বিএনপি-বিক্ষোভ:
ঢাকার বিক্ষোভ, সংঘর্ষ নিয়ে এএফপি যা লিখেছে
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাদিস ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ঢাকায় সংঘর্ষ ও ফখরুলকে গ্রেপ্তার নিয়ে বিদেশি সংবাদ মাধ্যম যা বলেছে
আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার
আমির খসরু মাহমুদের বাসা ঘিরে রেখেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিশাল প্রতিবাদ বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে বাংলাদেশের বিরোধী দলের অসংখ্য সমর্থকের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে কয়েক ঘণ্টার সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হয়েছেন বহু মানুষ। বার্তা সংস্থা এএফপি শনিবার ঢাকায় বিএনপি'র মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ কথা লিখেছে। এতে আরও বলা হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে দুটি বিরোধী দলের লাখো সমর্থক বিক্ষোভ করেন।
এএফপির সংবাদদাতারা বলেছে, পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার শর্টগান নিক্ষেপের ফলে সহিংসতা বিভিন্ন রাস্তা ও অলিগলিতে ছড়িয়ে পড়ে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বলেছেন, এতে একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। বিরোধী দলীয় নেতাকর্মীরা ওই পুলিশ কর্মকর্তার মাথায় কুপিয়েছে।
এএফপি আরও লিখেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা সরকারগুলো। এখানে শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ পার্লামেন্টে আধিপত্য বিস্তার করে আছে এবং কার্যত একে একটি রাবার স্ট্যাম্প হিসেবে পরিচালনা করছে। বিরোধী হাজার হাজার নেতাকর্মীকে আটক, শত শত মানুষকে বিচারবহির্ভূত হত্যাকা-, শত শত নেতাকর্মীকে গুম করে দেয়ার অভিযোগ আছে সরকারের নিরাপত্তা রক্ষাকারীদের বিরুদ্ধে।
ফখরুলকে আটকের সময় কী ঘটেছিল, জানালেন স্ত্রী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পূর্ব সময়টায় কী ঘটেছিল তা সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
রাহাত আরা বেগম বলেন, সকালে যখন পুলিশ ও ডিবি সদস্যরা আসলেন তখন আমরা চা খাচ্ছিলাম। এসে প্রথমে বললেন, স্যার আপনার সঙ্গে কথা বলবো। কিছু কথাবার্তা বলে নিচে চলে গেলো। যাওয়ার সময়ে বাসার ভেতরে সিসি ক্যামেরার ডিভাইস এবং এই এপার্টমেন্টের নিচের সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছে। আমার যতটুকু ধারণা তারা নিচেই ছিল। দশ মিনিট পর আবার আসলো যে, স্যার আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। উপরের অর্ডার আছে।
কোথায় নিয়ে গেছে বলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, না কিছু বলেনি। ডিবির লোকও ছিল, পুলিশও ছিল। তিনি আরও বলেন, এভাবে নিয়ে যাওয়ার কোনো কারণ দেখি না।
ঢাকায় সংঘর্ষ ও মির্জা ফখরুলকে গ্রেপ্তার নিয়ে বিদেশি সংবাদ মাধ্যম যা বলেছে
অনলাইন নিউজ ১৮ লিখেছে, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে নিজের বাসভবন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শনিবার সংঘর্ষে বিরোধী দলীয় সমর্থকসহ বহু মানুষ আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, কয়েক দশক ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে দ্বন্দ্ব। কয়েক মাস ধরে বিরোধীরা যখন সরকার বিরোধী বিশাল বিশাল প্রতিবাদ বিক্ষোভ করছেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রয়েছে চাপে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য তার দল চাপ সৃষ্টি করে যাবে। সম্প্রতি তিনি বার্তা সংস্থা এপিকে বলেছেন, এই সরকারকে আমরা বিশ্বাস করি না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাদেরকে প্রথমে বিদায় নিতেই হবে। অন্যথায় তারা নির্বাচনে কারচুপি করবে।
অনলাইন ফ্রান্স ২৪ লিখেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বাংলাদেশের বিরোধীদের মহাসমাবেশ সহিংস হয়ে উঠেছে। শনিবার এই সহিংসতায় একজন পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। বিরোধী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানে মহাসমাবেশ আয়োজন করে। এতে কয়েক লাখ নেতাকর্মী রাজধানী ঢাকায় সমবেত হয়ে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। তাতে সংঘর্ষ সৃষ্টি হলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার পর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আমির খসরু মাহমুদের বাসা ঘিরে রেখেছে পুলিশ
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার সকাল ১০টার পর থেকে আমির খসরুর বনানীর বাসা ঘিরে রাখে পুলিশ। বাসার ভিতরে অবস্থান করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের অবিস্ফোরিত মিসাইল দিয়েই তাদের সামরিক যান ধ্বংস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হিমাগারের আলু এখন ‘গলার কাঁটা’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে -ফখরুল
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩৮ লাখ টাকার মেশিন তিন বছরেও চালু হয়নি, আইসিইউতে ঝুলছে তালা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা পর্যটন বাড়াতে বাংলাদেশীদের জন্য বিশেষ উদ্যোগ পাকিস্তানের
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণে ট্রাভেল পাসেই ফিরতে হবে তারেক রহমানকে
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












