ক্রমশ পিছিয়ে পড়ছে জামাত
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজনীতির মাঠে জামাতের আচমকা উত্থান এবং প্রাথমিক জনসমর্থন যতটা দ্রুত অর্জিত হয়েছিল, তা আর থাকছে না। সাম্প্রতিক কর্মকা-, বিতর্কিত মন্তব্য এবং আক্রমণাত্মক প্রচারণার কারণে দলটি সেই অবস্থান থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষ করে দেশের একাধিক সংবাদমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে শিবিরের প্ররোচনা, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি, এক সময়ের রাজনৈতিক মিত্র বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বাগযুদ্ধ এবং নারীদের কর্মসংস্থান নিয়ে দলের আমিরের বক্তব্য সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামাত দীর্ঘ সময় ধরে ‘আন্ডারগ্রাউন্ড পলিটিক্স’-এ নিজেদের অত্যন্ত দক্ষভাবে টিকিয়ে রেখেছিল।
৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রধান প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের নেতারা যখন প্রকাশ্যে আসতে শুরু করেন, তখন তাদের ছদ্মবেশ দেখে অনেকেই হতবাক হন।
এদিকে জামাতের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিকে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণ ভোটারদের আবেগকে পুঁজি করা হচ্ছে বলে অভিযোগ আছে। সরেজমিনে জানা গেছে, গ্রামের সহজ-সরল মানুষদের কোরআন শরীফ ছুঁয়ে অথবা নিজের সন্তানদের মাথায় হাত রেখে শপথ করানো হচ্ছে, তারা যেন আগামী নির্বাচনে জামাতকে ভোট দেন।
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের এই প্রবণতা আরও প্রকট আকার ধারণ করেছে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে। সেখানে জামাতের সম্ভাব্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে- সে ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখাচ্ছে।
শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে দলটির কর্মীদের কেউ কেউ এমন কথাও ছড়াচ্ছে যে, জামাতকে ভোট দিলে ‘জান্নাতের টিকেট কনফার্ম’।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুজাহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘রাজনৈতিক দলে মতাদর্শ থাকবে, ইশতেহার থাকবে। কিন্তু পরকালের মুক্তির কথা বলে ইহকালের ভোট চাওয়ার সংস্কৃতি গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। এসব ঘটনা ভোটারদের স্বাধীন মতামতের ওপর মানসিক চাপ সৃষ্টি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করবে।
এদিকে হাদির মৃত্যুর খবরকে ইস্যু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) ও শিবির নেতা বিক্ষোভ সমাবেশে বলেন, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, প্রথম আলো, ডেইলি স্টারসহ এসব সুশীল সংবাদ পত্রিকাকে অবশ্যই বন্ধ করতে হবে। আমরা মনে করি, এই প্রোগ্রামে যদি প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কোনো সাংবাদিক আসেন, তাহলে এখনই এখান থেকে চলে যাবেন।
শিবির নেতা মোস্তাকুর এই বক্তব্য দেয়ার কিছু সময় আগে ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে একটি অংশ ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ে হামলা করে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।
বিশ্লেষকরা বলছেন, জামাত হয়তো ভেবেছিল আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা দ্রুত দেশের প্রধান নিয়ামক শক্তিতে পরিণত হবে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সহনশীলতা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপসহীন। ‘দুর্নীতিমুক্ত’ স্লোগান দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ‘কলঙ্ক’ মোচন করা এত সহজ নয় বলেও মনে করছেন সাধারণ মানুষ।
রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলছেন, শুরুতে প্রচারণায় এগিয়ে থাকলেও নিজেদের অপরিণামদর্শী সিদ্ধান্ত, উগ্র মতাদর্শের বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক শিষ্টাচার বর্জিত আচরণের কারণে জামাত এখন রাজনীতির মূল স্রোত থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশি বলে খুন: জুয়েলের জানাজায় শোক আর ক্ষোভের ছায়া
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এখনই টাকা পাচ্ছেন না একীভূত ব্যাংকের আমানতকারীরা
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লন্ডনে কর্মহীন ৪০ শতাংশ বাংলাদেশি ও পাকিস্তানি
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা-৩ আসনে ১০ জনের মনোনয়নপত্র সংগ্রহ
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছেলের অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মায়ের মৃত্যু
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্যান্সার ঝুঁকি কমাতে ই-সিগারেটসহ সব নতুন তামাক পণ্য নিষিদ্ধের সিদ্ধান্ত
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রোববার কমিশনে উঠছে তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফ্যাসিবাদী শক্তি’ নির্বাচনে বাধা দেয়ার চেষ্টা করতে পারে’
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বছরের শুরুতে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম ব্যবহার
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












