পুঁজিবাজার: আটকে যাচ্ছে টাকা, দিশেহারা বিনিয়োগকারীরা
, ২রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ তাসি, ১৩৯০ শামসী সন , ২৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
৫০ টাকা করে বিডি থাই ফুডের শেয়ার কেনেন অপূর্ব। সময়টা গত ডিসেম্বরের মাঝামাঝি। যেদিন এই বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার কেনেন, তার পর থেকেই শুরু হয় দরপতন। ধারাবাহিকভাবে কমতে কমতে কোম্পানিটির শেয়ার দাম এখন নেমেছে ৩৪ টাকা ৮০ পয়সায়। ফ্লোর প্রাইসের কারণে এর নিচে কোম্পানিটির শেয়ার দাম কমার সুযোগ নেই।
ধারাবাহিকভাবে দাম কমায় বিডি থাই ফুডের শেয়ার আর বিক্রি করতে পারেননি অপূর্ব। ফলে আটকে গেছে তার বিনিয়োগ করা টাকা। ক্রেতা না থাকায় এখন লোকসানেও তার কাছে থাকা শেয়ার বিক্রি করতে পারছেন না। ফলে নতুন বিনিয়োগের পথও বন্ধ হয়ে গেছে এই বিনিয়োগকারীর।
এর আগে এক বছরের বেশি সময় ধরে তার বিনিয়োগ করা টাকার বড় অংশ আটকে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জেনারেশন নেক্সট, রবি, এসিআই ফরমুলেশন, বে-লিজিংসহ আরও কয়েকটি কোম্পানিতে। এসব কোম্পানির শেয়ার দাম দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। ক্রেতা না থাকায় শেয়ার বিক্রি করতে পারছেন না।
এভাবে একের পর এক কোম্পানিতে টাকা আটকে যাওয়ার বিষয়ে অপূর্ব বলেন, ফ্লোর প্রাইসের কারণে আগে বিনিয়োগ করা সব টাকাই আটকে রয়েছে। আগে যেসব কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড কেনা ছিল তার একটিও বিক্রি করতে পারছি না।
তিনি বলেন, কিছু টাকা জোগাড় করে গত ডিসেম্বরে নতুন করে বিডি থাই ফুডের কিছু শেয়ার কিনি। আমি যখন শেয়ার কিনি, তার আগে প্রতিদিন বিডি থাই ফুডের শেয়ার ভালোই লেনদেন হচ্ছিল। কিন্তু আমি শেয়ার কেনার পর থেকেই দাম কমতে থাকে। এখন দাম কমতে কমতে ফ্লোর প্রাইসে এসে ঠেকেছে। ক্রেতা না থাকায় এখন এ কোম্পানিটির শেয়ারও বিক্রি করতে পারছি না। এখন আমার সব টাকাই আটকে গেছে। পোর্টফোলিওতে থাকা কোনো শেয়ার যেমন বিক্রি করতে পারছি না, তেমনি নতুন করে কিছু কিনতেও পারছি না। কবে এসব শেয়ার থেকে বের হতে পারবো তার কিছুই বুঝতে পারছি না।
শুধু অপূর্ব নয়, শেয়ারবাজারের অধিকাংশ সাধারণ বিনিয়োগকারীর এখন এমন দিশেহারা অবস্থা। এসব বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের সিংগভাগ আটকে আছে। আর বাজারের এমন চিত্রে ব্রোকারেজ হাউজ সংশ্লিষ্টদের চোখে-মুখে স্পষ্ট হয়ে উঠছে বিস্ময়।
শেয়ারবাজার সংশ্লিষ্ট ও বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি এবং ডলার সংকটের কারণে কয়েক মাস ধরেই শেয়ারবাজারে মন্দাভাব চলছে। এর সঙ্গে শেয়ারবাজারে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা টাকা আটকে যাচ্ছে। ফলে কমছে লেনদেনের গতি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, শেষ সাত কার্যদিবসের একদিনও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচশ কোটি টাকার লেনদেনের দেখা মেলেনি। এর মধ্যে এক কার্যদিবসে তিনশ কোটি টাকার কম এবং দুই কার্যদিবসে লেনদেন হয়েছে চারশ কোটি টাকার কম। এমন লেনদেন খরার মধ্যে শেষ সাত কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৬৫ পয়েন্ট। আর বাজার মূলধন কমেছে ৪ হাজার ১৪৩ কোটি টাকা।
অবশ্য বাজারের পতনের মাত্রা যতটা, বিনিয়োগকারীদের ক্ষতির মাত্রা তার কয়েকগুণ বেশি। কারণ প্রতিদিন যে হারে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমছে, সেই হারে মূল্যসূচক কমছে না। ফলে বিনিয়োগকারীদের ক্ষতির মাত্রা কতটা, সেটা সূচকের পতন দিয়ে সঠিকভাবে পরিমাপ করা যাচ্ছে না।
ডিএসইর এক সদস্য বলেন, শেয়াবাজারে এখন যে মন্দাভাব দেখা যাচ্ছে তার মূল কারণ বিনিয়োগকারীদের টাকা আটকে যাওয়া। এর সঙ্গে বৈশ্বিক পরিস্থিতি ও ডলার সংকটেও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফ্লোর প্রাইসের কারণে অধিকাংশ বিনিয়োগকারীর টাকা আটকে গেছে। শেয়ার বিক্রি করতে না পারায় তারা এখন নতুন বিনিয়োগ করতে পারছেন না। আমরা ব্রোকারেজ হাউজগুলোও বড় সমস্যায় আছি। বাজার পরিস্থিতি নিয়েও আমরাও খুব টেনশনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গায় ইন্ধন দিচ্ছেন এক নারী
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দরজায় তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচন পেছানোর চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শরিকদের আসন নিয়ে টানাপোড়েন, বিএনপি সরকারে গেলে মূল্যায়নের আশ্বাস
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের ৮১ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করেন
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথম আলো-ডেইলি স্টার ভবনে আগুন-ভাঙচুর, আলামত সংগ্রহ করবে সিআইডি
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুন্সীগঞ্জর ‘১৩১ বছর বয়সী’ সুফিয়া বেগম মারা গেছেন
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি কুয়াশার আভাস, বাড়বে শীতও
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘এনসিপির কমিটি থেকে আমার নাম কাটতে হবে, না হলে আইনি ব্যবস্থা’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচন পেছাতে পরিকল্পিত অপকৌশল থাকতে পারে -সালাহউদ্দিন
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীরা সক্রিয়’
২০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












