আমদানির তিন গুণ মূল্যে বিক্রি হচ্ছে খেজুর
, ০৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
দেশে আসা খেজুরের গড় আমদানিমূল্য ও শুল্ককর মিলিয়ে সাড়ে তিন শ টাকার বেশি নয়। তবে আমদানি মূল্যের খেজুর বাজারের কোথাও দেখা মিলছে না। প্রায় তিন থেকে চার গুণ দামে মিলছে এসব আমদানি করা খেজুর। এ ছাড়া সরকার খেজুরের শুল্ককর কমানোর পরও দাম কমছে না।
চট্টগ্রাম কাস্টমসের আমদানি তথ্যে দেখা যায়, ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দেশে খেজুর আমদানি হয়েছে এক কোটি ৭৯ হাজার ৯৩০ কেজি। এসব খেজুরের আমদানিমূল্য দেখানো হয় ২২৬ কোটি ৭৫ লাখ টাকা। আমদানিমূল্যের বিপরীতে ব্যবসায়ীরা শুল্ককর পরিশোধ করেছেন ১০২ কোটি ৬৭ লাখ টাকা। আমদানিমূল্য ও শুল্ককর মিলে ৩২৯ কোটি ৪২ লাখ টাকার সঙ্গে শ্রমিক ও পরিবহন খরচ যোগ করে প্রতি কেজি খেজুরের গড় দাম পড়ে সর্বোচ্চ ৩৫০ টাকা।
এ ছাড়া এবার দেশে গত বছরের তুলনায় ৫৯ শতাংশ কম খেজুর আমদানি হয়েছে। একই সময়ে ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৩ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দেশে খেজুর আমদানি হয়েছে দুই কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৩০ কেজি। কাস্টমস শুল্ককর পেয়েছিল ১৪ লাখ টাকা। শুল্ক কম পেলেও আমদানি মূল্য ছিল ২৬৬ কোটি সাত লাখ টাকা। গত বছর খেজুরের গড় দাম পড়ছিল ১০৯ টাকা।
তখন প্রশাসন অভিযান চালিয়ে একাধিক খেজুর বিক্রেতাকে জরিমানা করেছিল।
এদিকে গত বুধবার চট্টগ্রামে ফলের পাইকারি বাজার ফলমু-ি ও খুচরা বাজারে ঘুরে কোথাও সাড়ে তিন শ টাকা দামের খেজুর পাওয়া যায়নি। এখন বাজারে মেজদুল খেজুর (ভিআইপি) কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ টাকা; অথচ এক বছর আগে ৫০০ টাকা কমে ৮০০ টাকায় বিক্রি করেছিলেন বিক্রেতারা। মেজদুল (সাধারণ) বিক্রি হচ্ছে এক হাজার ২৪০ টাকায়। সেটিরও ২৪০ টাকা বেড়েছে। আগে ছিল ৯৬০ টাকা।
মাশরুক (ভিআইপি) কেজি এক হাজার ৪৪০ টাকা। বছর আগে ছিল এক হাজার টাকা। বেড়েছে ৪৪০ টাকা। মরিয়ম খেজুরের কেজি এখন ৮৬০ টাকা। দাম বেড়েছে ৩২০ টাকা। গত বছর ছিল ৫৪০ টাকা। আজোয়া খেজুর ২০২৩ সালে ছিল কেজি ৬৪০ টাকা। এখন ৮৪০ টাকা। বেড়েছে ২০০ টাকা। সুগাইয়ের কেজি ৫০০ টাকা। সেটির দাম বেড়েছে ১৪০ টাকা। আগে ছিল ৩৬০ টাকা। আর মাব্রুম এখন বিক্রি হচ্ছে ৬৪৯ টাকা। আগে ছিল ৫০০ টাকা। বেড়েছে ১৪০ টাকা।
সাত ধরনের খেজুরের দাম বিশ্লেষণ করে দেখা গেছে, এখন গড়ে প্রতি কেজি খেজুরের দাম পড়ছে ৯৭৫ টাকা। কিন্তু কাস্টমসের প্রদর্শিত আমদানিমূল্য ও শুল্ক এবং পরিবহন-শ্রমিক খরচ যোগ করে প্রতি কেজি খেজুরের গড় মূল্য দাঁড়ায় ৩৫০ টাকা। বাড়তি নিচ্ছেন প্রতি কেজিতে ৬২৫ টাকা।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, গত অক্টোবরে বস্তায় আসা প্রতি কেজি জায়েদি খেজুরের জন্য শুল্ক দিতে হতো ১০ টাকা। ডিসেম্বরে বেড়েছে ৬২ টাকা। এ ছাড়া কার্টনে করে আসা জায়েদি খেজুরের জন্য অক্টোবরে শুল্ককর দিতে হয়েছে ১১০ টাকা। ডিসেম্বরে ১৭০ টাকা বেশি শুল্ক দিতে হয়েছে। এভাবে সব জাতের খেজুরে আমদানি শুল্ক বেড়েছে। ফলে আমদানি করা খেজুরের দাম বেড়ে যাচ্ছে।
ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা যে দামে খেজুর আমদানি করেন, তার দ্বিগুণ দামেও দেশে খেজুর মেলে না। এর কারণগুলো প্রশাসনকে শনাক্ত করে ব্যবস্থা নিলে খেজুরের দাম ভোক্তার নাগালে আসবে। ব্যবসায়ীরা গত রমজানে ১০৫ টাকায় কেনা খেজুর বিক্রি করেছেন ৪০০-৫০০ টাকায়। এবারও তারা তিন থেকে চার গুণ বেশি দামে খেজুর বিক্রি করছেন। দ্রুত বাজার তদারকির দাবি জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বাভাবিকভাবেই পড়ছে শীত মাসের শেষে শৈত্যপ্রবাহ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসিনা-কামালের আমৃত্যু কারাদ- বাড়িয়ে মৃত্যুদ- চেয়ে আপিল
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইজিপির বিরুদ্ধে রিট আবেদন খারিজ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাংলার মাটিতে আ’লীগের রাজনীতি আর চলবে না’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের ইসির চিঠি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেশের সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, দুশ্চিন্তা ঝেড়ে প্রস্তুতি নিন’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












