সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশ^ান নছীহত মুবারক:
ঈমানদার দ্বীনদার আল্লাহওয়ালা হতে হলে অনেক বেশী আদব শিখতে হবে
, ১০ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩তাসি’, ১৩৯২ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, তালিমী মজলিশে বসারও আদব সুন্নত রয়েছে। এগুলো সবই শিখতে হবে। সবারই যথেষ্ট আদব আকীদা হুসনে যন শিখা অত্যন্ত জরুরী। সারাজীবন ইবাদত ব›েগী করলেও কোন কাজ হবেনা যদি আদব আকীদা হুসনে যন ঠিক না াকে। বেয়াদব কিন্তু মহান আল্লাহ পাক উনার রহমত হতে বঞ্চিত। এজন্য ঈমানদার দ্বীনদার আল্লাহওয়ালা হতে হলে অনেক বেশী আদব শিখতে হবে। এ কারণে আদব আকিদা হুসনে যন এর কিতাব প্রতিদিন পড়া উচিত। আদব শরাফত না থাকলে কোনদিন আল্লাহওয়ালা হওয়া যাবে না। মনে রাখতে হবে, আদব আকিদার কোন শেষ নাই। বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম আকিদা যেমন পোষণ করতে হবে ঠিক আদবও চূড়ান্ত পর্যায়ের আদব শিখতে হবে। যার যত আদব থাকবে তার জন্য ততই কামিয়াবী।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আদব না থাকলে মূল ফায়েজ তাওওয়াজ্জুহ বন্ধ হয়ে যায়। অনেক হক্ব সিলসিলাতে ফয়েজ তাওওয়াজ্জুহর নূর বন্ধ হয়ে যাবার কারনে নিসবত বাতিল হয়ে যাওয়া, যার ফলে সিলাসিলার কার্যক্রমও বন্ধ হয়ে যায়। আদব আকীদার অভাবে কোনদিকে কখন কি হয়ে যায় তা বলা মুশকিল। আদবের ত্রুটি, আকিদার ত্রুটি, হুসনে যনের ত্রুটির কারণে মানুষ রুহানী তরক্কী হাসিল করতে পারে না। ইবলিশ ছয় লক্ষ বছর ইবাদত বন্দেগী করলো, এরপর বেয়াদবী করলো যার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে অনন্তকালের তরে মালউন লানতগ্রস্ত হয়ে গেলো। শুধুমাত্র বেয়াদবী করার কারণেই তার এই অবস্থা। ঠিক আদব রক্ষার কারণে রহমত বরকত লাভ করে নাজাত পাওয়ারও বহু নজির দৃষ্টান্ত রয়েছে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে উনার উম্মতদেরকে অনেক ফজীলত দেয়া হয়েছে। কিন্তু উম্মত সেটা বুঝে না। সেটা বুঝা উম্মতের আকল বুদ্ধি সমঝের বাহিরে। একমাত্র হযরত ছাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম আজমাঈন উনারা হাক্বিকী বুঝেছেন, সেজন্য উনারা চূড়ান্ত কামিয়াবী হাসিল করেছেন। পরবর্তী উম্মত হতে যে যতটুকু বুঝতে পেরেছেন, তিনি ততটুকু কামিয়াবী হাসিল করেছেন। এজন্য সব বিষয়ে আদব যেমন শিখতে হবে আকিদাও শুদ্ধ করতে হবে। এ বিষয়ে আমাদের লিখিত কিতাব পড়তে হবে। আদব আকীদার মাধ্যমেই হুসনে যন পয়দা হয়। হুসনে যন মানে উত্তম সর্বোত্তম ধারণা। বুলন্দী শান মুবারকে হুসনে যন ধারণা পূর্ণ হলে পূর্নভাবেই কামিয়াবী হাসিল হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, যারা ইলমে তাসাউফ শিখে না তাদের কোন আদব নাই। তারা সবসময় বেয়াদবই থাকে। কারণ আদব হচ্ছে ইলমে তাসাউফ এর সাথে সংশ্লিষ্ট। কিতাবাদি পড়েই শুধু আদব শিখা যাবে না। এই বিষয়টি অন্তরের সাথে সংশ্লিষ্ট। অন্তরে যদি আদব থাকে তখন আদব প্রকাশ পাবে। বেয়াদবী আর বদ আকিদা হতে কুফরী পয়দা হয়। যে ব্যাক্তি বেদাতী ফাসেক ফুজ্জার তাদেরকে তাজিম তাকরীম করলো সে মূলত তার ঈমানটাকেই নষ্ট করলো। একইভাবে যারা আল্লাহওয়ালা আল্লাহওয়ালী দ্বীনদার পরহেজগার উনাদেরকে যারা সম্মান তাযীম তাকরীম করবে তারা সম্মানিত হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, যেকোন জিনিস অনেক ফিকির করতে হবে। এখন যারা যিকির করে না তারা ফিকির করবে কিভাবে। ফিকির করলে সব বুঝা সহজ। যার যিকির নাই তার ফিকিরও নাই। ফিকির করতে সকলের জন্যই আদব আকিদার কিতাব পড়া উচিত। ওজিফার মত মনে করেই পড়তে হবে প্রতিদিন। যারা সমঝদার তারা সেখান থেকে ইবরত হাসিল করতে পারে, আর যারা সমঝদার না তারা ইবরত নসীহত হাসিল করতে পারে না, ফায়দাও লাভ করতে পারে না। একটা লোক নব্বই বছর কুফরী শেরকী করার পরও ভুলেও যদি মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করে তাবে সাথে সাথে মহান আল্লাহ পাক তিনি তাকে কবুল করে নেন। তাহলে তিনি কত বেশী রহমান রহীম গাফফার সাত্তার। মহান আল্লাহ পাক তিনি মানুষের প্রাণ রগের চাইতে বেশী নিকটে অবস্থান করেন। সবসময় রহমত বরকত ছাকীনা তলব করে বান্দার উচিত মহান আল্লাহ পাক উনাকে ডাকা। তিনি বান্দার ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দেন। পবিত্র শবে বরাত দেয়াই হয়েছে বান্দা যাতে তওবা ইস্তেগফার করে, হাকিকী মুসলমান হবার জন্য নতুনভাবে কোশেশ করে সেজন্য। তাহলে অবশ্যই তাকে কবুল করা হবে। এতে সন্দেহ করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। আসলে মহান আল্লাহ পাক উনার নেয়ামত বান্দা নিতেও পারে না ধারণও করতে পারে না। সবাইকে এই পবিত্র রাতকে অনেক বরকতময় মনে করে এবং বিশ্বাস করে এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি ইবাদত বন্দেগী বিশেষভাবে ইস্তেগফার তওবা দুয়া মুনাজাত করার জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা নেমে ২০ ডিগ্রিতে
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলুচাষি ও ব্যবসায়ীদের ক্ষতি ২৯৩ কোটি টাকা
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে হাসিনার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন যারা
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অস্ত্রধারী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন হাতে তুলে নিচ্ছে মানুষ -চলতি বছর ১০ মাসেই ৩৫৬ মব-গণপিটুনিতে নিহত ১৩৭
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম
১৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫৪ বছরেও ঘোচেনি ৪০ গ্রামের মানুষের সেতুর আক্ষেপ
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদানিকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের সিদ্ধান্ত
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে -ফখরুল
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদোন্নতি স্থগিত, তদবিরের চাপ জনপ্রশাসনে
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












