ডিমের দাম: খামারে স্বস্তি, বাজারে অস্বস্তি
, ২০শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ তাসি, ১৩৯০ শামসী সন , ১২ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৯শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ডিমের দাম বেড়েই চলেছে। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে হালি প্রতি ডিমের দাম বেড়েছে ১৪-২০ টাকা। খামারে ৪০ টাকা, আড়তে ৪১ থেকে ৪৪ টাকা ও খুচরা বাজারে ৪৫ থেকে ৫০ টাকায় ডিমের হালি বিক্রি হচ্ছে। মাত্র ১৫ দিন আগেও প্রতি হালি ডিম খুচরা বাজারে ৩২ টাকায় বিক্রি হয়েছে। ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় খামারিরা স্বস্তিবোধ করলেও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
দেশের অন্যতম ডিম উৎপাদনকারী জেলা পাবনা। এখানকার খামারিরা জানান, খামারে প্রতি হালি ডিম বিক্রি হয়েছে ৩৯ টাকা ৬০ পয়সা থেকে ৪০ টাকা ৪০ পয়সায়। প্রতি পিস ডিম ৯ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকা ১০ পয়সায় বিক্রি হয়েছে। ১৫ দিন আগে প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকায় বিক্রি হয়েছে।
ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় খামারিরা স্বস্তিবোধ করছেন। তারা জানান, গত ৬ মাস প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকা দরে বিক্রি করতে হয়েছে। অথচ প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয়েছে ১০ টাকা ৫০ পয়সার চেয়েও বেশি। এতদিন প্রতিপিস ডিমে ২ থেকে ২ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছে। বর্তমান বাজার দরে খামারিরা লাভবান না হলেও অন্তত লোকসান গুনতে হচ্ছে না।
ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। খামারে ব্রয়লার ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে প্রতি কেজি ১৭৫ টাকা।
উপজেলার খয়েরবাড়ি গ্রামের খামারি মহসীন কাজী জানান, ডিমের বর্তমান বাজারদর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকার মধ্যে ওঠানামা করছে। গত ৬ মাস ধরে প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকায় স্থির ছিল। অথচ প্রতি পিস ডিম উৎপাদনে খরচ ১০ টাকা ৫০ পয়সা।
তিনি বলেন, মুরগির খাদ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খামারিরা দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে আসছেন। মাত্র কয়েকদিন হয়েছে ডিমের বাজারদর কিছুটা বেড়েছে। এতেও খামারিদের লাভবান হওয়ার সুযোগ নেই। অন্তত লোকসান থেকে বাঁচা যাবে।
মারমী গ্রামের খামারি মাহাবুল ইসলাম বলেন, প্রতি পিস ডিম ১০ টাকা করে বিক্রি করেও খামারিরা লাভবান হতে পারবেন না। খাদ্যের দাম যেভাবে বেড়েই চলেছে এতে বহু খামারি খামার বন্ধ করে দিয়েছেন। খাদ্যের দাম নিয়ন্ত্রণ করা না হলে বাকি খামারিরাও নিরুপায় হয়ে খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন।
আথাইল শিমুল গ্রামের পোল্ট্রি খামারি মুহম্মদ সুজন বলেন, ১৫ দিন ধরে মুরগির দাম বেড়েছে। মুরগির দাম বাড়ার সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চার দামও বাড়িয়ে দিয়েছে। প্রতিপিস মুরগির বাচ্চা কিনতে হচ্ছে ৪৬ টাকায়। অথচ ১৫ দিন আগেও এ বাচ্চার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। ঘুরে ফিরে খামারিদের লাভবান হওয়ার সুযোগ নেই।
উপজেলার দাশুড়িয়া বাজারের ডিমের আড়তদার কৌশিক এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এনামুল হক বলেন, প্রতি হালি ডিম খামার থেকে আড়তদাররা কিনছেন ৪০ টাকায়। আবার কখনো ৪০ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ প্রতি পিস ডিম আড়তদার কিনছেন ১০ টাকা এবং ১০ টাকা ১০ পয়সায়। পরে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন প্রতি হালি ৪১ টাকা থেকে ৪১ টাকা ৫০ পয়সায়।
এদিকে ঈশ্বরদী বাজারে ডিম কিনতে আসা আমিনুল ইসলাম সুজন জানান, ডিমের দাম বিদ্যুৎ গতিতে বাড়ছে। ৩২ টাকা হালির ডিম কিনতে হচ্ছে ৪৫ টাকায়। প্রতিদিনই ডিমের দাম বাড়তে থাকলে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ডিমের দাম বাড়ার বিষয়টি সরকারের খতিয়ে দেখা দরকার।
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিটিএ) ঈশ্বরদী শাখার সভাপতি জাহাবুল ইসলাম বলেন, বারবার খাদ্য, ওষুধ ও বিদ্যুতের দাম বাড়ার কারণে ক্ষুদ্র খামারিরা প্রায় তিন বছর ধরে লোকসান দিয়ে আসছেন। অসংখ্য খামার বন্ধ হয়ে গেছে। ১৫ দিন হয়েছে মুরগি ও ডিমের দাম কিছুটা বেড়েছে। এতে খামারিরা লোকসানের হাত থেকে আপাতত রক্ষা পেয়েছেন। কিন্তু ডিমের দাম বৃদ্ধিতেও খামারিদের লাভ করার সুযোগ নেই। মুরগির খাদ্য, ওষুধ ও বিদ্যুতের মূল্য কমালেই কেবলমাত্র খামারিরা লাভবান হতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে তিন মাসে ১৩ খুন, ৩৭ সম্ভ্রমহরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের গুজরাটে দেহব্যবসা চক্রের হাত থেকে ১২ বাংলাদেশি নারী উদ্ধার
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচারকদের নিয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের পথসভায় পুলিশ কর্মকর্তার সংগীত!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপিদের সব কাজের এখতিয়ার দিলে সেখানে অনিময় হবেই
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কি না তথ্য নেই -ডিএমপি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












