টানা কারফিউতে ব্যবসা-বাণিজ্যে ‘অপূরণীয় ক্ষতি’
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
টানা কারফিউতে ব্যবসা-বাণিজ্যে ‘অপূরণীয় ক্ষতি’
নিজস্ব প্রতিবেদক:
কোটা আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতির টানা কারফিউতে দেশের ব্যবসা-বাণিজ্যে পুরোপুরি অচলাবস্থা সৃষ্টি হয়। এ সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠান সারাদেশে ঠিকমতো পণ্য সরবরাহ করতে পারেনি। আমদানি-রপ্তানিসহ ব্যবসা-বাণিজ্য এবং বেশিরভাগ সেবা-পরিষেবা স্থবির হয়ে পড়ে। ক্ষুদ্র ব্যবসাও অচলাবস্থার কবলে পড়ে। তাদেরও ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ে ব্যবসা-বাণিজ্য কদিন বন্ধ থাকলে ব্যবস্থা নেওয়া যায়। তবে হঠাৎ সব অচল হয়ে যাওয়ায় আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। ইন্টারনেট-ব্যাংক বন্ধ থাকায় পাঁচদিন লেনদেন ছিল শূন্যের কোটায়। বিক্রি না হওয়ায় মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি কাঁচামাল পচে যাওয়া ও খাদ্যদ্রব্য মেয়াদোত্তীর্ণ হওয়ার মতো ঘটনাও ঘটছে।
এদিকে দেশের কিছু কলকারখানা বুধবার খুললেও আগে বন্দর থেকে কাঁচামাল খালাস না হওয়ায় অনেকে পুরোদমে উৎপাদনে যেতে পারছে না। কাঁচামাল না পেলে কোনো কোনো কারখানার উৎপাদনে যেতে আরও কিছুদিন সময় লাগবে। যে কারণে কারখানাগুলো অন্য পণ্য কিনতে এখনো সরবরাহ আদেশ দিতে পারছে না।
ব্যবসায়ীরা বলছেন, সব মিলিয়ে ব্যবসায় এখনো স্বাভাবিক অবস্থা ফিরছে না। অনেকে এখনো দোকানপাট খোলেননি। যারা খুলছেন, তারাও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না।
ঢাকার আজিজ সুপার মার্কেটের মেলা ব্র্যান্ডের স্বত্বাধিকারী শফিউল ইসলাম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অনেক সময় লাগবে। এখানো অনেকে ভয়ে মার্কেটে আসছেন না। এই এলাকায় বেচাকেনার পরিবেশ এখনো ফেরেনি। প্রায় তিন সপ্তাহ ধরে এ অবস্থা। এর মধ্যে গত পাঁচদিন মার্কেট একদম বন্ধ ছিল।’
বেশ কয়েকটি মার্কেটের দোকান মালিকরা জানান, এসব মার্কেটের অধিকাংশ দোকানে ক্রেতা না থাকায় এখনো বিক্রি শুরু হয়নি। দিন দিন তাদের লোকসানের পরিমাণ বাড়ছে।
এদিকে দোকান মালিক সমিতি জানিয়েছে, বুধবার ঢাকায় সব বিপণি-বিতান খোলা থাকবে। কারফিউয়ের বিরতিতে বেচাকেনা চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সময়ে কারফিউ শিথিল থাকবে, সেই সময়ে বিপণি-বিতানগুলো খোলা থাকবে। তবে এসব এলাকায় এখনো সব দোকান খোলেনি।
নিউমার্কেটের ব্যবসায়ী কাইয়ুম বলেন, ‘বিক্রি একেবারেই নেই। দোকান খুললেও ক্রেতা আসেননি। পরিস্থিতি স্বভাবিক হতে সময় লাগবে।’
এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সারাদেশে দোকান বন্ধ থাকায় বড় ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে অন্য সময়ে একদিন দেশের দোকান বন্ধ থাকলে দিনে অন্তত দুই হাজার কোটি টাকা ক্ষতি হয়। তবে এবারের ক্ষতির পরিমাণ আরও বেশি। অনেক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নবাবপুরের হার্ডওয়ার ব্যবসায়ী লাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্যবসায় ধস নেমেছে। ভয়ে ঢাকার বাইরে থেকে লোকজন আসছেন না। মাত্র রাস্তা খুলেছে, স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগবে।’
তিনি বলেন, ‘বড় কোনো অর্ডার নেই। টেলিফোনে কিছু অর্ডার আসছে। কিন্তু গাড়িতে পাঠানো যাচ্ছে না। রিকশা আছে। কুরিয়ার সার্ভিসও বন্ধ। মাল পাঠানো যাচ্ছে না।’
ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার মৌলভীবাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে এ সময় কথা হয়। তারাও অপূরণীয় ক্ষতির কথা জানান। কারও কারও ক্ষতি হাজারের অংকে, কারও কারও লাখে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির উদ্দিন বলেন, আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেকের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ক্রেতা নেই। কোটি কোটি টাকার পণ্য নিয়ে দুশ্চিন্তায় আছি। লোনের চাপ প্রতিদিন বাড়ছে।
তিনি বলেন, এখানে প্রতিদিন হাজার কোটি টাকার বেচাবিক্রি হয়। গত পাঁচদিনে হাজার হাজার কোটি টাকার ক্ষতি। এর আগেও দুই সপ্তাহ বিক্রি হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩ দিনের রাষ্ট্রীয় শোক, আজ সাধারণ ছুটি
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যয় সাশ্রয়ের পথে নেই সংস্কৃতি মন্ত্রণালয়
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভক্ত হয়ে পড়েছে জুলাই যোদ্ধারা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর মাত্র দুইদিন পরেই দলিল থাকলেও বাতিল হচ্ছে যেসব জমির মালিকানা!
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘নাহিদরা এভাবে প্রতারণা না করলেও পারতো’
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে গেলো মা-বাবা!
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতীয়দের ওর্য়াক পারমিট বাতিলসহ যেসব দাবি জানালো ইনকিলাব মঞ্চ
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাকরির নিরাপত্তা ছাড়াই কাটলো আরও একটি বছর
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












