বাপেক্সের গ্যাস সরবরাহ গত দেড় বছরে কমেছে ৩৩ শতাংশের বেশি
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গত বছরের ১ আগস্ট গ্রিডে গ্যাসের সরবরাহ ছিল ২ হাজার ৬৩৪ মিলিয়ন ঘনফুট। যেখানে বাপেক্সের একক সরবরাহ ছিল ১২১ মিলিয়ন ঘনফুট। সেই সরবরাহ নেমে এসেছে ৮১ মিলিয়ন ঘনফুটে। অর্থাৎ এক বছরেরও বেশি ব্যবধানে বাপেক্সের গ্যাস সরবরাহ কমেছে ৩৩ শতাংশের বেশি। যদিও এর বেশ কয়েকদিন আগ পর্যন্ত সংস্থাটির গ্যাসের সরবরাহ ছিল ৯৫ মিলিয়ন ঘনফুটের ওপরে। তবে গত বছরের আগস্টের গ্যাস সরবরাহ এবং চলতি মাসের হিসাব গড় বিশ্লেষণে সরবরাহ হ্রাসের এ তথ্য পাওয়া গেছে। যদিও এর মধ্যে মাসভিত্তিক সরবরাহের হিসাবে উৎপাদনে তারতম্য ঘটেছে। তবে তা গড় উৎপাদন হ্রাস ৩৩ শতাংশের আশপাশেই রয়েছে। ক্রমান্বয়ে সংস্থাটির গ্যাস সরবরাহ কমে যাওয়ার বিষয়টি জ্বালানি বিভাগের পক্ষ থেকে অস্বীকার করা না হলেও সংস্থাটির সক্ষমতা বৃদ্ধিতে সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
বাপেক্সের গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাপেক্সের গ্যাস উৎপাদন কমে যাচ্ছে বিষয়টি এমন নয়, বরং গ্যাসের রিজার্ভ কমে যাচ্ছে। গত এক বছরে ২০০ মিলিয়ন ঘনফুট (দৈনিক) গ্যাসের সরবরাহ কমে গেছে, বিপরীতে পাওয়া গেছে ৬০ মিলিয়ন ঘনফুট। গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য কূপ খননের যে লক্ষ্যমাত্র নেয়া হয়েছে সেই অনুসারে কাজ করছে বাপেক্স। তাদের সব ধরনের সাপোর্ট দেয়া হচ্ছে। আগের মতো আর বলার সুযোগ নেই যে বাপেক্সকে কোনো ধরনের সাপোর্ট দেয়া হচ্ছে না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে বাপেক্সের শীর্ষ এক কর্মকর্তা বলেন, গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য পাঁচটি রিগ দিয়ে বাপেক্সসহ বিভিন্ন কোম্পানির কূপ খনন কার্যক্রম চলছে। এসব কূপ খনন শেষ হলে অন্যান্য কোম্পানির পাশাপাশি বাপেক্সের উৎপাদনও আরো কিছুটা বাড়বে। তবে গ্যাস উৎপাদন আরো বেশি হতো যদি ভোলার গ্যাস গ্রিডে যুক্ত করা যেত। সেখানে বড় একটি সক্ষমতা অব্যবহৃত থাকছে। এছাড়া স্থলভাগে শ্রীকাইল, কৈলাসটিলার মতো জায়গায় খননের কাজ চলছে। এগুলো শেষ হলে গ্রিডে আরো গ্যাস যুক্ত হবে।
গ্রিডে দৈনিক যে গ্যাস সরবরাহ হচ্ছে সেখানে বাপেক্সের অবদান ৩.১০ শতাংশ। অথচ তিন বছর আগেও সংস্থাটির অবদান ছিল ৭ শতাংশের বেশি। ক্রমান্বয়ে বাপেক্সের গ্যাস উত্তোলন হ্রাস এবং উৎপাদন বৃদ্ধি করতে না পারার পেছনে মূলত প্রযুক্তিগত দুর্বলতা, বিনিয়োগ, অভিজ্ঞতা ও নেতৃত্বের অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, গ্যাস ফিল্ডগুলোর উৎপাদন কমে যাবে এটা পেট্রোবাংলা জানত। উৎপাদন ধরে রাখার জন্য যে ধরনের প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন ছিল তা তারা করতে পারেনি। যেটি শেভরন করেছে। তারা দীর্ঘ সময় তাদের কূপের উৎপাদন ধরে রেখেছে। এছাড়া বাপেক্সকে দিয়ে কূপ খননে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন ছিল তা করা যায়নি। পাশাপাশি গ্যাস ক্ষেত্র আবিষ্কার, কূপ খননে যে ধরনের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব প্রয়োজন তা নিশ্চিত করা যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চতুর্থ মাসের মতো পতনের ধারায় রপ্তানি খাত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘কর সন্ত্রাস থেকে মুক্তি চাই’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বায়ুদূষণে দিল্লিতে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ, আক্রান্ত ২ লাখ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে তাপমাত্রা ১১, আসছে শৈত্যপ্রবাহ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম যুবককে 'বাংলাদেশি' বলে মারধর, হিন্দুত্ববাদী সেøাগান বলানোর অভিযোগ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সশরীরেই ট্রাইব্যুনালে আসতে হবে সেনা কর্মকর্তাদের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনার মামলা না লড়ার ঘোষণা, পান্নাকে ট্রাইব্যুনালে তলব
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল আমদানি ও হ্যান্ডসেট বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাবার হত্যাকারীদের শেখ হাসিনা রক্ষা করেছেন’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বার্তা প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রশাসনের বড় অংশ জামাতের দখলে’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












