জানুয়ারিতে ১৩০ কোটি টাকার মাদক, চোরাই পণ্য ও অস্ত্র জব্দ
এডমিন, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানুয়ারি মাস জুড়ে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার মাদকদ্রব্য চোরাচালান পণ্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) বিজিবির সদর দপ্তর থেকে এ জানানো হয়েছে।
জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে আছে, ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, ইস্কাফ সিরাপ, এমকেডিল ও কফিডিল, বিভিন্ন প্রকার ওষুধ, অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান পণ্যের মধ্যে আছে, স্বর্ণ, রূপা, কসমেটিক্স সামগ্রী, ইমিটেশন গহনা, শাড়ি, থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, তৈরি পোশাক, কাঠ, চা পাতা, কয়লা, শুটকি, কারেন্ট জাল, কীটনাশক, ট্রাক ও কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক এবং মোটরসাইকেল।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে আছে, ২টি পিস্তল, ২২টি বিভিন্ন প্রকার বন্দু, ২টি ম্যাগজিন, ১টি মর্টার শেল, ১টি ৬০ মিলিমিটার মর্টারের গোলা এবং ১৩০ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ও অন্যান্য পণ্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫২ জন বাংলাদেশি ও ৭ জন ভারতীয়কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।