গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে উদ্বেগ
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, গোল্ডেন রাইস’ নামে ধানের নতুন জাত এবং ‘বিটি বেগুন’ চাষাবাদের অনুমোদনের জন্য ফের তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। বাংলাদেশের কৃষিতে জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম (জিএমও) ব্যবহারের যে উদ্যোগ শুরু হয়েছে এবং বিজ্ঞানের নামে বহুজাতিক কোম্পানিগুলো যেভাবে আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে তা বেশ উদ্বেগজনক। কৃষকের বা দেশের কোনও স্বার্থে নয়, এ সব ফসলের উদ্ভব হয়েছে বাণিজ্যের জন্য।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জিএম শস্য গোল্ডেন রাইস এবং বিটি বেগুন: বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশ্নের নিরসন জরুরি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন।
মতবিনিময় সভায় বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. এম এ সোবহান বলেন, ‘ভুট্টা থেকে জিন নিয়ে ধানে ইনসার্ট করে গোল্ডেন রাইস করা হয়েছে। বলা হচ্ছে ভুট্টায় ভিটামিন ‘এ’ আছে, এখন থেকে ধানেও ভিটামিন ‘এ’ পাওয়া যাবে। তাহলে ভুট্টা কেন খাবো না আমি? ভুট্টা খেলেই তো সমাধান হয়ে যায়। ভুট্টার ফলন ধানের থেকে বেশি। গোল্ডেন রাইস কিন্তু আমার, আপনার, কৃষকের বা দেশের জন্য করা হয়নি, এটা শুধু বাণিজ্যের জন্যই করা হয়েছে।’
উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, ‘দেশের দুটি প্রধান ফসলের ওপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা, এর স্বত্ব বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া, পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও কৃষক পর্যায়ে চাষের অনুমোদনের যে প্রক্রিয়া শুরু হয়েছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরকারকে আমাদের উদ্বেগ জানাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘জিএমও ফসল হিসেবে গোল্ডেন রাইসের স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত ঝুঁকি, কার্যকারিতা এবং এই ধানের আদৌ কোনও প্রয়োজনীয়তা আছে কিনা এ সব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। আমরা পরিবেশ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি, তারা সময় নিয়ে এর নিরাপত্তার দিক বিবেচনা করছে এবং এখনও অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু কোম্পানি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে তাড়া দেওয়া হচ্ছে। তারা সরাসরি সরকারের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে।’
ফরিদা আখতার বলেন, ‘ব্যাসিলাস থুরিনজেনসিস (বিটি) ব্যাকটেরিয়া থেকে ক্রিসটাল জিন বেগুনে সংযোজন করা হয়েছে। উদ্দেশ্য বেগুনের ফল ও কা- ছিদ্রকারী পোকা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভারতের মহারাষ্ট্র হাইব্রিড বীজ কোম্পানি মাহিকো বহুজাতিক বীজ কোম্পানি মনসান্টোর সহায়তায় বেগুনের জিন বিকৃতির এ কাজটি সম্পন্ন করে ২০০৫ সালে। বিটি বেগুন গবেষণা একইসঙ্গে ভারত ও ফিলিপাইনে করা হলেও এ সব দেশে কোন ছাড়পত্র দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘জিএমও নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরির সম্ভাবনা তৈরি করছে, যা কৃষক ও ভোক্তা উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। আশা করছি, পরিবেশ মন্ত্রণালয়ের জাতীয় বায়োসেফটি কমিটি এ সব বিষয় ভালভাবে পরখ করবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সব সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়গুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কীভাবে এখনো বহাল আছে আইজিপি?
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ!
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসিনা প্রসঙ্গে জয়শঙ্কর: ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












