পশুপালনে সাফল্যই এখন দুশ্চিন্তার কারণ!
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
বগুড়ায় গত বছরের তুলনায় এবার খামারি ও কোরবানিযোগ্য পশুর সংখ্যা বেড়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায় পাঠানো যেতে পারে এসব পশু। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবারের ঈদে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। এ অবস্থা চলতে থাকলে গরু লালন-পালন বন্ধ হওয়ার উপক্রম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বাজার ঘুরে দেখা গেছে, চার মাস আগে গমের মোটা ভুসি প্রতি বস্তা ১ হাজার ৮০০ টাকা ও চিকন ভুসি ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন মোটা ভুসি ২ হাজার ২০ টাকা ও চিকন ভুসি ২ হাজার ৮০০ দরে বিক্রি হচ্ছে।
এছাড়া ৩০ টাকা দামের চালের খুদ এখন ৩৫-৪০ টাকা কেজি। ধানের কুঁড়া ছিল ১৫ টাকা কেজি, যা এখন বেড়ে ২০ টাকা। ৮১০ টাকার ভুট্টা পাউডার এখন ৯০০ টাকা, মাষকলাইয়ের ভুসি বস্তায় ১ হাজার ৪৫০ থেকে বেড়ে ১ হাজার ৫০০ টাকা, ১ হাজার ৫৫০ টাকার খৈল বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায় এবং ৫ টাকা কেজির খড় ১০ টাকা কেজি। এছাড়া খরা মৌসুমে ঘাসের দামও বেড়েছে।
বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার আরাফাত ইসলাম নামে এক খামারি বলেন, আমি এক বছর বয়সি বাছুর কিনে এনেছিলাম। এখন গরুর বয়স সাড়ে তিন বছর। প্রতিদিন ৭০০ টাকার খাবার খায়। আগে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যেই হয়ে যেত। কিন্তু খাদ্যের যে দাম বেড়েছে, তাতে আমাদের মতো খামারিদের টিকে থাকা কঠিন।
একই এলাকার খামারি স্বপন প্রামাণিক বলেন, প্রতি বছর ঈদ উপলক্ষে গরু পালন করি। গত বছর ভালোই দাম পেয়েছিলাম। এবার বাজার ভালো না। গত ২০ বছরের খামারজীবনে এমন অবস্থা দেখিনি। তবুও প্রত্যাশা করছি ভালো দাম পাব। যদি দাম সেভাবে না পাই, তাহলে গরু পালনের সংখ্যা কমিয়ে দিতে হবে।
বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘাগাছা এলাকায় দুই শতাধিক খামার রয়েছে। আবুল কালাম আজাদ নামে এক খামারি বলেন, আমার মোট ৯টি দেশি জাতের গরু রয়েছে। এদের মধ্যে এবার চারটি কোরবানিতে বিক্রি করা হবে। কয়েকজন দাম বলে গেছে। তবে সেটি আশানুরূপ নয়। যেহেতু সময় আছে, তাই ভালো দামের আশায় আছি। যদি খরচের টাকার সাথে লাভই না ওঠে তাহলে এ ব্যবসা করব কীভাবে?
বগুড়া ভান্ডার ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, এবার আমার খামারে কোরবানিযোগ্য ১২০টা গরু রয়েছে। গত বছর গরুপ্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হতো। এ বছর বেড়ে ১৫ হাজার টাকায় দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিল, শ্রমিক খরচ বৃদ্ধি এবং গরমে গরুর শারীরিক গঠন কম বৃদ্ধি। এ অবস্থায় লাভের মুখ না দেখলে অনেক খামার বন্ধ হয়ে যাবে।
সূরা অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত বছর ৪৮টা গরু বিক্রি করেছিলাম। এবার একটাও ষাঁড় রাখিনি। কারণ রিস্ক নিয়ে এই ব্যবসা করা সম্ভব না। খাবারের দাম যদি নাগালে আসে তাহলে আবারও নতুন করে সিদ্ধান্ত নেব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বাভাবিকভাবেই পড়ছে শীত মাসের শেষে শৈত্যপ্রবাহ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাসিনা-কামালের আমৃত্যু কারাদ- বাড়িয়ে মৃত্যুদ- চেয়ে আপিল
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইজিপির বিরুদ্ধে রিট আবেদন খারিজ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাংলার মাটিতে আ’লীগের রাজনীতি আর চলবে না’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের ইসির চিঠি
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেশের সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, দুশ্চিন্তা ঝেড়ে প্রস্তুতি নিন’
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












