কপ-২৮: এবারের সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি কী?
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ সাবি’ ১৩৯১ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কপ-২৮ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নিজের অবস্থান ঘোষণা করেছে। বলা হয়েছে, শিল্পোন্নত দেশগুলো যাতে পানিবায়ুর ক্ষয়ক্ষতি তহবিলে অন্য কোনো খাত থেকে অর্থ এনে না দেয়। অর্থাৎ জিসিএফ ও অভিযোজন তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে নতুন তহবিলে বরাদ্দ না দেয়, এ ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করেছে বাংলাদেশ। একই সঙ্গে প্যারিস চুক্তি অনুযায়ী, বিশ্বের তাপমাত্রা এ শতাব্দীর মধ্যে যাতে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই লক্ষ্যে শিল্পোন্নত দেশগুলোতে কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানানো হয়।
এদিকে জিএসটিতে বলা হয়েছে, বিশ্বের তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে কার্বন নিঃসরণ না কমালে ২০২৫ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। ফলে এ শতাব্দীর মধ্যে যাতে তাপমাত্রা বৃদ্ধি না পায়, এ জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০৩৫ সালের মধ্যে তিনগুণ বাড়াতে হবে।
এ পুরো সম্মেলনেই আলোচনা হয়েছে- তেল, কয়লা এবং গ্যাস পোড়ানোর কারণে নিঃসরিত গ্রিনহাউজ গ্যাস কীভাবে কমিয়ে আনা যায়। কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, ঝুঁকির মুখে পড়ছে লাখ লাখ মানুষের জীবন। যার মধ্যে বাংলাদেশ অন্যতম।
এবারের সম্মেলনে প্রথম দিনেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষয়ক্ষতি বিষয়ক তহবিল ঘোষণা করে বিভিন্ন দেশ। কিন্তু প্রথম দিন যে পরিমাণ তহবিলের ঘোষণা এসেছে, তা শেষ পর্যন্ত খুব একটা আশার মুখ দেখেনি। তবে ক্ষয়ক্ষতির তহবিলের চেয়ে বাংলাদেশের মতো পানিবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো অভিযোজন তহবিলের বিষয়েই বেশি গুরুত্ব দিচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশের পানিবায়ু বিষয়ক দূত সাবের হোসেন চৌধুরী বলেন, তহবিল থেকে অর্থ সংগ্রহ করার বিষয়টি আমাদের কাছে মুখ্য। এ ক্ষেত্রে আমাদের সক্ষমতা কতটুকু সেটা ভাবতে হবে। শুধু তাই নয়, এ অর্থ সংগ্রহের পর আমি যাদের উদ্দেশ্যে আনছি, তাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, সেসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। এমনকি স্বচ্ছতার মাধ্যমে সঠিক উদ্দেশ্যে অগ্রসর হতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন যারা প্রকৃতপক্ষে ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের কাছে অর্থটা সঠিকভাবে পৌঁছানো।’
অভিযোজন তহবিল নিয়ে হতাশা প্রকাশ করে অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘পানিবায়ু তহবিল ঘোষণা হলেও অভিযোজন তহবিল বাস্তবায়নের দিকে নজর ছিল আমাদের। এবারের সম্মেলনে এ অভিযোজন তহবিল নিয়ে তেমন উল্লেখযোগ্য আলোচনা হয়নি। এমনকি যে সিদ্ধান্তের দিকে তাকিয়ে ছিলাম তা বাস্তবায়ন হয়নি। অভিযোজন তহবিলের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ ঘাটতি এখনো আছে। তবে এ সম্মেলনের সবচেয়ে বড় অর্জন পানিবায়ু ক্ষয়ক্ষতি তহবিল গঠন চূড়ান্ত হওয়া।’
উপকূল ভিত্তিক বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, অভিযোজন তহবিলে ১০০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। আমেরিকার মতো দেশ যারা ইসরায়েলকে সহায়তার জন্য পাঁচ বিলিয়ন ডলার দিলেও পানিবায়ু তহবিলে দেয়ার ঘোষণা দিয়েছে মাত্র ১৭.৫ মিলিয়ন ডলার। তাই সব মিলিয়ে বাংলাদেশ অ্যাডাপটেশন ফান্ডের ২০০ মিলিয়নের মতো অর্থ পেতে পারে, যা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা যেখানে ট্রিলিয়ন ডলার আশা করছিলাম, এমনকি তারা কমিটমেন্ট করেছিল প্রতিবছর ১০০ বিলিয়ন ডলারের, সেটা এখন মিলিয়নে নেমে এসেছে। সুতরাং অ্যাডাপটেশন ফান্ডেও আমরা খুব বেশি তহবিল আশা করতে পারছি না।’
রেজাউল করিম বলেন, ‘এসব তহবিলের অর্থ কতটা পাওয়া যাবে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অভিযোজন তহবিল এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ পাওয়াটা খুব কঠিন। বাংলাদেশের মাত্র দুটি প্রতিষ্ঠান এতে এখনো পর্যন্ত নথিবদ্ধ হয়েছে। একটি হচ্ছে পিকেএসএফ (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) এবং আরেকটি হচ্ছে ইডকল (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড)। তারাও সব মিলিয়ে প্রায় ১০-২০ মিলিয়নের মতো টাকা পেয়েছে। সুতরাং আমাদের নিজেদের পয়সা দিয়েই ডেল্টা প্ল্যান বলেন, ওউন প্রোটেকশন বলেন, আমাদেরকেই করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র রজবুল আছম্ম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া কোন অস্ত্র ত্যাগ নয়
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ জব্দ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমছেই
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসকানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত মিসাইল দিয়েই তাদের সামরিক যান ধ্বংস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












