এক হাটে বিক্রি হয় কয়েক কোটি টাকার মাছ
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
ডানে মাছ। বাঁয়ে মাছ। যেন মাছের রাজ্য! একপাশে ট্রাক থেকে নামানো হচ্ছে মাছ। অপরপাশে কাটা হচ্ছে। মাছের ছড়াছড়ির এমন দৃশ্য চোখে পড়বে কুমিল্লার পদুয়ার বাজারে। সপ্তাহে দুদিন শত বছরের ঐতিহ্যের এই হাটে বিক্রি হয় কোটি কোটি টাকার মাছ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই মাছের হাটটি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড লাগোয়া। নগরীর কান্দিরপাড় থেকে টমছম ব্রিজ; সেখান থেকে পদুয়ার বাজার। সহজ যোগাযোগ আর বিপুল পরিমাণ মাছের সমাহারের জন্য দিন দিন এই বাজারের নাম ছড়িয়ে পড়েছে। জানা গেছে, সপ্তাহে দুদিন কয়েক ঘণ্টার জন্য বসা এ অস্থায়ী হাটে বেচাবিক্রি হয় প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার মাছ। কমদামে দেশি ও সামুদ্রিক মাছ কিনতে এখানে থাকে উপচে পড়া ভিড়। ভালো লাভ হওয়ায় আশপাশের জেলা ও নদী অঞ্চলের জেলাগুলো থেকেও ভিড় করেন ব্যবসায়ীরা।
বাজারের ক্রেতা ও বিক্রেতা সূত্রে জানা গেছে, প্রতি রবিবার ও বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য হাট বসে। দুপুরের পর অনেক সময় বিকাল থেকেই বেচাকেনা শুরু হয়। আর শেষ হয় মধ্যরাতে।
সূত্রে মতে, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে আসে দেশি মাছ। সেগুলোর মধ্যে রয়েছে– রুই কাতলা, শিং, মাগুর, কৈ, টাকি, শোল, টেংরা, পাবদা, পুঁটি, বোয়াল, আইড়, বাইন, গজার প্রভৃতিসহ বিভিন্ন কার্পজাতীয় মাছ। সবচেয়ে বেশি বিক্রি হয় রুই, কাতলা, তেলাপিয়া, পাঙাস, মৃগেল, গ্রাসকার্প, সিলভার কার্প, বিগহেড ও কমনকার্প মাছ।
এ হাটে চট্টগ্রাম, ঢাকা ও চাঁদপুরের ব্যবসায়ীরা আনেন ইলিশ। চট্টগ্রাম এবং কক্সবাজারের ব্যবসায়ীরা আনেন সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে- চাপিলা, লইট্যা, সুরমা, কোরাল, টুনা, রূপচাঁদা ও অন্যান্য মাছ। সামুদ্রিক কাঁকড়াও বিক্রি হয় এখানে।
কুমিল্লা নগরীর বিভিন্ন উপজেলার ক্রেতারা মাছ কিনতে আসেন এখানে।
বাজারের ব্যবসায়ী ফানু বেপারি বলেন, ‘১২ বছর এখানে ব্যবসা করি। এটাই জীবন-জীবিকা। আমরা দাউদকান্দির বিভিন্ন ফিশারি, হ্যাচারি ও ব্যবসায়ীদের কাছ থেকে মাছ আনি। প্রতি বাজারে একটা পিকআপ আসে। ৩০ থেকে ৪০ মণ মাছ আনি। আবার সেগুলো ব্যবসায়ীরা নিয়ে বিক্রি করেন। বেশি আর তাজা মাছ হওয়ায় ব্যবসা ভালোই হয় এখানে। এখান থেকে মাছ ফিরে যায় না কারও।’
ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘এখানে ৩০০ দোকান। প্রতি দোকানে ২০ লাখ টাকার মাছ বিক্রি হয়। ছোট দোকানগুলোতেও সমান বিক্রি। আমি ২০ বছর মাছ বিক্রি করি। কখনও বাজার থেকে মাছ ফেরত বা পচে যায়নি। এই হাটে মানুষের ভিড়ে পা ফেলাও কঠিন হয়ে যায়।’
নাঙ্গলকোট থেকে আসা তাফাজ্জল হোসেন বলেন, ‘আমি প্রথম এসেছি। এত মাছের কথা শুনেছি আগে, কিন্তু এসে দেখে আমি অবাক। শুধু মাছ আর মাছ!’
মাছকাটায় ব্যস্ত রফিকুল ইসলাম বলেন, ‘প্রতি হাটে চার জন লোক খাটে আমার দোকানে। ৮ থেকে ১০ মণ মাছ কাটি। বেচাকেনা বেশি হলে কাটাও বেশি হয়। আমরাও ভালো চলতে পারি। এখানে সপ্তাহে দুই বাজার। আরও বাজার আছে। সেগুলোতেও যাই আমরা। প্রতি কেজি মাছ কাটতে প্রকারভেদে ১০ থেকে ৪০ টাকা করে নিই। অনেকে খুশি হয়ে আরও বেশি দিয়ে যান।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে বেলজিয়াম
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে সড়কের পাশে ফুটে থাকা বারলেরিয়া ক্রিস্টাটার। চিরহরিৎ এই গুল্মজাতের ফুল গোলাপি, বেগুনি বা সাদা রঙের হয়।
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাত জেলায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ -ঢাকায় তাপমাত্রা ১৩ ডিগ্রি
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতে কাবু উত্তরাঞ্চল, হাসপাতালে কয়েকগুণ বেশি রোগী
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি জাতীয় পার্টির
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-শিশুকন্যার মৃত্যু
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশেদকে অবাঞ্চিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিক্ষোভ
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত বরিশালের সবজি চাষিরা
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ হাজার টাকার চুক্তিতে আগুন দেওয়া হয় নির্বাচন অফিসে
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল
২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












