গাজীপুরে মাসে শতকোটি টাকার মাদক কারবার
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজধানী ঢাকার কাছের শিল্পনগরী গাজীপুরে মাদকের কারবার জমজমাট। জেলার দুই শতাধিক স্থানে রয়েছে মাদকের হাট।
সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুরে মাদক কারবারের রাজধানী হচ্ছে টঙ্গী। টঙ্গীর বিভিন্ন বস্তি ঘিরে গড়ে উঠেছে প্রধান মাদকের হাট। এর মধ্যে রয়েছে এরশাদনগর বস্তি, মাজার বস্তি, ব্যাংকের মাঠ বস্তি, কেরানীর টেক বস্তি। টঙ্গীতে অধিকাংশ মাদক কারবার নিয়ন্ত্রণ করে নারী কারবারিরা।
স্থানীয় সূত্র জানায়, তাদের সবাই কোটিপতি। এদের মধ্যে মোমেলা মাদক বিক্রির অর্থে টঙ্গীতে কিনেছে তিনটি বাড়ি। খোঁজ নিয়ে জানা গেছে, ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কুদ্দুস খলিফা রোডে ‘জাহিদ হাসান ভিলা’ নামে বহুতল বাড়ি রয়েছে তার। একই ওয়ার্ডের সিলমুন পূর্বপাড়া যুগীবাড়ি সড়কে মাতৃকোল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তা স্বপন মাস্টারের কাছ থেকে অর্ধকোটি টাকায় কেনে আরো একটি বাড়ি। পুবাইলের করমতলা পূর্বপাড়া আবাসিক এলাকায় পৌঁনে চার কাঠা জমিতে আরো একটি আধাপাকা বাড়ি রয়েছে তার। এ ছাড়া ব্যাংক মাঠ বস্তিতে রয়েছে একাধিক আধাপাকা ঘর।
জানা গেছে, মোমেলা তার স্বামী জাহাঙ্গীর আলমকে কিনে দিয়েছে চারটি মিনি ট্রাক ও অটোরিকশা। মোমেলা মেয়ের জামাই পুলিশের কথিত সোর্স হৃদয়কে কিনে দিয়েছে ২০ লাখ টাকা দামের প্রাইভেট কার। এ ছাড়া টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় মোমেলা মাদক কারবারের টাকায় নামে-বেনামে সম্পদ কিনেছে।
পুলিশ জানায়, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত মোমেলার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় ১৭টি মাদক মামলা দায়ের করা হয়। এ ছাড়া মাদক কারবারি ময়না বেগমের হয়ে ব্যবসা করে তার ভাই একাধিক মাদক মামলার আসামি শফিকুল ইসলাম, তার মেয়ে ছয় মাদক মামলার আসামি নার্গিস আক্তার, একাধিক মাদক মামলার আসামি ছেলে তাজুল ইসলাম তাজু। ময়না ও তাজুল মাদকের টাকায় আত্মীয়স্বজন ও শ্বশুরবাড়ির লোকজনের নামে গাজীপুর ও মাদারীপুরে গড়েছে বাড়ি, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ।
আরেক মাদক কারবারী রানী বেগম ও তার ছেলে রাব্বানি ছাড়াও কারবারি রিপন মিয়া, টুক্কু, রতœা, আমির কানা ও মৃদুলসহ শতাধিক কারবারি টঙ্গীর মাদকের হাট নিয়ন্ত্রণ করছে। গাজীপুর সদর থানায় সবচেয়ে বড় মাদকের হাট ২৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরায়। সেখানে দেড় দশক আগে শূন্য হাতে ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টারসংলগ্ন চাঁনপাড়া বস্তি থেকে এসে ঘাঁটি গেড়েছিল তাহমিনা। পরে হয়ে ওঠে মাদক কারবারী। তার স্বামী জুলহাস। তাহমিনা গাজীপুর মহানগরের বড় হেরোইন ও ইয়াবার ডিলার। তার তিন মেয়ে ও এক ছেলেও মাদক কারবারে জড়িত। মাদকের টাকায় তারা এলাকায় গড়েছে চারতলা বাড়ি। তাহমিনার বিরুদ্ধে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা রাখার অভিযোগে সাতটি মামলা রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার করা হলেও বহু কারবারি জামিনে বের হয়ে আবার এ কারবারে যুক্ত হচ্ছে। যেমন- গত ৯ মার্চ টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ মিনারা আক্তার, রুনা আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে। গত ১৪ এপ্রিল কালীগঞ্জ থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ রায়হান মিয়া ও হানিফ মিয়া এবং ১৬ এপ্রিল তিন হাজার ৮০০ ইয়াবাসহ কালিয়াকৈর থেকে মোসলিম ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারের ১৪ দিন পর মোসলিম ভূইয়া, ১৩ দিন পর রায়হান মিয়া, হানিফ মিয়া, মিনারা আক্তার ও ১৮ দিনের মাথায় রুনা আক্তার উচ্চ আদালত থেকে জামিনে বের হয়। এভাবে গ্রেপ্তারের কিছুদিনের মধ্যে উচ্চ আদালত থেকে বহু মাদক কারবারি জামিনে মুক্ত হয়ে আবার একই ব্যবসায় জড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাথরবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়লো ব্রিজ, দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি’
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর রক্ষার আন্দোলন থেকে সরানো যাবে না
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত, আহত ৫
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘তারেক রহমান ৫ আগস্টের পর দেশে এলে অনেক কিছুই ঘটত না’
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না, এ প্রশ্ন অবান্তর’
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা’
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘হত্যাযজ্ঞে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে’
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ -সালাউদ্দিন
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












