খুনোখুনি অস্ত্র গুলি আগুন রাজধানীতে অস্থিরতা
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গত তিন দিনে রাজধানীর কাকরাইলে চার্চসহ অন্তত সাতটি স্থানে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়ে। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে এসে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভয় দেখানোর জন্যই এই ককটেল ছোড়া হয়েছে। আলামত ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীসহ সারাদেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে সাইবার ইউনিটও সক্রিয় থাকবে, যাতে সামাজিক মাধ্যমে গুজব বা উসকানিমূলক পোস্ট শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। রাজনৈতিক নেতাকর্মীদের চলাচল, যোগাযোগ ও সামাজিক মাধ্যমে প্রচারিত বার্তাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, পতিত আওয়ামী লীগ নানাভাবে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চালানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সামাজিক মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচির নামে গুজব ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতা দেখে জেলা পর্যায় থেকে নেতাকর্মীরা যাতে ঢাকায় আসতে না পারে, এ ব্যাপারে প্রতিটি জেলার পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিদের আটক করা হবে। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বেআইনি কর্মকা- চালানোর উদ্দেশ্যে ঢাকায় এসে অবস্থান নিতে পারে। এটা ঠেকাতে বিভিন্ন মেস, হোস্টেল ও আবাসিক হোটেলে অভিযান চালানো হবে। নজরদারি থাকবে ঝটিকা মিছিলের দিকেও।
পুলিশ কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ব্যাপক হামলা, অনাস্থা আর আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য পুলিশ চ্যালেঞ্জের মুখে পড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো জোরালো ভূমিকা রাখতে পারছে না বলেই অপরাধী চক্রগুলো সুযোগ নিচ্ছে। আবার নতুন করে বিরূপ পরিস্থিতিতে পড়ার ভয়েও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে গড়িমসি করছেন অনেক পুলিশ সদস্য। এসব কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে জনমনে উদ্বেগ তৈরি করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচনের আগেই প্রাণঘাতী অস্ত্র রাইফেল, মর্টার শেল, পিস্তল, গুলি ও ভয়ংকর বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে সীমান্তপথে দেশে আসছে। পাচার করে আনা কিছু অস্ত্র জব্দ হলেও এর কয়েক গুণ বেশি ঢুকে যাচ্ছে দেশের অভ্যন্তরে। কক্সবাজার, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও কুমিল্লা সীমান্তে বিজিবি সম্প্রতি বেশ কয়েকটি অস্ত্রের চালান আটক করেছে। সীমান্তপথে অস্ত্র ঢুকে রাজধানী ও বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ছে রাজনৈতিক ও অপরাধচক্রের হাতে।
পুলিশ সদর দপ্তর জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৫ হাজার ৭৫৬টি অস্ত্র লুট হয়েছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৪১৩টি। এখনও বাকি আছে ১ হাজার ৩৪৩টি অস্ত্র। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেছেন, পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে ৭৫ শতাংশের বেশি উদ্ধার হয়েছে। বাকি অস্ত্রগুলো উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে। অপরাধ সংঘটনের পর জব্দ করা অস্ত্রের ব্যারেল ও সিরিয়াল নম্বর মিলিয়ে দেখা গেছে, বেশ কিছু অস্ত্র পুলিশ ও অন্যান্য বাহিনীর জব্দ তালিকা থেকে হারিয়ে গিয়েছিল।
পুলিশ কর্মকর্তারা বলছেন, লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ জেল পলাতক আসামি, দাগি সন্ত্রাসী, উগ্রপন্থি, চরমপন্থি, কিশোর গ্যাংয়ের হাতে চলে যাওয়ার আগামীর নির্বাচনে বিষয়টি ভয় ও আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চতুর্থ মাসের মতো পতনের ধারায় রপ্তানি খাত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘কর সন্ত্রাস থেকে মুক্তি চাই’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, আক্রান্ত ২ লাখ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে তাপমাত্রা ১১, আসছে শৈত্যপ্রবাহ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যুবককে 'বাংলাদেশি' বলে মারধর, হিন্দুত্ববাদী সেøাগান বলানোর অভিযোগ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনার মামলা না লড়ার ঘোষণা, পান্নাকে ট্রাইব্যুনালে তলব
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল আমদানি ও হ্যান্ডসেট বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বার্তা প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রশাসনের বড় অংশ জামাতের দখলে’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












