আরও এক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
এডমিন, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর

আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের ইয়াজান ওমর জামিল খাসিব (২৩)। ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের রামাল্লার কাছে উত্তরাঞ্চলীয় এল-বিরেহ শহরে জুমুয়াবার (১৭ মার্চ) এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণা থেকে বিষয়টি জানা গেছে। শনিবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এ বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে শিশুসহ অন্তত শতাধিক ফিলিস্তিনি হত্যার শিকার হিয়েছেন। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়। এক সপ্তাহ আগেও জেনিন শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যার ৪৮ ঘন্টারও কম ব্যবধানে একই শহরে আরও ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।