কিচেন সিঙ্ক পরিষ্কার করবেন যেভাবে
এডমিন, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী

বেকিং সোডা ও সিরকা:
এক কাপ বেকিং সোডা ও সিরকা মিশিয়ে মিশ্রণটি ড্রেনে ঢেলে দিন। এ প্রক্রিয়া ড্রেনের দুর্গন্ধ থেকে মুক্তি দেবে ও পাইপে থাকা জঞ্জাল দূর হবে।
ফুটন্ত পানি ঢালুন:
ড্রেন ব্লক খুলতে পানি গরম করে ঢেলে দিন। মনে রাখবেন দুই ধাপে পানি ঢালবেন। একবার গরম পানি দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করুন। পাইপে জমে থাকা জঞ্জাল পানির সঙ্গে বের হয়ে যাবে।
সিঙ্কে জমিয়ে রাখবেন না থালা-বাসন। এতে কিচেনে দুর্গন্ধ হতে পারে, তাই খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার অভ্যাস করুন। একইসঙ্গে লিকুইড ওয়াশিং দিয়ে কাজ শেষে সিঙ্ক পরিষ্কার রাখুন। কিছু ন্যাপথলিন সিঙ্কের ড্রেনে দিয়ে রাখতে পারেন। এতে সুন্দর গন্ধ ছড়াবে। সিঙ্ক পরিষ্কার করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন এতে করে হাত ও হাতের নখের কোনো ক্ষতি হবে না।