এক বছরে পাঠ্যবইয়ের চাহিদা কমেছে ১০ কোটি
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর

বছর ঘুরতেই এবার পাঠ্যবইয়ের চাহিদা কমেছে ১০ কোটি। যেটা অনেকটা অস্বাভাবিক মনে হলেও কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। বছরের শুরুতেই এবার সবার হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।
এনসিটিবি সূত্র জানায়, চলতি ২০২৫ শিক্ষাবর্ষের চেয়ে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে ১০ কোটি বই কম ছাপা হবে। চলতি বছর ছাপা হয়েছিল প্রায় ৪০ কোটি ১৬ লাখ পাঠ্যবই। এবারের চাহিদা অনুযায়ী পাঠ্যবইয়ের সংখ্যা কমে ৩০ কোটি ৫২ লাখে নেমেছে। পাঠ্যবইয়ের এ চাহিদা যাচাই চলছে এবং তা আরও কমতে পারে বলে জানিয়েছে এনসিটিবি।
২০২৬ শিক্ষাবর্ষের জন্য সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদরাসার কাছে গত মার্চে পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছিল এনসিটিবি। প্রাথমিকভাবে মাধ্যমিকে ২১ কোটি ৯৮ লাখ এবং প্রাক-প্রাথমিক ও প্রাথমিক মিলিয়ে আট কোটি ৯৪ লাখ ২৫ হাজার পাঠ্যবইয়ের চাহিদা পাওয়া গেছে। প্রাথমিকভাবে পাওয়া এ চাহিদা হাতে আসার পর তা যাচাই করছে সংস্থাটি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বলেন, ‘গত বছর আমরা যে চাহিদা পেয়েছিলাম, সেখানে কিছু কিছু জায়গায় অসংগতি ছিল। কেউ কেউ একটু বেশি চাহিদা দিয়েছিলেন। এবার যাতে তেমনটি না ঘটে, সেজন্য আমরা প্রাথমিকভাবে পাওয়া চাহিদার তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছি। হয়তো চূড়ান্তপর্যায়ে গিয়ে বইয়ের সংখ্যাটা আরও একটু কমতে পারে।’
চলতি ২০২৫ শিক্ষাবর্ষে ছাপা হয়েছিল ৪০ কোটি ১৬ লাখ বই। এক বছরের ব্যবধানে হঠাৎ করেই প্রায় ১০ কোটি বইয়ের চাহিদা কমে গেছে। হঠাৎ এত সংখ্যক বইয়ের চাহিদা কমার পেছনে দুটি কারণ জানিয়েছেন এনসিটিবির কর্মকর্তারা।
বইয়ের চাহিদা কমার কারণ প্রসঙ্গে এনসিটিবি সদস্য অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বলেন, গতবার অনাকাঙ্খিতভাবে কিছু অতিরিক্ত চাহিদা পাঠিয়েছিল অসৎ চক্র। এবার সেটা হতে দেওয়া হয়নি। আমরা এবার মাধ্যমিকের বইয়ের চাহিদা সফটওয়্যারের মাধ্যমে নিয়েছি। এতে ছলচাতুরি তো কিছুটা কমেছে।’
‘আরেকটি কারণ হলো গত বছর আমাদের মাধ্যমিকের দশম শ্রেণির বই ছাপাতে হয়েছিল। কারণ হঠাৎ করেই নতুন কারিকুলাম বাতিল করে আগের শিক্ষাক্রমে ফেরার সিদ্ধান্ত হয়েছিল। সেখানে প্রায় সাড়ে চার কোটির বেশি বই ছাপাতে হয়েছিল। এবার কিন্তু মাধ্যমিকের দশম শ্রেণির বই ছাপতে হচ্ছে না। স্বাভাবিকভাবেই বইয়ের সংখ্যাটা কমেছে।’ যোগ করেন অধ্যাপক ড. রিয়াদ।
এদিকে, প্রাথমিকেও এবার বইয়ের সংখ্যা প্রায় ২৫ লাখ কমেছে। প্রাথমিকের বই ছাপা-বিতরণ তদারকি করে এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রণ শাখা। কারণ জানতে চাইলে প্রাথমিকের উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু বলেন, ‘গতবছর আমরা ৯ কোটি ১৯ লাখের কিছু বেশি বই ছাপিয়েছিলাম। এবার আমাদের কাছে বইয়ের চাহিদা ২৫ লাখের মতো কম এসেছে। শিক্ষার্থী কমেছে নাকি অন্য কোনো কারণে এটা হয়েছে তা আমি বলতে পারবো না। কারণ প্রাথমিকের বইয়ের চাহিদাটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নেওয়া হয়। তারাই আমাদের এটা জানান।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির সম্ভাবনা জানালো আবহায়ওয়া অধিদপ্তর
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ-ইন
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ের আশায় বিশ্বজুড়ে বাড়ছে বাংলাদেশিদের যাত্রা
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরও ৫৭ কলেজ থেকে ‘শেখ পরিবার’-এর নাম বাদ দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোনোদিন ভোটকেন্দ্রে যায়নি, তারা শেখাচ্ছে কীভাবে ভোট হবে -রনি
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় সরকারের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি -আমির খসরু
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন’
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, একে নষ্ট করার সুযোগও সীমাহীন -গভর্নর
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক -ফখরুল
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষা কমিশন হলেই সব সমস্যার সমাধান হবে এমন না -শিক্ষা উপদেষ্টা
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ যেন এক ‘মবের মুল্লুক’
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মবকান্ডে কাউকেই ছাড় নয় -ডিএমপি কমিশনার
২৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)