্কা করেছে, করিডর চালু হলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি ‘ডাম্পিং গ্রাউন্ড’ হয়ে উঠবে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি মিলিতভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কৌশল গ্রহণ করবে। এই অভিযোগের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হয় যে, রাখাইনে আরাকান আর্মির দখলের পর এক লাখেরও বেশি রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবিক করিডর দেওয়ার ব্যাপারে সরকার যে ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে তাতে দেশের ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির’ মুখে পড়বে।
আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের কাছ থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশি বলে খুন: জুয়েলের জানাজায় শোক আর ক্ষোভের ছায়া
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এখনই টাকা পাচ্ছেন না একীভূত ব্যাংকের আমানতকারীরা
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লন্ডনে কর্মহীন ৪০ শতাংশ বাংলাদেশি ও পাকিস্তানি
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা-৩ আসনে ১০ জনের মনোনয়নপত্র সংগ্রহ
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মায়ের মৃত্যু
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্যান্সার ঝুঁকি কমাতে ই-সিগারেটসহ সব নতুন তামাক পণ্য নিষিদ্ধের সিদ্ধান্ত
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রোববার কমিশনে উঠছে তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফ্যাসিবাদী শক্তি’ নির্বাচনে বাধা দেয়ার চেষ্টা করতে পারে’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বছরের শুরুতে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম ব্যবহার
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












