বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক:
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই -নির্বাচনের বিকল্প কেউ যদি ভাবেন, সেটি জাতির জন্য গভীর বিপজ্জনক হবে -ইউনূস -নির্বাচন বিলম্বিত করতে ইস্যু তৈরির অপচেষ্টা হচ্ছে -বিএনপি -জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত চায় জামাত ও এনসিপি -গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি এনসিপির
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আবারও আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে। সে বলেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে সে আবারও তার এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সে জানিয়েছে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবেন, সেটি জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।
জাতীয় নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সে যে কথা বলেছে, সেই অনুযায়ী নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে জামাত ও এনসিপি। তবে বিএনপি বলেছে, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকে জামাত আবারও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে। আর বিএনপি ঘোষিত সময়ে নির্বাচনের দাবি জানিয়েছে।
বৈঠকে আলোচনা বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ডেকে বলেছেন, নির্বাচন সঠিক সময়ে হবে। কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। নুরুল হক নুরের ওপর আক্রমণ সম্পর্কে আমরা বলেছি, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে এবং বিষয়টি উদ্বেগজনক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা মনে করি, বিষয়টি গভীরভাবে তদন্ত হওয়া দরকার। আমাদের আশঙ্কা, নির্বাচন বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে ইস্যু তৈরি করা হচ্ছে। তবে এর কোনো সুযোগ নেই। নির্বাচন ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে একমত হয়েছেন। জাতীয় পার্টি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
জামায়াতে নায়েবে আমির তাহের বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবেলা নিয়েই আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে বিশেষ জোর দিয়েছেন- সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচন।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমরা কি একটি নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছি না? লন্ডন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা নজিরবিহীন এবং এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষদের জন্য অংশগ্রহণের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়বে।
তাহের আরো বলেন, জুলাই সনদ ও পিআর নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সরকার ও রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে আলোচনায় বসতে হবে।
নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে। আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তারা। তিনি আরো জানান, বৈঠকে প্রশাসন থেকে ফ্যাসিবাদের দালালদের অপসারণের দাবি তোলা হয়েছে।
এদিকে এনসিপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করে বলে, গত ১৫ বছরে অনুষ্ঠিত সব নির্বাচনেই রাষ্ট্রীয় সংস্থাগুলো প্রভাব খাটিয়েছে কে সরকার হবে, কে বিরোধী দলে থাকবে- সবই আগে ঠিক করা হতো। আমরা প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি।
জুলাই সনদ প্রসঙ্গে সে বলে, জুলাই সনদ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি। গণপরিষদের নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানিয়েছে।
সে বলে, গত তিনটি নির্বাচনই ছিল অবৈধ। ফ্যাসিস্টদের সহযোগী জাতীয় পার্টির পোস্টারেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম লেখা থাকত। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কোনো পার্থক্য নেই। তাই জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র রজবুল আছম্ম শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া কোন অস্ত্র ত্যাগ নয়
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ জব্দ
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমছেই
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসকানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত মিসাইল দিয়েই তাদের সামরিক যান ধ্বংস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীতে ৭৩ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল উদ্ধার
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দীর্ঘ ২২ ঘণ্টা অবরোধের পর শাহবাগে গাড়ি চলাচল শুরু
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেঁয়াজ আমদানিতেও চক্রের দ্বিগুণ মুনাফা
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪৫ বাংলাদেশি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












