পাহাড়ে ৪ হাজার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর হাতে ভারী আগ্নেয়াস্ত্র
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পার্বত্য অঞ্চলের ৪৯১ কিলোমিটার সীমান্তে কোনো ধরনের বেড়া নেই। ওই যায়গাগুলো দুর্গম হওয়ায় বিচ্ছিন্নতাবাদী উপজাতি সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে মিয়ানমার ও ভারত থেকে ওইসব রুট দিয়ে অবাধে ঢুকছে ভারী অস্ত্র, মর্টার শেলসহ বিভিন্ন গোলাবারুদ।
দু’টি বড় গাছের সাথে (বড় অস্ত্র), একটি ছোট গাছ (ছোট অস্ত্র) বিনামূল্যে দেয়া হবে। কিন্তু বিচির (গুলি) জন্য আলাদা আদেশ (টাকা) প্রয়োজন। এভাবেই পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এড়াতে ছদ্মবেশী সাঙ্কেতিক ভাষা ব্যবহার করে আগ্নেয়াস্ত্র এবং গুলি কেনাবেচা করে থাকে।
সম্প্রতি পার্বত্যাঞ্চল রাঙ্গামাটিতে অনুসন্ধানে গিয়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দলের সদস্যদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক দুই সদস্য বলেছে, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা (ইউপিডিএফ) ভারী অস্ত্র এসএমজি ও একে-৪৭ কে বড় গাছ বলে থাকে। রিভলবার বা পিস্তলকে ছোট গাছ বলা হয়। গুলিকে বলা হয় বিচি।
ইউপিডিএফের সাবেক ওই দুই সদস্য নাম প্রকাশ না করে বলেছে, তারা এই দলের সাথে ১৫ বছর কাজ করেছে। সে বলেছে, একসময় একটি এসএমজির মূল্য ছিল সোয়া তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা। বর্তমানে চার থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হয় এসব অস্ত্র। একে-৪৭ একই মূল্যে বিক্রি হচ্ছে। ক্ষুদ্র অস্ত্র সেকেন্ড হ্যান্ড, যার দাম ৭০ থেকে ৮০ হাজার টাকা। বড় চালানের সাথে একটি বা দু’টি ছোট অস্ত্র বিনামূল্যে দেয়া হয়। তবে গুলির মূল্য আলাদাভাবে দিতে হয়। ৩৫০ টাকা দামের একটি এসএমজি বুলেট এখন ১ হাজার ২০০ টাকায় পাওয়া যায়। তিনি আরো বলেন, এম-৬ রাইফেলের বুলেট ২৫০ টাকা থেকে ২৭০ টাকায় পাওয়া যায়। রাইফেলের মূল্য বেশি, ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি হয়।
ওই দুইজন বলেছে, ভারত ও মিয়ানমার সীমান্ত এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে এসব ভারী অস্ত্র পাচার করা হয়। আগে বেশির ভাগ অস্ত্র মিয়ানমার থেকে আসত। কিন্তু এখন কঠোর নজরদারির কারণে তারা ভারত থেকে এলে এসব অস্ত্র অবাধে বাংলাদেশে প্রবেশ করছেন।
ইউপিডিএফের ওই সদস্যরা জানায়, সবজি বা অন্যান্য পণ্যের আড়ালে সিল করা ব্যাগে অস্ত্রগুলো বহন করা হয়। বাংলাদেশে প্রবেশের পর, সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা চার পাশ ঘিরে ফেলে, যেন অন্য কোনো সশস্ত্রগোষ্ঠী সেখানে প্রবেশ করতে না পারে। এরপর অস্ত্র যাচাই-বাছাইয়ের পর তারা সাথে করে নিয়ে যাওয়া অর্থ লেনদেন করে। সব লেনদেন নগদ, কোনো ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা হয় না।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাসের মধ্যে, বাংলাদেশ সেনাবাহিনী ৯০টি আগ্নেয়াস্ত্র এবং ৬২৪ রাউন্ড গুলি উদ্ধার করে ৯৬ জনকে গ্রেফতার করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী গত মঙ্গলবার বাঘাইছড়ি উপজেলায় এক অভিযানে সেনাসদস্যরা ইউপিডিএফের একটি আস্তানা থেকে একটি একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র জব্দ করেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জামাত নেতার ‘জান্নাতের প্রলোভন’, কড়া প্রতিবাদ ফখরুল কন্যার
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পোশাক শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মানবপাচার, গোয়েন্দা তথ্যে দুই কর্মকর্তার নাম
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মানবপাচার, গোয়েন্দা তথ্যে দুই কর্মকর্তার নাম
১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যাত্রীবাহী বাস থেকে ১২ হাজার ইয়াবাসহ তিন উপজাতি মাদক কারবারি গ্রেফতার
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেমিট্যান্সে প্রবৃদ্ধি প্রায় ১৭ শতাংশ
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী সপ্তাহ থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরখাস্ত ১৩৯ শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনিয়মের জোয়াল টানতে ৩০০০ কোটি টাকার নতুন প্রকল্প!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












