৪৪ কোটি টাকার প্রকল্প:
পোস্টার, ক্যালেন্ডার, প্রশিক্ষণেই ২৬ কোটি টাকা
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নেওয়া পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্পে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয় করেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি পরিবেশ অধিদপ্তর। প্রকল্পের মূল লক্ষ্য ছিল দুই দশক পুরোনো শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা হালনাগাদ ও শব্দের মাত্রা পরিমাপে সারাদেশে রিয়েল-টাইম মনিটরিং যন্ত্র বসানো- কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। বরং প্রকল্পের প্রায় ২৬ কোটি টাকা খরচ হয়েছে পোস্টার, ক্যালেন্ডার, প্রশিক্ষণসহ নানা উপহার সামগ্রীর পেছনে।
২০২০ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদী 'ইন্টিগ্রেটেড অ্যান্ড পার্টিসিপেটরি প্রজেক্ট টু কন্ট্রোল নয়েজ পলিউশন' নামের এই প্রকল্পের মোট বরাদ্দ ছিল প্রায় ৫৪ কোটি ৯০ লাখ টাকা। এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৪৪ কোটি টাকা- যার একটি বড় অংশই অপ্রয়োজনীয় খাতে গেছে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্রচারণামূলক সামগ্রী কিনতেই ব্যয় হয়েছে ১৭ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে রয়েছে পোস্টার, ফেস্টুন, খাতা, কলম ও ব্যাগ। এছাড়া ৮ কোটি ৮২ লাখ টাকা ব্যয় হয়েছে শিক্ষার্থী, পেশাজীবী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য।
এছাড়া একাধিক পণ্যের জন্য খরচও দেখানো হয়েছে বাজারদরের পাঁচ-সাতগুণ বেশি। যেমন- মাত্র ১২ পৃষ্ঠার একটি টেবিল ক্যালেন্ডার তৈরি করতে খরচ দেখানো হয়েছে ১ হাজার টাকা, যার বাজারমূল্য ১০০ থেকে ১২০ টাকা। কলমদানি কেনা হয়েছে প্রতিটি ১ হাজার টাকায়, যার বাজারদর ১৮০ থেকে ২০০ টাকা।
প্রকল্পের আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ সংশোধনের কথা থাকলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। এছাড়া দেশের ৬৪ জেলায় শব্দ পরিমাপক মনিটরিং স্টেশন স্থাপনের লক্ষ্যে ১৩টি রিয়েল-টাইম মনিটর বসানোর কথা বলা হলেও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছে, বাস্তবে এসব যন্ত্র কোথাও স্থাপন করা হয়নি। অথচ কাগজে-কলমে এ বাবদ খরচ দেখানো হয়েছে ২ কোটি ৩৪ লাখ টাকা।
এছাড়াও প্রকল্পের আওতায় দেশের প্রতিটি জেলায় ২টি করে মোট ১২৮টি শব্দসচেতনতামূলক বিলবোর্ড স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা, প্রতিটির জন্য খরচ দেখানো হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া ৬০টি স্থানে বসানো সাইনবোর্ডের প্রতিটির মূল্য ধরা হয়েছে ১৩ হাজার টাকা। অফিস সরঞ্জামাদি কেনায় ব্যয় হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা, যার মধ্যে ১ কোটি ১৪ লাখ টাকা খরচ হয়েছে ৩০০টি সাউন্ড মিটার কেনায়- প্রতিটির দাম ৩৮ হাজার টাকা হিসেবে। তবে মাঠপর্যায়ে এসব যন্ত্রের কার্যকর ব্যবহার দেখা যায়নি।
তবে শব্দ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়ম বা অপচয়ের অভিযোগ অস্বীকার করেছে প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ। তার দাবি, প্রকল্পের সকল ব্যয়ই পূর্ব অনুমোদিত এবং যথাযথ প্রক্রিয়ায় হয়েছে। প্রকল্পে কিছু কাজ পিছিয়ে যাওয়ায় এক বছরের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে তিন মাসে ১৩ খুন, ৩৭ সম্ভ্রমহরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের গুজরাটে দেহব্যবসা চক্রের হাত থেকে ১২ বাংলাদেশি নারী উদ্ধার
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচারকদের নিয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের পথসভায় পুলিশ কর্মকর্তার সংগীত!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপিদের সব কাজের এখতিয়ার দিলে সেখানে অনিময় হবেই
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কি না তথ্য নেই -ডিএমপি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












