দেশে প্রথমবারের মত রকেট ও স্যাটেলাইট, নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশে প্রথমবারের মতো রকেট ও স্যাটেলাইট উৎপাদন, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো)। এ লক্ষ্যে ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
স্পারসো সূত্রে জানা গেছে, এই সমীক্ষা পরিচালনার জন্য গত মাসে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড-এর সঙ্গে চুক্তি সই হয়েছে। এ সমীক্ষা বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ১.৩৫ কোটি টাকা।
স্পারসোর কর্মকর্তারা জানান, পরামর্শক প্রতিষ্ঠানটি ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের প্রাথমিক নকশাসহ পূর্ণাঙ্গ সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেবে। এ সমীক্ষায় মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করা হবেÍরকেট উৎপাদন ও উৎক্ষেপণ কেন্দ্র; স্যাটেলাইট উৎপাদন শিল্প ও অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্ট (এআইটি) ল্যাবরেটরি; আর স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
স্পারসোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক উদ্দেশ্য হলো অন্যান্য দেশ থেকে রকেটের যন্ত্রপাতি এনে স্থানীয়ভাবে সংযোজন করা। 'পরে দক্ষতা তৈরি হলে এখানে নতুন রকেট তৈরি হতে পারে।'
শহিদুল ইসলাম বলেন, এ প্রকল্পে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্পারসোর সঙ্গে স্পেস শিল্প সচেতনা বৃদ্ধির বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক সুব্রত কুমার আদিত্য বলেছে, প্রকল্পটি অত্যন্ত উচ্চাভিলাষী হলেও অসম্ভব নয়।
সে বলেছে, 'এই প্রকল্পের জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। বিদেশি বিনিয়োগ লাগবে। তবে শুধু বিদেশি বিনিয়োগ হলেই হবে না, বিদেশ থেকে প্রযুক্তিরও প্রয়োজন হবে। আমি যতদূর জানি এ বিষয়ে স্পারসো চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছে। চীন বা অন্য কোনো দেশ যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে এটি বাস্তবায়ন করা সম্ভব।'
স্পারসোর কর্মকর্তারা জানান, জাতীয় পর্যায়ে রকেট তৈরি ও একটি উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চ স্টেশন স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এর মূল লক্ষ্য হলো নিজস্ব প্রযুক্তিতে এমন উৎক্ষেপণ যান তৈরি করা, যা কম খরচে দেশি-বিদেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে পারবে।
বিষয়টি নিশ্চিত করে স্পারসোর কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উৎক্ষেপণ স্টেশনের জন্য পটুয়াখালীর কলাপাড়া, চট্টগ্রামের আনোয়ারা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। 'তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সম্ভাব্য সমীক্ষার পর। এছাড়া প্রকল্পের মোট ব্যয়ও জানা যাবে সমীক্ষা প্রতিবেদনে। এসব তথ্যের ভিত্তিতে একটি বিনিয়োগ প্রস্তাব তৈরি করা হবে সরকারের চূড়ান্ত অনুমোদের জন্য।'
বাংলাদেশের স্যাটেলাইট সক্ষমতার আধুনিকায়ন করার লক্ষ্যে স্পারসো একটি স্যাটেলাইট নির্মাণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা করছে। এই কেন্দ্রে বিভিন্ন শ্রেণির স্যাটেলাইটের নকশা প্রণয়ন, ফ্যাব্রিকেশন, ইন্টিগ্রেশন, টেস্টিং ও ভ্যালিডেশনের কাজ করা হবে।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো, কেনাকাটার ব্যয় হ্রাস ও স্পেস-গ্রেড যন্ত্রাংশ রপ্তানিমুখী উৎপাদনের সুযোগ তৈরি করা। এখানকার অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন ও টেস্ট (এআইটি) ল্যাবরেটরিটি টেলিযোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, সুনীল অর্থনীতি, বনায়ন ও মহাকাশ আবহাওয়া গবেষণার মতো খাতে সেবা দেবে।
গবেষণা, প্রকৌশল ও বাণিজ্যিক মহাকাশ অ্যাপ্লিকেশনে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে স্পারসো একটি হাইটেক স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। এ পার্ক মহাকাশযান উৎপাদন, যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান, পরীক্ষাগার ও স্টার্ট-আপগুলোর জন্য উদ্ভাবনী কেন্দ্র হিসেবে কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আবার অস্থির পেঁয়াজের বাজার
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামাত নেতার ‘জান্নাতের প্রলোভন’, কড়া প্রতিবাদ ফখরুল কন্যার
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পোশাক শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মানবপাচার, গোয়েন্দা তথ্যে দুই কর্মকর্তার নাম
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মানবপাচার, গোয়েন্দা তথ্যে দুই কর্মকর্তার নাম
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যাত্রীবাহী বাস থেকে ১২ হাজার ইয়াবাসহ তিন উপজাতি মাদক কারবারি গ্রেফতার
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেমিট্যান্সে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী সপ্তাহ থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরখাস্ত ১৩৯ শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনিয়মের জোয়াল টানতে ৩০০০ কোটি টাকার নতুন প্রকল্প!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












