জুলাই-সেপ্টেম্বর: ৮ বছরের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর

নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার ছিল নিম্নমুখী। যা লকডাউনে এডিপি বাস্তবায়নের হারের চেয়ে কম। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ৭.৫০ শতাংশ। যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৭ শতাংশ। সোমবার (২৩ অক্টোবর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
আইএমইডির তথ্যমতে, চলতি (২০২৩-২৪) অর্থবছরে এডিপি বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা । এর মধ্যে সরকারের ৫৮টি বিভাগ ও মন্ত্রণালয়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে অর্থ খরচ করেছে ২০ হাজার ৬০৯ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের বিপরীতে তিন মাসে প্রকল্প বাস্তবায়নের হার ৭.৫ শতাংশ। আগের বছর একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮.৫৫ শতাংশ।
তথ্য বিশ্লেষণে করে দেখা যায়, এ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অর্থায়ন থেকে খরচ হয়েছে ১২ হাজার ৫৩৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৭.৪২ শতাংশ। এটি গত ৫ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। আর বিদেশী অর্থায়নের ব্যয়ও কমে এসেছে। একই সময়ে বিদেশী ঋণ থেকে ব্যয় হয়েছে মোট বরাদ্দের ৭.৯৮ শতাংশ অর্থ। গত বছর এ হার ছিল ৮.৫৪ শতাংশ।
এদিকে গত কয়েক বছরে একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) এডিপি বাস্তবায়নের হার ছিল সর্বোচ্চ ১০.২১ শতাংশ। এছাড়া বাকি বছরগুলোতে গড়ে ৮ শতাংশের ওপরই ছিল। এমনকি করোনার সময়ও এ হার ছিল ৮.০৬ শতাংশ ও ৮.২৬ শতাংশ। তবে এবার তা ৮ এর নিচে নেমে এসেছে।
চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬ মন্ত্রণালয় ও বিভাগের ৫৩টি প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন রয়েছে ১ শতাংশেরও নিচে। এর মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি প্রকল্পের বিপরীতে এডিপি বাস্তবায়ন মাত্র শূন্য.শূন্য ৭ শতাংশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬টি প্রকল্পের শূন্য.শূন্য ৫ শতাংশ, ভূমি মন্ত্রণালয়ের ৬ প্রকল্পের শূন্য.৭৮ শতাংশ। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৬ প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ প্রকল্প ও সরকারি কর্ম কমিশনের ১টি প্রকল্পে এক টাকাও খরচ হয়নি।
আর সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। তাদের এডিপি বাস্তবায়ন হার মাত্র ১.৬৯ শতাংশ। ৩.৮৮ শতাংশ অর্থ ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ৪.৪৫ শতাংশ ব্যয় করে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। এদের মধ্যে সবচেয়ে বেশি ১৬.১৫ শতাংশ অর্থ ব্যয় করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। দ্বিতীয় রেল এবং তৃতীয় অবস্থানে রয়েছে কৃষি মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতিসংঘের প্রতিবেদন ট্রাইব্যুনালে অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে -চিফ প্রসিকিউটর
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বিএনপি ক্ষমতায় যাবে, এটা অনেকে সহ্য করতে পারছে না’
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির উদারতায় রাজনীতির সুযোগ পেয়েছে জামাত, তারা করে মুনাফেকি -রিজভী
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্ট: সরকারের সামনে যত চ্যালেঞ্জ
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তেঁতুলিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে টিউলিপ, দেখতে পর্যটকদের ভিড়
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গোলাপি বাসের শুরুতেই হোঁচট
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাহাড়িয়া দ্বীপে আঙুর চাষ
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারককে ঢাকা আইনজীবী সমিতির চিঠি
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফারাক্কার প্রভাবে জৌলুস হারিয়ে অচেনা রূপে পদ্মা
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি
১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)