চাপাতি ‘ভাড়া’ থেকে জামিন, সবই মেলে ‘ছিনতাই প্যাকেজে’চাপাতি ‘ভাড়া’ থেকে জামিন, সবই মেলে ‘ছিনতাই প্যাকেজে’
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সম্প্রতি রাজধানীর শ্যামলীর একটি ছিনতাই আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে। চাপাতি ধরে ওই ব্যক্তির কাছ থেকে ব্যাগ-মোবাইলের পাশাপাশি খুলে নেওয়া হয় গেঞ্জি ও জুতাও! এ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটনে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য।
তদন্ত কর্মকর্তারা বলছেন, ছিনতাই চক্রটি চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় মাঠপর্যায়ে ছিনতাইকারীদের। প্রতিদিন ঢাকার একাধিক এলাকায় চাপাতি আর মোটরসাইকেল ভাড়া নিয়ে ছিনতাই কার্যক্রম চালায় চক্রটি। চাপাতি-মোটরসাইকেলের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হয় না তাদের, ছিনতাই শেষে মালামাল বিক্রির পর ভাড়া দিতে হয়। এমনকি ছিনতাইয়ের মালামাল বিক্রিও করতে হয় ছিনতাই চক্রের মূলহোতাদের কাছে। সব মিলিয়ে দেওয়া প্যাকেজ।
যদি কোনো ছিনতাইকারী গ্রেফতারও হয় তখন দাদন (ব্যবসার জন্য অগ্রিম টাকা ধার, সাধারণত সুদসহ টাকা ধার দেওয়ার জন্য বেশি পরিচিত) দেয় চক্রটি। যাতে ছিনতাইকারী আসামি আদালত থেকে জামিনে বেরিয়ে আসতে পারেন। এতকাল জেলেসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে দাদন শব্দটি পরিচিত থাকলেও ছিনতাইকারী ছাড়াতেও দাদন দেওয়ার বিষয়টি অভিনব। এবং এই দাদন নিয়েই জামিনে বেরিয়ে এসে যেন পুনর্জন্ম হয় চক্রের সদস্যদের। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়।
ডিবি সূত্র বলছে, এমন দুর্র্ধষ ছিনতাইকারী চক্র এই প্রথম চিহ্নিত হয়েছে। যারা ছিনতাইয়ের জন্য চাপাতি আর মোটরসাইকেল ভাড়া দেয়।
গত ১১ জুলাই শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক ব্যক্তি রাজধানীর শ্যামলীতে সর্বস্ব ছিনতাইয়ের শিকার হন। এই ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে গোয়েন্দা পুলিশ এমন চাঞ্চল্যকর তথ্য পায়।
চাপাতি-মোটরসাইকেলের ভাড়া পরিশোধ হয় ছিনতাইয়ের পর:
চাপাতি ও মোটরসাইকেলের ভাড়া পূর্বনির্ধারিত নয়। ছিনতাই করার পর মালামাল কেমন পেয়েছে তার ওপর নির্ধারণ করে ভাড়া পরিশোধ করা লাগে। ছিনতাইয়ের জন্য চাপাতি ভাড়া নিলেও সারারাত ছিনতাইকারীরা যে ছিনতাই করবে সেগুলোর মালামাল জহিরের কাছে বিক্রি করা বাধ্যতামূলক। অন্য কোথাও ছিনতাইয়ের মালামাল বিক্রি করতে পারে না চক্রের সদস্যরা। সেখান থেকে ভাগ-বাটোয়ারা হয়। প্রতিদিনই রাজধানীর কোনো না কোনো জায়গায় চাপাতি-মোটরসাইকেল ভাড়া দিয়ে ছিনতাই করাতো চক্রটি।
গ্রেফতার হলে টাকা-পয়সা দিয়ে সহায়তা করে চক্র:
ছিনতাই করতে গিয়ে যদি কোনো ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যায় সেখানে যাবতীয় খরচ বহন করে চক্রটি। টাকা দেওয়ার কাজে কবির সরাসরি জড়িত ছিল। জামিন পেতে যে খরচ হয় সেই টাকা বিনামূল্যে দেওয়া হয় না। দাদন হিসেবে অগ্রিম টাকা দেওয়া হয়। জামিন পেয়ে বেরিয়ে ছিনতাই করে সেই দাদনের টাকাও পরিশোধ করতে হয় চক্রের সদস্যদের।
এ বিষয়ে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাকিব খান বলেন, দুর্র্ধষ এ ছিনতাই চক্রের রহস্য উন্মোচনে ডিবির বেশ বেগ পেতে হয়েছে। এমন ছিনতাই চক্র ঢাকায় প্রথম। যারা অগ্রিম চাপাতি আর মোটরসাইকেল ভাড়া দিয়ে ছিনতাই করায়। ছিনতাই শেষে মালামাল আবার চক্রের মূলহোতাদের কাছেই বিক্রি করতে হয়। এছাড়া কোনো সদস্য গ্রেফতার হয়ে কারাগারে গেলে জামিনের বিষয়েও টাকা-পয়সা অগ্রিম দেয় চক্রটি। এজন্য এ চক্রে অনেক সদস্য রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে তিন মাসে ১৩ খুন, ৩৭ সম্ভ্রমহরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের গুজরাটে দেহব্যবসা চক্রের হাত থেকে ১২ বাংলাদেশি নারী উদ্ধার
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচারকদের নিয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের পথসভায় পুলিশ কর্মকর্তার সংগীত!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপিদের সব কাজের এখতিয়ার দিলে সেখানে অনিময় হবেই
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কি না তথ্য নেই -ডিএমপি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












