খালিস্তান আন্দোলন ঘিরে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে
এডমিন, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ রবি’ ১৩৯১ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর

খালিস্তানি তৎপরতাকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্কের আরও অবনতি হলো। চলতি বছরের জুনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকা-ে ভারত জড়িত, এমন অভিযোগ এনে সে দেশের এক কূটনীতিককে কানাডা গত সোমবার বহিষ্কার করেছে। পাল্টা ভারতও গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বহিষ্কার করেছে দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে। পাল্টাপাল্টি এই ব্যবস্থার ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কবে ও কীভাবে তা স্বাভাবিক হবে, এখনই বলা কঠিন।
হরদীপ সিং নিজ্জর কানাডায় বসবাসকারী শিখ নেতা। গত জুনে সে ভ্যাঙ্কুভারে এক গুরুদ্বারের কাছে আততায়ীর গুলিতে নিহত হয়। সে ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে সে দেশে গিয়েছিলো ১৯৭৭ সালে। ভারতের অভিযোগ, হরদীপ সিং ছিলো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তানি টাইগার ফোর্স’ ও ভারতে নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’-এর কানাডা শাখার নেতা। ভারতের চোখে সে অপরাধী ও ‘ফেরার’। তাকে দেশে ফেরত আনতে আগ্রহী ছিল ভারত।