বিপর্যস্ত ভোলায় ১০০ কোটির বেশি ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড়ে খুলনায় মৎস্য খাতে ক্ষতি আড়াইশ’ কোটি টাকা
পানির তীব্র সংকট, রান্না করতে পারছেন না বরিশাল নগরবাসী
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৯ মে, ২০২৪ খ্রি:, ১৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ঘূর্ণিঝড়ে উপকূলীয় প্রায় ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হলেও কিছু কিছু এলাকার ক্ষয়ক্ষতি অনেক বেশি।
খুলনার উপকূলীয় এলাকায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে গেছে ৩ হাজার ৬০০ পুকুর ও ৯ হাজার ১১৫ ঘেরের মাছ, চিংড়ি, কাঁকড়া ও পোনা। এতে সংশ্লিষ্টদের ক্ষতি হয়েছে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার।
খুলনা জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ঝড়ের তা-বে জেলায় বিভিন্ন উপজেলার ৩৫৫.৩০ হেক্টর জমির ৩ হাজার ৬০০টি পুকুর ও ১০ হাজার ২২৩.৭৫ হেক্টর জমির ৯ হাজার ১১৫টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ২৪৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দেশের উপকূলীয় জেলা ভোলা। জেলার সাত উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙেছে শহর রক্ষা বাঁধ। তলিয়ে গেছে ফসলের মাঠ। ভেসে গেছে পুকুরের মাছ ও গবাদিপশু। তলিয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান। পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। উপড়ে পড়েছে কয়েক হাজার গাছপালা। ঘর চাপায় ও গাছের আঘাতে নারী-শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে দুই লাখ মানুষের। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলো।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যমতে, রিমালের তা-বে জেলার মেঘনা নদী তীরবর্তী অন্তত ২০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মনপুরার তিন ইউনিয়নের ৯টি পয়েন্টে বাঁধ ভেঙে লোকালয়ে ও ঘরবাড়িতে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে অধিকাংশ গ্রাম। ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাসান ওয়ারিসুল কবীর বলেন, ‘রিমালের তা-বে পাঁচ হাজার হেক্টর আউশ ধান এবং ১০ হাজার ৭৯১ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পানিতে পচে যাবে। টাকার অংকে ক্ষতির পরিমাণ ৪৮ কোটি ৫২ লাখ টাকা।’
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছে, জেলার ৯ হাজার ৯২৮টি পুকুর এবং এক হাজার ৪৩৯ ঘেরের ৭৫৬ মেট্রিক টন মাছ ভেসে গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খাঁন বলেন, জেলায় ১৭৬ গরু, ২৬৯ মহিষ, ১৪৫ ছাগল, ২১৮ ভেড়া ভেসে মারা গেছে। এছাড়া ৯ হাজার ৬১৪টি মুরগি এবং পাঁচ হাজার ১৬০টি হাঁস মারা গেছে। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সাত কোটি টাকার বেশি। আরও বাড়তেও পারে।’
এদিকে টানা বিদ্যুৎবিহীন থাকায় বরিশাল নগরীতে গৃহস্থালির কাজে ব্যবহারের পানির চরম সংকট দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। পানির অভাবে বন্ধ রয়েছে নগরীর বেশির ভাগ হোটেল-রেস্টুরেন্ট। এ জন্য কিনেও খাবার খেতে পারছেন না নগরবাসী।
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, অর্ধ শতাধিক টিম নগরীতে বিদ্যুৎ সচলের জন্য কাজ করছে। গতরাতে সহজ কাজগুলো শেষ করা হয়েছে, আজ সকাল থেকে কঠিন কাজগুলো শেষ করে বিদ্যুৎ সচল করা হবে।
হোটেল ব্যবসায়ী সবুজ মিয়া জানান, বিদ্যুৎ না থাকায় পানি বা পানির ব্যবস্থা করতে পারেননি হোটেলে। এ কারণে তার হোটেলে রান্নাবান্না হয়নি। আজও বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে রান্না করেছেন অনেক কষ্ট করে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। রান্না থেকে শুরু করে টয়লেটে ব্যবহারের জন্যও বোতলজাত পানি কিনতে হচ্ছে তাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস
০৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস
০৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ‘রোভাস্টা জাতের’ কফি চাষে নতুন সম্ভাবনা
০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮ বছরে ১২২ কোটি কিমি পথ পাড়ি দিয়েছে উবার চালকরা
০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৫ হাজার টন ডাল-চিনি কিনছে সরকার
০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতীয়দের বাধায় ৩ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ!
০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা!
০৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু
০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২১২৪ মাসে উন্নয়ন ব্যয় কমেছে ১০ হাজার কোটি টাকা
০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
“উগ্রহিন্দুদের ৮ দফা দাবীর মধ্যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানানোর পরিকল্পনা লুকিয়ে আছে”
০২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের উপর চালানো এম্বুশ হামলার তথ্য প্রকাশ করেছেন মুজাহিদগণ
০২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয় -পররাষ্ট্র উপদেষ্টা
০২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)