তেল-গ্যাস অনুসন্ধান: আন্তর্জাতিক দরপত্র নির্বাচনের আগে নয়
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
স্থলভাগে পার্বত্য এলাকায় দুটি এবং বঙ্গোপসাগরে ২৪টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয় সরকার। তবে সাগরভিত্তিক দরপত্র আহ্বানের পর আশানুরূপ সাড়া না পাওয়ায় সেই পরিকল্পনা থমকে গেছে। এখন আর নির্বাচনের আগে নতুন করে সাগর বা স্থলে কোনো দরপত্র আহ্বানের পরিকল্পনা নেই। জ্বালানি বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
পেট্রোবাংলার পরিচালক (উৎপাদন বণ্টন চুক্তি-পিএসসি) প্রকৌশলী শোয়েব বলেন, আমরা দরপত্রের খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বিষয়টি নিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জ্বালানি বিভাগের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অন্তর্র্বতী সরকার এখন আর নতুন করে সাগর বা স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে না। এসব কার্যক্রমে সরাসরি বিদেশি বিনিয়োগ জড়িত। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। এর আগেও সাগরভিত্তিক দরপত্রে কয়েকটি কোম্পানি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কেউ অংশ নেয়নি। সময় বাড়ানোর পরও কেউ এগিয়ে আসেনি। তাই এখন এ দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে।
২০২৪ সালের ১১ মার্চ বঙ্গোপসাগরের ২৪টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমার শেষ সময় ছিল ৯ সেপ্টেম্বর, পরে সময় বাড়িয়ে ৯ ডিসেম্বর করা হয়। কয়েকটি বহুজাতিক কোম্পানি দরপত্র নথি কিনলেও কেউ জমা দেয়নি। এরপর যখন তাদের কাছে এর কারণ জানতে চাওয়া হয়, তখন তারা অনানুষ্ঠানিকভাবে জানায়, রাজনৈতিক অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ অর্থনীতির কারণে তারা বিনিয়োগে আগ্রহী নয়। চলতি বছরের মার্চে ফের দরপত্র আহ্বানের পরিকল্পনা হলে সেটিও বাস্তবায়িত হয়নি।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলেন, এ মুহূর্তে বড় ধরনের বিদেশি বিনিয়োগ পাওয়া কঠিন। গ্যাস-তেল কোম্পানিগুলো শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অনেক সময় এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের সরকারও যুক্ত থাকে। তাই বিনিয়োগ আনতে হলে কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন, যা কেবল পেট্রোবাংলার একার বিষয় নয়, এর সঙ্গে পুরো রাষ্ট্র জড়িত।
বঙ্গোপসাগরে আগ্রহ বাড়াতে এবার পিএসসিকে আগের তুলনায় আরও আকর্ষণীয় করা হয়েছে। আগে নির্দিষ্ট দামে গ্যাস কিনলেও এবার ব্রেন্ট ক্রুডের আন্তর্জাতিক দরের সঙ্গে মিলিয়ে প্রতিটি হাজার ঘনফুট গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ব্রেন্ট ক্রুডের দাম যদি ৮০ ডলার হয়, তবে গ্যাসের দাম হবে ৮ ডলার। আগের পিএসসিতে অগভীর সাগরের জন্য এই দাম ছিল ৫.৬ ডলার আর গভীর সাগরের জন্য ৭.২৫ ডলার। নতুন নিয়মে সরকারের শেয়ারও কিছুটা কমানো হয়েছে।
একই কারণে স্থলভাগেও এখন কোনো দরপত্র আহ্বান করছে না অন্তর্র্বতী সরকার। পার্বত্য চট্টগ্রামের দুটি ব্লক-২২(এ) এবং ২২(বি)-তে অনুসন্ধানের জন্য উৎপাদন বণ্টন চুক্তির খসড়া সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কর্মবিরতিতে ব্যাহত স্বাস্থ্যসেবা, আন্দোলনকারীদের কাজে ফেরার নির্দেশ মন্ত্রণালয়ের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীত এলেও কমেনি দাম, বেশিরভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কের অর্থনীতিতে রেকর্ড প্রবৃদ্ধি, পর্যটন খাতেও সর্বোচ্চ আয়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে সরকারকে আইনি নোটিশ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষা না নেয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘খেলাপি ঋণ আদায়ে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ হাজার কোটি টাকার ক্ষতিতে দুদকের সাবেক কমিশনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খুলনা-১ আসনে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী!
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












