তীব্র গরমে ফ্যানের দাম লাগামহীন, হিমশিম ক্রেতাদের
-বেড়েছে সোলার প্যানেলের চাহিদা
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৭ জুন, ২০২৩ খ্রি:, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে চলছে ঘন ঘন লোডশেডিং। একটু স্বস্তি পেতে যেই না ফ্যানের বাজারে যাচ্ছেন ক্রেতারা, সেখানেও লাগামহীন দামে হিমশিম খাচ্ছেন তারা। সব মিলিয়ে তীব্র গরম, লোডশেডিং ও ফ্যানের লাগামহীন দামে বেশ বেকয়াদায় সাধারণ মানুষ।
রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় গরম থেকে বাঁচতে ফ্যান কেনার হিড়িক পড়েছে বাজারে। চাহিদার সঙ্গে দামও বেড়েছে। বিশেষ করে চার্জার ফ্যানের দাম বেড়েছে কয়েকগুণ। একটু স্বস্তির আশায় অনেকেই চার্জার ফ্যান, চার্জার বাতি ও আইপিএস কিনছেন। যাদের সার্মথ্য আছে তারা কিনছেন এসি। যদিও চাহিদা বেড়ে যাওয়ায় এসব পণ্যের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
মূলত লোডশেডিংয়ের কারণে গরমের অস্বস্তি থেকে বাঁচতে চার্জার ফ্যানের ব্যবহার বেড়েছে। এই ফ্যানে বিদ্যুৎ না থাকলেও বাতাস পাওয়া যায়। বিদ্যুৎ সংযোগে থাকলে ফ্যানের ব্যাটারি নিজে থেকেই চার্জ হয়। পরবর্তীতে বিদ্যুৎ চলে গেলে এই ফ্যান বিভিন্ন সময় পর্যন্ত বাতাস দিয়ে থাকে।
ক্রেতারা বলছেন বর্তমানের ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে চার্জার ফ্যানের চাহিদা বেশি বেড়েছে। আর এ কারণে দামও বেড়েছে কয়েকগুণ।
মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে ফুটপাতেই ভ্রাম্যমাণ দোকান বসিয়ে চার্জার ফ্যান বিক্রি করছেন সাজ্জাদ হোসেন। দাম-দর জানতে চাইলে তিনি বলেন, ফ্যানের চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রি বেড়েছে। আমি ৫০টার ওপরে ফ্যান বিক্রি করেছি। আর ৭-৮ টা ফ্যান আছে। দোকান থেকে একটু কমে বিক্রি করায় মানুষও ভিড় জমাচ্ছে। কিনে নিয়ে যাচ্ছে।
কেমন দাম রাখছেন জিজ্ঞেস করলে তিনি বিলেন, ১২ ইঞ্চি আকারের একটি চার্জার ফ্যানের দাম ৪০০০ টাকা এবং ১৪ ইঞ্চির আকারের একটির দাম ৪৭০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পওয়া যাচ্ছে। এর থেকে বড় আকারের চার্জার ফ্যানের দাম ৭-৮ হাজার টাকা।
তবে ক্রেতারা বলছেন, লোডশেডিংকে পুঁজি করে চার্জার ফ্যানের দাম অনেক বেশি রাখা হচ্ছে। তারা জানান, যে ফ্যান ৭-৮ হাজার টাকা ছিল, তা এখন ৯৫০০ টাকা চাওয়া হচ্ছে। আর তিন হাজার টাকার ফ্যানের দাম চাওয়া হচ্ছে ৪৫০০ থেকে ৪৮০০ টাকা।
কয়েকদিন আগেও যে চার্জার ফ্যানের দাম নেয়া হয়েছে ৪-৫ হাজার টাকা, তা এখন ৬-৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কয়েকদিনের অসহনীয় গরম ও ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ফ্যান কিনতে এসেছেন ইসমাইল হোসেন। থাকেন মধ্য পাইকপাড়ায়। তিনি বলেন, বাসার সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে। কিন্তু কী ফ্যান কিনবো সিদ্ধান্ত নিদে পারছিলাম না। ফ্যানের যা দাম, আর সিলিং ফ্যান কিনবো কারেন্টই (বিদ্যুৎ) তো থাকে না। তাই চার্জার ফ্যান কিনতে চাইলাম। কিন্তু দাম শুনে বুঝলাম তা আমার নাগালের বাইরে।
সিলিং ফ্যান কিনতে মিরপুর মাজার রোড থেকে এসেছেন মোস্তফা কামাল। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, সাধারণত চাহিদা বাড়লে জিনিসের দাম কমে। অথচ দেশে যে জিনিসের চাহিদা বাড়ে ওই জিনিসেরই দাম বেড়ে যায়। এই যে দেখেন ফ্যানের দাম ব্যবসায়ীরা কত বাড়িয়ে দিয়েছেন। না কিনেও উপায় নেই। বিক্রেতাদের অবস্থা এমন, ‘নিলে নেন, না নিলে নাই।’
এদিকে, দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে দোকানি মানিক বলেন, ফ্যানের চাহিদা বেড়ে গেছে। চাহিদার সঙ্গে বেড়েছে ফ্যানের দামও। শুধু চার্জার ফ্যান নয়, সব ধরনের ফ্যানের দামই বেড়েছে। অতিরিক্ত চাহিদার কারণে ফ্যানও পাওয়া যাচ্ছে না।
বেড়েছে সোলার প্যানেলের চাহিদা:
এদিকে ঘনঘন লোডশেডিংয়ের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সোলার প্যানেলের দিকে ঝুঁকছেন ক্রেতারা। মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে দেখা হয় ক্রেতা মাসুম মুশফিকের সঙ্গে। তিনি বলেন, ফ্যানের যে দাম, আবার থাকে না বিদ্যুৎ। তাই ভাবলাম একবারে সোলার প্যানেল কিনে ফেলি। সে জন্য মার্কেটে আসা।
সোলার প্যানেলের দাম কেমন জিজ্ঞেস করলে তিনি বলেন, ৬৫ ওয়াটের সোলার প্যানেলের দাম ব্যাটারিসহ ২৫ হাজার টাকা চাইছে। এতে একটি ফ্যান ও ২-৩ টা লাইট জ্বালানো যাবে। আরও বিভিন্ন দামের সোলার প্যানেল আছে। বিদ্যুৎ না থাকলেও যেন লোডশেডিংয়ে কষ্ট না হয়, সে জন্য স্বস্তির জন্য সোলার প্যানেল কেনাই ভালো সিদ্ধান্ত বলে মনে করেন মুশফিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র রজবুল আছম্ম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া কোন অস্ত্র ত্যাগ নয়
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ জব্দ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমছেই
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসকানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত মিসাইল দিয়েই তাদের সামরিক যান ধ্বংস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












