৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজিতে:
দাম নির্ধারণের প্রভাব নেই বাজারে
এডমিন, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ রবি’ ১৩৯১ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে গত সপ্তাহে কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্তকে আমলে নিচ্ছে না। দেশের বিভিন্ন বাজারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি দেখভাল করছে মাঠ প্রশাসন। তার পরেও সব কটি পণ্যেই নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে। সেই সাথে ৫ থেকে বেড়েছে সব ধরনের সবজির দাম। এতে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ।
রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত দর অনুযায়ী আলু খুচরা বাজারে প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি হওয়ার কথা, বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়। প্রতি হালি ডিম বিক্রি হওয়ার কথা ৪৮ টাকায়, বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
বিক্রেতারা বলছেন, সরকারের নির্ধারণ করে দেয়া পেঁয়াজ, আলু ও ডিম এই তিন পণ্যের মধ্যে একটির দামও পাইকারি বাজারে কমেনি। তাই আমরা কমিয়ে বিক্রি করতে পারছি না। দেশী পেঁয়াজ ৮০ টাকা, আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। ডিমের হালি ৫০ টাকা। উপরন্তু বাজারে এ সব পণ্যের সরবরাহ কমেছে। ভোক্তা অধিদফতরের লাগাতার অভিযানে লোকসানের ভয়ে তারা দোকানে নতুন করে পেঁয়াজ ও আলু তুলতে চাইছেন না। পাইকারি বাজারেও দেশী পেঁয়াজ ও আলুর সরবরাহ কমেছে।
দুই ধাপে ১০ কোটি ডিম আমদানির অনুমতিও বাজারে তেমন প্রভাব ফেলতে পারেনি। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে দাম বেড়েছে আদা ও মুরগির, যথারীতি চড়া দাম অব্যাহত আছে সবজি বাজারেও।
এদিকে রাজধানীর বাজারে নতুন করে বেড়েছে আদা ও মুরগির দাম। প্রায় ৮০ থেকে ১শ’ টাকা বেড়ে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ২৮০ টাকার উপরে। বিক্রেতারা জানিয়েছেন, দেশি আদার সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় বাজারে দাম বাড়তির দিকে রয়েছে। তবে বাজারে নতুন মিয়ানমারের আদার সরবরাহ বেড়েছে, কিন্তু আমদানি ব্যয় বৃদ্ধিতে দামও বেশি।