পিরোজপুরে টমটমে বাসের ধাক্কা, নিহত ৬
এডমিন, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর

পিরোজপুর সংবাদদাতা:
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাড়িয়েছে। এছাড়া পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
গত জুমুয়াবার (১৭ মার্চ) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাসুদুজ্জামান।
পৃথক আরেকটি দুর্ঘটনায় নিহত হয়েছেন পিরোজপুর পৌরসভার কেষ্ট নগর এলাকার মোয়াজ্জেল হাজীর ছেলে মনিরুল জামান (৫৫)। তিনি জেলা সিভিল সার্জন অফিসের কর্মচারী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত জুমুয়াবার বিকেলে ১৮ জন ক্যাটারিং কর্মী নসিমনে করে বাগেরহাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সদর উপজেলার শংকরপাশা গ্রামের মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫৩৩৭৫) একটি বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাদশা ও শাহীন নামে দুইজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর ইয়াসিন নামে আরও একজনের মৃত্যু হয়। আর খুলনায় নেওয়ার পর শাহীন ও ছাব্বির নামে দুইজনের মৃত্যু হয়েছে। অন্য জনের নাম পরিচয় পাওয়া যায়নি
এছাড়া পিরোজপুর পৌরসভার ধুপপাশা এলাকার পিরোজপুর-হুলারহাট সড়ক থেকে মনিরুল জামানের মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
হাসপাতালে চিকিৎসা নেওয়া সিরাজুল ইসলাম শিমুল বলেন, আমরা বাগেরহাটের কচুয়া থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) দেওয়ার জন্য যাচ্ছিলাম। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে।