গাজাকে বিভক্ত করতে দখলদার ইসরায়েলের নতুন পরিকল্পনা ‘মোরাগ অ্যাক্সিস’
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সন্ত্রাসী ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু গত ২ এপ্রিল গাজার একটি অংশ দখলের ঘোষণা দেয়। দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার ওই অংশকে সে মোরাগ অ্যাক্সিস বলে অভিহিত করে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
গাজা উপত্যকায় পূর্ব থেকে পশ্চিম দিক বিস্তৃত ভূখ-টি খান ইউনিস এবং রাফাহর মধ্যে অবস্থিত। কথিত এই মোরাগ অ্যাক্সিস মূলত কৃষিজমির সমন্বয়ে গঠিত।
এই ভূখ-ের কিছু অংশ আবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনী মানবিক অঞ্চল বলে ঘোষণা করেছিল। তখন এক ঘোষণায়, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এই অংশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিল তারা।
অবশ্য নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণার আগে এই অংশকে অ্যাক্সিস বা করিডোর হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা হয়নি।
মোরাগ নামটির প্রেক্ষাপটও জানিয়ে রাখা ভালো। ১৯৭২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওই অঞ্চলে একটি ইসরায়েলি বসতি অবৈধভাবে গড়ে উঠেছিল। সেই বসতির নাম ছিল মোরাগ।
মাস দুই স্থিতিশীলতার পর গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় ব্যাপক গণহত্যা শুরু করে সন্ত্রাসী ইসরায়েলি স্থল ও বিমানবাহিনী। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা শহরে বিগত কয়েক দিনের হামলায় প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের লক্ষ্য হচ্ছে রাফাহ শহরকে ঘিরে ফেলা।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে মার্কিন ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে, তার অংশ হিসেবেই খান ইউনিস ও রাফাহকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে সেনাবাহিনী।
এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছে, মোরাগ অ্যাক্সিস দখলের ঘোষণায় তারা অবাক হয়েছিলো। কারণ রাফা ও খান ইউনিসকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা অনুমোদিত হয়নি। ফলে এমন ঘোষণা বরং তাদের সেনাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
মোরাগ অ্যাক্সিসের দখল নেওয়ার বিষয়ে নেতানিয়াহু বলছে, তাদের উদ্দেশ্য হলো রাফা ও খান ইউনিসকে বিচ্ছিন্ন করে গাজার ওপর চাপ সৃষ্টি করা। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এই চাপের মাত্রা বৃদ্ধি অব্যাহত রাখা হবে।
এর আগে, গাজার উত্তরাঞ্চলের ওপর চাপ বৃদ্ধি করে সেখানে আধিপত্য বিস্তারের জন্য প্রায় একই প্রচেষ্টা নিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেখানেও পূর্ব-পশ্চিমে বিস্তৃত করিডোরের দখল নেওয়ার চেষ্টা করা হয়।
যুদ্ধের শুরুতেই বহুল আলোচিত নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসরায়েলি দখলদার বাহিনী। গাজা সিটি ও কেন্দ্রীয় গাজার মধ্যে এই করিডোরের অবস্থান। উদ্দেশ্য ছিল উপত্যকার উত্তর ও দক্ষিণে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় সংযম দেখানোর আহ্বান যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজের স্বাক্ষরে রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছে ট্রাম্প!
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারত কোন ভয়ে শত শত কামিকাজি ড্রোন কিনছে, উদ্দেশ্য কি?
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি, স্থিতিশীলতা ফেরাতে নতুন শাসন কাঠামো
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদের পেছনের ভুয়া কোম্পানি
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাজ্যে বেড়েছে খাদ্যের দাম, মূল্যস্ফীতি ফের ৪০ বছরে সর্বোচ্চ
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরাইল ভেঙে পড়ছে’
২২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিরিয়ায় বড় ধরনের হামলা যুক্তরাষ্ট্রের
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে বিরল তুষারপাত
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশে চলমান সহিংসতায় অ্যামনেস্টির উদ্বেগ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে আইএস-কে’র শীর্ষ নেতা গ্রেফতার
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে ভারতের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে -জাতিসংঘ বিশেষজ্ঞ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












