ইন্টারপোলের রেড নোটিশে আসামি ফেরত আনা কি সম্ভব?
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ছাত্র-জনতার আন্দোলনের পর দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের কাছে পৃথক তিন ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
ইতিমধ্যে গত ১০ই এপ্রিল দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এ ছাড়াও বিভিন্ন অপরাধে অন্তত আরও ৬২ জনের নাম ইন্টারপোলের ওয়ানটেডের তালিকায় লিপিবদ্ধ রয়েছে। যাদের অনেকেরই অবস্থান নিশ্চিত হওয়ার পরও এখনো দেশে ফেরানো সম্ভব হয়নি। উপরন্তু ইন্টারপোলের রেড নোটিশে নাম থাকা অনেক শীর্ষ সন্ত্রাসী দেশের মাটিতেই বহাল তবিয়তে থাকলেও তাদেরকেও বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে না।
বিশিষ্টজনদের মতে- আমাদের অতীত ইতিহাসে ইন্টারপোলের সহায়তায় বিদেশ থেকে অপরাধী আটক করে দেশে নিয়ে আসার নজির খুবই কম। কারণ এটা একটা জটিল প্রক্রিয়া। তাই এক্ষেত্রেও রেড নোটিশ জারির পর শেখ হাসিনাসহ বাকিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা কতোটা সম্ভব হবে তা নিয়ে সন্ধিহান রয়েছে।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, জাতীয় আইন ও সালিশ কেন্দ্রের সাবেক প্রধান নূর খান লিটন বলেন, আসলে কারোর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি মানেই তাকে আটক করে ইন্টারপোল দেশে ফেরত পাঠিয়ে দিবে-বিষয়টি এমন নয়। মূলত রেড নোটিশ জারি অর্থাৎ আন্তর্জাতিকভাবে জানান দেয়া সেই ব্যক্তি অপরাধী। যাতে করে তাকে শনাক্ত ও আটকে আমরা সহায়তা পেতে পারি। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আমাদের ডিপ্লোমেসির উপরে।
যেই দেশে আসামি অবস্থান করছে সেই দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হলেই একমাত্র আমরা আসামি ফেরত পেতে পারি। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তা হয়ে ওঠে না। তারা তাদের দেশে আশ্রয় নেয়া আসামিদেরকে কোনো না কোনো কারণ দেখিয়ে ফেরত দিতে চায় না। আমাদের দেশে এমন অপরাধীকে ইন্টারপোলের মাধ্যমে আটক করে দেশে ফেরত আনার নজির খুবই কম। তারপরও গুরুতর অপরাধীদের ধরতে আমাদের এই রেড নোটিশ জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমাদের আইন ব্যবস্থা দেশের ভেতরেই সীমাবদ্ধ।
তিনি বলেন, অন্যান্য আসামিদের বিষয়ে যাই হোক না কেন বিশেষ করে মানবতাবিরোধী অপরাধীদের বিষয়ে ইন্টারপোল গুরুত্ব দিয়ে থাকে। তাই আমরা আশাবাদী শেখ হাসিনাসহ যাদের বিষয়ে রেড নোটিশ জারি করা হয়েছে তাদের আটক করতে ইন্টারপোল আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে।
এদিকে ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায়, তাদের রেড নোটিশের তালিকায় এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ৫শ’ ৮০ জনের নাম রয়েছে। সেই ওয়ানটেড তালিকায় ৬২ জন বাংলাদেশিও রয়েছে। যাদের বেশির ভাগ দেশের চিহ্নিত অপরাধী।
এদের অনেকেই দেশে আছে। কেউ আবার আছে দেশের বাইরে। কোন দেশে, কোন স্টেটে তাও নিশ্চিত নয়। এরপরও আজ পর্যন্ত তাদের কাউকেই দেশে আনা সম্ভব হয়নি।
উদাহরণস্বরুপ-
১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক সেনাকর্মকর্তা শরিফুল হক ডালিম ও নূর চৌধুরীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়। কিন্তু গত ৫০ বছরে তাদেরকে দেশে আনা সম্ভব হয়নি।
এদিকে গত ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছে। তাদের মধ্যে সুব্রত বাইন অন্যতম। বাংলাদেশ পুলিশের ওয়ানটেডের তালিকার পাশাপাশি এই সুব্রত বাইনের নাম ইন্টারপোলের রেড নোটিশের তালিকাতেও জ্বলজ্বল করছে। দেশের মাটিতে থেকে একের পর এক চাঁদাবাজি, খুনসহ সন্ত্রাসী কর্মকা- চালিয়ে গেলেও এখনো অধরা ‘দাদা’ খ্যাত এই শীর্ষ সন্ত্রাসী।
এমন অহরহ উদাহরণ রয়েছে- যাদের নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলেও এখন পর্যন্ত দেশে আনা সম্ভব হয়নি। অনেক দেশেই আবার নির্দিষ্ট টাকা বিনিয়োগ করে সিটিজেনশিপ পাওয়া যায়। অনেক দেশ আমাদের দেশের মৃত্যুদ-ের সাজার সঙ্গে সহমত না হওয়ায় ‘প্রি রিমুভাল রিস্ক এসেসমেন্ট’র আওতায় অনেককে এসাইলামও দিয়ে থাকে। তাই শেখ হাসিনাসহ বাকিদের দেশে ফেরানো নিয়ে সন্ধিহান তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজার থেকে কিটক্যাট চকলেটের লট অপসারণের নির্দেশ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওমরাহ করানোর কথা বলে ভোট চাচ্ছে জামাতের প্রার্থী
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না -বিজিবি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যহাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিবি কার্যালয়ে সাংবাদিক ডেকে মামলা দায়েরের ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারি হওয়া দখলদারদের আরেকটি ট্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












