ক্রমবর্ধমান মানবপাচার ঝুঁকির মধ্যেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী দেশগুলোর তালিকায় এখন শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই অন্তত ৯ হাজার ৭৩৫ জন বাংলাদেশি এই বিপজ্জনক রুট ধরে ইতালিতে পৌঁছেছেন।
এই যাত্রাপথে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের বড় একটি অংশ বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক হন। সেসব শিবিরে তাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়, অনেক ক্ষেত্রে জিম্মি করে পরিবার থেকে মুক্তিপণ আদায় করা হয়। কেউ কেউ প্রাণও হারান।
তবু ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে লিবিয়া হয়ে ইতালিগামী এই প্রবণতা থামছে না। গত এক দশকে এই রুট ধরে অন্তত ৭০ হাজার বাংলাদেশি ইউরোপে পৌঁছেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তথ্যমতে, এই বিপজ্জনক যাত্রায় অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। মাদারীপুর, শরীয়তপুর, সিলেট ও সুনামগঞ্জসহ অন্তত ১০ থেকে ১২টি জেলা থেকে ইউরোপে যাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে উঠছে।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক গ্রুপ ব্যবহার করে এই পথ আরও সহজ করে দেওয়া হচ্ছে পাচারকারীদের পক্ষ থেকে।
এই পাচারে যারা প্রতারিত হয়ে দেশে ফিরে আসেন, তারা মামলা করলেও মূল দালাল ও অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন বলছে, শুধু ২০২৪ সালেই মানবপাচার প্রতিরোধ আইনে নতুন করে ১ হাজার ৩৪টি মামলা হয়েছে। পুরোনো মামলাসহ বর্তমানে প্রায় ৪ হাজার ৫০০টি মামলা চলমান। এর মধ্যে প্রায় ৩ হাজার মামলা বিচারাধীন এবং ১ হাজারের বেশি মামলার তদন্ত এখনো শেষ হয়নি।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের দিক থেকে শীর্ষে রয়েছে। অনেকেই এই বিপজ্জনক যাত্রায় প্রাণ হারান। লিবিয়ায় অনেককে আটক করে নির্যাতন করা হয়। তাদের পরিবারকে মুক্তিপণ দিতে বাধ্য করা হয়। ’
তিনি আরও বলেন, ‘বিদেশে চাকরি বা শ্রম অভিবাসনের আড়ালে এই মানবপাচার ভয়াবহ আকার ধারণ করেছে। পাচারকারীরা এখন প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরতে পিছিয়ে রয়েছে। উপরন্তু, পাচার সংক্রান্ত মামলাগুলোর সঠিকভাবে বিচারও হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ’
ফ্রন্টেক্সের তথ্যমতে, লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে বাংলাদেশিরাই এখন শীর্ষে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরীয় রুট ধরে অন্তত ৯২ হাজার ৪২৭ জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। এই যাত্রায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
সাম্প্রতিক একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এ বছরের জানুয়ারিতে। সেসময় লিবিয়ায় কমপক্ষে ২৩ জন বাংলাদেশির পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়। তারা ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু নৌকাডুবিতে নিহত হন।
মানবপাচারের রুট হিসেবে নতুনভাবে ব্যবহার করা হচ্ছে আলজেরিয়া, মৌরিতানিয়া, তিউনিসিয়া, রাশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম ও সার্বিয়াকেও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বায়ুদূষণে পাকিস্তানের বছরে ক্ষতি ২২ বিলিয়ন ডলার
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর, সাবমেরিন তৈরীতে ঝুঁকছে তুরস্ক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে বড় ভূমিকম্প
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঝড়-বন্যা পরবর্তী চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা বিশ্বাসঘাতকতা করতে পারে -ফরাসি প্রেসিডেন্ট
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পেহেলগাম হামলার পর ভারতে মা থেকে বিচ্ছিন্ন বহু শিশু
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা: গাজায় নতুন গণকবরের সন্ধান
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ শতাধিক
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












