দুই মাসে বাংলাদেশি পোশাকের ক্রয়াদেশ বেড়েছে ৩২ শতাংশ
, ২৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চীনে শ্রমিক সংকট এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের খড়গ স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। নয়াদিল্লি, ইসলামাবাদ ও বেইজিং থেকে মুখ ফেরাচ্ছে বিদেশি ক্রেতারা। এশিয়ার এই তিন দেশসহ বিশ্বের কয়েকটি ভূখ- থেকে তৈরি পোশাকের ক্রেতারা আসছেন ঢাকায়, বাড়ছে ক্রয়াদেশ। ইতোমধ্যে এ পণ্যের রপ্তানি বাজারে আস্থায় ফিরেছেন দেশের রপ্তানিকারকরা। সম্ভাবনা দেখা দিয়েছে রপ্তানি আয়ে বড় ধরনের ইতিবাচক প্রবৃদ্ধির।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও সরাসরি পোশাক রপ্তানির সঙ্গে জড়িত বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে এ খাতের নতুন সম্ভাবনার নানা তথ্য।
সংশ্লিষ্টরা বলছেন, চলতি আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশে নতুন রপ্তানি আদেশ দিতে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে পোশাকের বিশ্ববাজারের ক্রেতাদের। তাদের এই আগ্রহ অব্যাহত থাকলে সেপ্টেম্বর থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ দ্বিগুণ হবে।
পোশাক খাত সংশ্লিষ্টরা জানান, গত দুই মাসে আগের একই সময়ের তুলনায় পোশাকের ক্রয়াদেশ প্রায় ৩২ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসেই মোট রপ্তানি আয়ের প্রবৃদ্ধিও ২৫ শতাংশ ছিল। ইপিবির তথ্য অনুযায়ী, এ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পোশাক রপ্তানি খাতে আয় হয়েছে ৩৯৬ কোটি ডলার, যা মোট রপ্তানির প্রায় ৮৩ শতাংশ।
ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন রপ্তানি খাতের গতি প্রকৃতি পর্যালোচনা করে আমার দেশকে বলেন, ক্রেতাদের আগ্রহ অনুযায়ী রপ্তানি আদেশ গ্রহণ ও সময়মতো শিপমেন্ট হলে, অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে মোট রপ্তানির প্রবৃদ্ধি ৩০ থেকে ৩৫ শতাংশ বা তার চেয়েও বেশি হতে পারে। সেক্ষেত্রে আট মাসেই হয়তো আমাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে।
তিনি জানান, শুধু তৈরি পোশাকই নয়- চীন ও ভারত থেকে আগে যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো এমন সব ধরনের পণ্যের ক্রেতারা এখন বাংলাদেশে আসছেন। উদ্যোক্তারা তাদের প্রতিশ্রুতি ঠিক রাখলে এসব ক্রেতা স্থায়ীভাবেই বাংলাদেশে শিফট হতে পারেন। তবে এজন্য দ্রুত বিদ্যুৎ-জ্বালানি সংকট ও বন্দরের সক্ষমতা বাড়াতে হবে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ছয় থেকে সাত মাস ধরে চীনের উৎস থেকে পোশাকের ক্রেতারা তাদের আমদানি আদেশ ভারতে সরিয়ে নিচ্ছিলেন। তারা আঁচ করতে পারছিলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে চীনের বিক্রেতাদের কঠিন সময় পার করতে হবে। কিন্তু হঠাৎ করেই ভারতের ওপর মার্কিন শুল্কহার এই গতিপথ বদলে দিয়েছে। সেই সঙ্গে চীনে পোশাক কারখানায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারে।
তিনি আশা করছেন, বর্তমান চাহিদা অনুযায়ী রপ্তানির সব আদেশ ধরতে পারলে চলতি অর্থবছরেই রপ্তানি খাতে প্রবৃদ্ধি ৪০-৪৫ শতাংশ ছাড়িয়ে যাবে। তবে ব্যাংকিং খাতসহ কয়েকটি জায়গায় শিল্প বিনিয়োগ ও উৎপাদন প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ধ্বংস হয়ে উল্টে পড়া ট্যাংকই বলে দিচ্ছে যোদ্ধাদের হামলার দুঃসাহসিকতা কতবেশি
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূগর্ভস্থ পানি ব্যবহার নিষিদ্ধ, বিপাকে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শীতের তীব্রতা অব্যাহত, কাঁপছে দেশ
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলো আসিফ, নির্বাচন করবে না
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ঐতিহাসিক অবিচারের ক্ষতিপূরণ হবে’
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনিদের ভারতে প্রবেশের দাবি ‘ভিত্তিহীন’ -মেঘালয় পুলিশ ও বিএসএফ
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের আদেশ স্থগিত, মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর পরিকল্পনা নেই’
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের জিডিপিতে আইসিটির অবদান ২.৫ শতাংশেরও কম
৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












